পদার্থ বিজ্ঞানে নোবেল পেলেন তিন মার্কিন গবেষক

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

২০২৫ সালের পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের তিন গবেষক, জন ক্লার্ক, মিশেল এইচ ডেভোরেট এবং জন এম মার্টিনিস।

মঙ্গলবার (৭ অক্টোবর) সুইডেনের রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস বিজয়ীদের নাম ঘোষণা করে।

নোবেল কমিটির ভাষ্য অনুযায়ী, এ তিন বিজ্ঞানী বৈদ্যুতিক বর্তনীর মধ্যে কোয়ান্টাম টানেলিং এবং শক্তির কোয়ান্টাইজেশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আবিষ্কার করেছেন। এই আবিষ্কার কোয়ান্টাম পদার্থবিজ্ঞানে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।

কোয়ান্টাম মেকানিক্স থেকে বাস্তব প্রযুক্তিতে

এ বছরের নোবেল পুরস্কার মূলত এমন গবেষণাকে সম্মানিত করেছে, যা দেখিয়েছে— কোয়ান্টাম মেকানিক্সের বিচিত্র ও অণু-পরমাণু স্তরের গুণাবলী কীভাবে বাস্তব প্রযুক্তিতে প্রয়োগ করা সম্ভব।

পুরস্কারপ্রাপ্ত গবেষকরা এমন একটি অতিপরিবাহী বৈদ্যুতিক ব্যবস্থা তৈরি করেছেন, যা একটি কোয়ান্টাম অবস্থা থেকে আরেকটিতে সরাসরি ‘টানেলিং’ করে যেতে পারে—যেটি একটি বস্তু দেয়াল ভেদ করে চলে যাওয়ার মতোই এক অদ্ভুত ধারণা।

তারা আরও দেখিয়েছেন, এই ব্যবস্থা নির্দিষ্ট মাত্রায় শক্তি শোষণ ও বিকিরণ করে, যা কোয়ান্টাম তত্ত্বের ভবিষ্যদ্বাণীর সঙ্গে পুরোপুরি সঙ্গতিপূর্ণ।

নোবেলের ইতিহাসে আরও কিছু তথ্য

২০২৪ সালে, কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক ও মেশিন লার্নিংয়ের মৌলিক আবিষ্কারের জন্য পদার্থে নোবেল পেয়েছিলেন জন জে হোপফিল্ড ও জিওফ্রি ই. হিন্টন।

২০২৩ সালে যৌথভাবে পদক জিতেছিলেন পিয়ের অগস্টিনি (যুক্তরাষ্ট্র), ফেরেঙ্ক ক্রাউৎজ (হাঙ্গেরি) ও অ্যানে এলহুইলার (ফ্রান্স)—তাদের গবেষণার বিষয় ছিল ইলেকট্রন গতিবিদ্যা।

সবচেয়ে বেশি বয়সে পদার্থে নোবেল জেতেন আর্থার আসকিন— ২০১৮ সালে, ৯৬ বছর বয়সে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

বিশ্ব নিয়ে আরও পড়ুন

ধাতব-জৈব কাঠামো আবিষ্কারের জন্য তাঁদের এ পুরস্কার দেওয়া হয়। এই আণবিক কাঠামো এত বড় যে এর মধ্য দিয়ে গ্যাস ও তরল প্রবাহিত হতে পারে। মরুভূমির বাতাস থেকে পানি সংগ্রহ, কার্বন ডাই-অক্সাইড ধরা, বিষাক্ত গ্যাস সংরক্ষণ এবং রাসায়নিক বিক্রিয়ায় অনুঘটক হিসেবে এসব কাঠামো ব্যবহার করা যায়

১৬ ঘণ্টা আগে

শহিদুল আলম সেই পোস্টে লেখেন, ‘আমরা নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা পিছিয়ে আছি। কারণ ‘থাউজেন্ড ম্যাডলিনস’ নৌবহরে থাকা ছোট ও ধীরগতির নৌযানগুলো যেন পেছনে পড়ে না যায়, তা নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছি আমরা

২১ ঘণ্টা আগে

ফ্লোটিলার নতুন এই বহরটিতে আছে খাদ্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী ৯টি নৌযান। এই নৌযানগুলোতে আছেন ক্রুসহ ১০০-এর অধিক স্বেচ্ছাসেবী

১ দিন আগে

সোমবার সন্ধ্যা ৭টার দিকে উৎসব ও জান্তা-বিরোধী বিক্ষোভ চলাকালে দুটি বোমা ফেলে অন্তত ৪০ জনকে হত্যা করা হয়েছে। বোমা বিস্ফোরণে আরও ৮০ জন আহত হয়েছেন

১ দিন আগে