কুয়ালালামপুরে ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ অভিবাসী আটক

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
Thumbnail image
প্রতীকী ছবি

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের মেদান ইম্বিতে বৃহস্পতিবার রাতে ব্যাপক অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। অভিযানে ৫০৬ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। তাদের মধ্যে ১৬৫ জন বাংলাদেশি রয়েছেন বলে জানা গেছে। তবে এদের মধ্যে কোনো নারী নেই। ৫০৬ জনের মধ্যে নেপালের রয়েছেন ১২৪ জন।

ইমিগ্রেশন মহাপরিচালক জাকারিয়া শাবান জানান, মেদান ইম্বি দীর্ঘদিন ধরে অবৈধ অভিবাসীদের কেন্দ্র হিসেবে চিহ্নিত ছিল। এখানকার অনেক দোকানঘরের উপরের তলা ভাড়া নিয়ে অবৈধ অভিবাসীরা বসবাস করত।

মালয়েশিয়ান সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমসে আজ শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত ১৬ এপ্রিল মালয়েশিয়ায় ৩ হাজার ৮৭০টি অভিযান চালায় অভিবাসন বিভাগ। ওই সময় আটক হন ১৩ হাজার ৬৭৭ অবৈধ অভিবাসী। এই তথ্য জানিয়েছেন অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান।

অভিবাসন বিভাগ থেকে জানানো হয়, বিভিন্ন সংস্থা ৮ হাজার ৮০৯ জন অবৈধ অভিবাসীকে আটক করে অভিবাসন বিভাগের কাছে হস্তান্তর করেছে, যার ফলে ১৬ এপ্রিল পর্যন্ত আটক হওয়া অবৈধ অভিবাসীর সংখ্যা ২২ হাজার ৪৮৬ জনে দাঁড়িয়েছে। এরপর গতকাল রাতে এই সংখ্যা আরও ৫০৬ বাড়ে।

গত রাতে জালান বারাত, জালান মেলাতি ও জালান খো এলাকায় অভিযানে আটকদের মধ্যে বাংলাদেশি রয়েছেন। এতে অংশ নেন ১৮৫ জন ইমিগ্রেশন কর্মকর্তা ও অন্যান্য সংস্থার সদস্যরা। আটক ৫০৬ জনের মধ্যে ১৬৫ জনই বাংলাদেশি। মোট আটকের মধ্যে পুরুষ ৪৪৮ এবং নারী ৫৮ জন। নারীদের মধ্যে ৪০ জন ইন্দোনেশিয়ান এবং ১৮ জন নেপালি।

অভিবাসন বিভাগের মহাপরিচালক জানান, মোট ৮৯৫ জনের কাগজপত্র যাচাই করে ৫০৬ জনকে অবৈধভাবে থাকার অভিযোগে আটক করা হয়েছে। তাঁদের বয়স ২৫ থেকে ৬৫ বছরের মধ্যে।

পরিচয়পত্র না থাকা, ভিসার শর্ত ভঙ্গ, অতিরিক্ত সময় থাকা ও ভুয়া পরিচয়ে থাকার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

এশিয়া নিয়ে আরও পড়ুন

ভারতের দিকে তাক করা আছে পাকিস্তানের ১৩০টি পরমাণু ক্ষেপণাস্ত্র। ঘোরি, শাহিন, গজনবি মিসাইল প্রস্তুত রয়েছে এবং যে কোনো ভারতীয় আগ্রাসনের জবাব দিতে তারা সর্বাত্মক প্রস্তুত আছে।

১৭ ঘণ্টা আগে

কাশ্মির সীমান্তের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১ মে) রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

১৭ ঘণ্টা আগে

পাকিস্তানি সেনাবাহিনী ভারতকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের মদদদাতা বলে অভিযোগ করেছে। ২২ এপ্রিল পহেলগামে বন্দুকধারীদের হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ওই হামলায় ২৬ জন নিহত হয়েছিল। নয়াদিল্লি তাৎক্ষণিকভাবে ওই হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করে।

২ দিন আগে

রাখাইনে মানবিক সহায়তার ক্ষেত্রে মানবিক করিডর স্থাপনের জন্য আগে মিয়ানমার ও বাংলাদেশ সরকারকে একমত হতে হবে বলে জানিয়েছে জাতিসংঘের ঢাকা কার্যালয়। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

২ দিন আগে