পারমাণবিক ইস্যুতে ইউরোপ-ইরান আলোচনা শুক্রবার

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

‘ই-থ্রি’ নামে পরিচিত ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি- এই তিন ইউরোপীয় শক্তি আগামী শুক্রবার ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন আলোচনা আয়োজনের পরিকল্পনা করছে। রোববার বার্লিনে এক জার্মান কূটনৈতিক সূত্র এএফপিকে একথা জানান।

সূত্র জানায়, ‘আমরা ইরানের সঙ্গে যোগাযোগ রাখছি এবং আগামী সপ্তাহের মধ্যে আরও একটি বৈঠক আয়োজনের বিষয়টি নির্ধারণে কাজ চলছে।’

ইস্তাম্বুলে এ আলোচনা হওয়ার কথা রয়েছে বলে সোমবার (২১ জুলাই) সকালে এক ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে তিনটি ইউরোপীয় দেশ সতর্ক করেছিল যে আলোচনা পুনরায় শুরু না হলে ইরানের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইসমাইল বাঘাইয়ের উদ্ধৃতি দিয়ে ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, ‘ইরান, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির মধ্যে উপ-পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।’

শুক্রবারের জন্য নির্ধারিত এই আলোচনা ইউরোপীয় তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধানের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির মধ্যে হওয়া ফোনালাপের পর অনুষ্ঠিত হচ্ছে। একমাস আগে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালালে আরাঘচিকে ফোন করেন তারা।

এই তিনটি ইউরোপীয় দেশ একত্রে যাদের ই-৩ (ইথ্রি) নামে পরিচিত। চীন ও রাশিয়ার সঙ্গে মিলে ২০১৫ সালের একটি পারমাণবিক চুক্তির অংশ হিসেবে ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। যুক্তরাষ্ট্র ২০১৮ সালে ওই চুক্তি থেকে সরে যায়।

ই-৩ জানিয়েছে, ইসরায়েল-ইরান বিমানযুদ্ধের আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা চলছিল। যদি ওই আলোচনা পুনরায় শুরু না হয় বা ফলপ্রসূ না হয়, তবে তারা আগস্ট মাসের শেষ নাগাদ জাতিসংঘের নিষেধাজ্ঞা ‘স্ন্যাপব্যাক মেকানিজম’-এর মাধ্যমে পুনরায় তা আরোপ করবে।

আরাঘচি বলেন, “যদি ইইউ/ই-৩ সত্যিই কোনও ভূমিকা রাখতে চায়, তাহলে তাদের দায়িত্বশীল আচরণ করতে হবে। হুমকি ও চাপের পুরোনো নীতিগুলো, বিশেষ করে ‘স্ন্যাপব্যাক’ ব্যবস্থার মতো যেগুলোর নৈতিক বা আইনি কোনও ভিত্তি নেই, তা পরিত্যাগ করতে হবে।”

স্ন্যাপব্যাক মেকানিজম ব্যবহার করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে অনুমোদিত চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই, অর্থাৎ ১৮ অক্টোবরের আগে, নিষেধাজ্ঞা পুনর্বহাল করা সম্ভব।

ইসরায়েল-ইরান যুদ্ধের আগে, ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র পাঁচ দফা পারমাণবিক আলোচনা করেছিল। তবে সেখানে প্রধান বাধা ছিল ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম, যেটিকে পশ্চিমা শক্তিগুলো শূন্যে নামিয়ে আনতে চায় যাতে অস্ত্রায়নের ঝুঁকি কমানো যায়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ইউরোপ নিয়ে আরও পড়ুন

গাজার অন্যান্য জায়গায় ত্রাণের অপেক্ষায় থাকা অবস্থায় আরও ছয়জন নিহত হয়েছেন এবং ১৫০ জনের বেশি আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর

১৩ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রী আগামী তিন দিন বাড়িতে বিশ্রাম নেবেন এবং সেখান থেকেই রাষ্ট্রীয় দায়িত্ব সামলাবেন

১৩ ঘণ্টা আগে

‘ই-থ্রি’ নামে পরিচিত ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি- এই তিন ইউরোপীয় শক্তি আগামী শুক্রবার ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন আলোচনা আয়োজনের পরিকল্পনা করছে। রোববার বার্লিনে এক জার্মান কূটনৈতিক সূত্র এএফপিকে একথা জানান।

১৩ ঘণ্টা আগে

লন্ডনে সামরিক ক্যাডেট হিসেবে অধ্যয়নরত ২০০৫ সালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মস্তিষ্কে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে এতবছর ধরে কোমায় ছিলেন

২ দিন আগে