পানি ছিটিয়ে নববর্ষ উদ্‌যাপন থাইল্যান্ড জনগণের

প্রতিনিধি
অনলাইন ডেস্ক
Thumbnail image
প্রতিবছর এপ্রিলের গরমে থাই জনগণ একে অপরের ওপর পানি ছিটিয়ে নববর্ষের উৎসব উদ্‌যাপন করেন। ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে রোববার থেকে শুরু হয়েছে নতুন বছর, যেটিকে থাই জনগণ ঐতিহ্যবাহী নববর্ষের উৎসব হিসেবে পালন করে থাকেন। আর এই উৎসবের নাম সংক্রান। সৌর ক্যালেন্ডার অনুযায়ী এটি থাইল্যান্ডের একমাত্র সরকারি ছুটির দিন হিসেবে বিবেচিত হয়ে থাকে এবং প্রতিবছর এপ্রিল মাসের ১৩ থেকে ১৫ তারিখ পর্যন্ত এই উৎসব পালিত হয়।

তবে থাইল্যান্ডের প্রতিটি প্রদেশ নববর্ষ উদ্‌যাপনের জন্য নিজস্ব দিনে ছুটি ঘোষণা করতে পারে।

সংক্রান উৎসবের তারিখগুলো প্রাচীন জ্যোতির্বিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত। জানা যায়, এই ঐতিহ্য ভারত থেকে থাইল্যান্ডে এসেছে। ‘সংক্রান’ নামটি এসেছে সংস্কৃত শব্দ ‘সংক্রান্তি’ থেকে, যার অর্থ নক্ষত্রমণ্ডলে সূর্যের প্রবেশ।

প্রতিবছর এপ্রিলের গরমে থাই জনগণ একে অপরের ওপর পানি ছিটিয়ে উৎসবটি উদ্‌যাপন করে থাকেন।

থাইদের বিশ্বাস, এমনটা করলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বাড়ে। থাই পৌরাণিক কাহিনি অনুসারে, বৃষ্টি, বজ্রপাত ও নদীর দেবতা ইন্দ্র নববর্ষের সময় পৃথিবী পরিদর্শনে আসেন এবং তাঁর ইচ্ছায় সবকিছু পরিচালিত হয়।

thai

রোববার ব্যাংককে রঙিন পোশাকে সজ্জিত ও চোখে চশমা পরা মানুষজন একে অপরের দিকে পানি ছুড়ে এই উৎসব উদ্‌যাপন করেন। পানিকে এই উৎসবের প্রধান প্রতীক হিসেবে ধরা হয়, যা নতুনত্ব, পরিচ্ছন্নতা ও নতুন শুরুর বার্তা বহন করে।

অনেকে পিকআপ ভ্যান থেকে পানি ছিটাচ্ছিলেন। এই সংক্রান উৎসবের প্রধান আকর্ষণই হলো ‘জলকেলি’। অনুষ্ঠান শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সবাই ভিজে গেলেও এতে কারও কোনো আপত্তি থাকে না।

৫০ বছর বয়সী থিরা রাচাপোল নামে একজন বলেন, ‘আজ আমি সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছি। আমার কাছে চারটি পানি ছোড়ার বন্দুক, সুরক্ষার জন্য চশমা ও টুপি এবং ফোন রাখার ওয়াটারপ্রুফ থলি আছে।’

অনেকে পিকআপ ভ্যান থেকেও পানি ছিটাচ্ছিলেন। ছবি: এএপপি

সংক্রান উদ্‌যাপনের দিনটি থাইল্যান্ডের পর্যটনশিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। থাইল্যান্ডের সরকার আশা করছে, এই সপ্তাহে বিদেশি পর্যটকদের সংখ্যা ৮ শতাংশ বাড়বে।

নেদারল্যান্ডস থেকে আসা ২০ বছর বয়সী পর্যটক টিঙ্ক স্টকমান বলেন, ‘থাইদের এই উৎসব সম্পূর্ণ ভিন্ন। আমি এমন কিছু আশা করিনি, কিন্তু এখানে এসে দেখছি এটা খুবই মজার। আমার কাছে উৎসবটি খুবই ভালো লেগেছে এবং আমি এটি উপভোগ করছি।’

উল্লেখ্য, সম্প্রতি থাইল্যান্ডের প্রতিবেশী দেশ মিয়ানমারে একটি শক্তিশালী ভূমিকম্পে অন্তত সাড়ে ৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আর এ ভূমিকম্পের কারণে থাইল্যান্ডেও নির্মাণাধীন একটি ভবন ধসে পড়ে বহু মানুষ হতাহত হয়েছেন। এতসবের পরেও থাইবাসীরা বড় ভিড়ে যোগ দিতে কিছুটা শঙ্কা প্রকাশ করলেও অনেকে বলছেন, যতটা আশঙ্কা ছিল সেটির তুলনায় পরিস্থিতি অনেক ভালো।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

এশিয়া নিয়ে আরও পড়ুন

দপ্তর। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব শিক্ষার্থী আইন লঙ্ঘন করেছেন বা ভিসার মেয়াদ অতিরিক্ত সময় অবস্থান করেছেন।

৩ ঘণ্টা আগে

ইউক্রেনের নিরাপত্তায় বড় পরিসরে সহায়তা করবে যুক্তরাষ্ট্র। প্রতিবেশী দেশ হিসেবে প্রথমে ইউরোপকে নিরাপত্তার জন্য এগিয়ে আসতে হবে। এতে যুক্তরাষ্ট্রও যুক্ত হবে

৭ ঘণ্টা আগে

রাষ্ট্রীয় সফরে ভারতে পৌঁছেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিন বছরের বেশি সময়ের মধ্যে প্রথম সফরে সোমবার (১৮ আগস্ট) ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছান তিনি।

২১ ঘণ্টা আগে

ওয়াশিংটনে এ বৈঠকে যোগ দেওয়ার কথা জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশের নেতাদের। বৈঠকে ইউক্রেনের অবস্থানকে শক্তিশালী করতেই উপস্থিত থাকবেন তারা।

১ দিন আগে