নিখাদ খবর ডেস্ক

ইউক্রেন যুদ্ধের ইতি টানতে রাশিয়া গড়িমসি করছে—এমন অভিযোগ এনে বুধবার (২২ অক্টোবর) দেশটির দুটি প্রধান জ্বালানি তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তবে এই দিনেই নতুন শক্তি প্রদর্শনের অংশ হিসেবে পারমাণবিক অস্ত্র নিয়ে একটি বড় প্রশিক্ষণ মহড়া চালিয়েছে রাশিয়া।
ওয়াশিংটন এমন এক সময়ে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করল, যার আগের দিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার বৈঠকের পরিকল্পনা স্থগিত করা হয়েছিল।
যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট জানিয়েছে, রাশিয়ার দুইটি প্রধান তেল কোম্পানি রোসনেফট ও লুকয়েলকে নিশানা করে এই নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যার উদ্দেশ্য হলো মস্কোর যুদ্ধে অর্থায়নের সক্ষমতা ক্ষতিগ্রস্ত করা। সম্প্রতি হোয়াইট হাউস রাশিয়াকে চাপ দেওয়ার পাশাপাশি সমঝোতামূলক দৃষ্টিভঙ্গির নীতি গ্রহণ করলেও, এই পদক্ষেপ হোয়াইট হাউসের নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টের মন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, "এখনই হত্যা বন্ধ করার এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতি ঘোষণার সময়।" তার এই মন্তব্যের পর জ্বালানি তেলের দাম ব্যারেলে প্রায় ২ ডলার বেড়েছে।
অন্যদিকে, ক্রেমলিন একটি ভিডিও প্রকাশ করে নতুন শক্তি প্রদর্শন করেছে। ভিডিওতে দেখা যায়, রাশিয়ার সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভ প্রেসিডেন্ট পুতিনকে মহড়ার খবরাখবর জানাচ্ছেন। রাশিয়া জানিয়েছে, তারা স্থল, ডুবোজাহাজ এবং বিমানের লঞ্চার থেকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার মধ্যে যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম এমন পাল্লার ক্ষেপণাস্ত্রও রয়েছে। রাশিয়ার দূরপাল্লার 'টু-২২এম৩' কৌশলগত বোমারু বিমান বাল্টিক সাগরে চক্কর দিয়েছে।

ইউক্রেন যুদ্ধের ইতি টানতে রাশিয়া গড়িমসি করছে—এমন অভিযোগ এনে বুধবার (২২ অক্টোবর) দেশটির দুটি প্রধান জ্বালানি তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তবে এই দিনেই নতুন শক্তি প্রদর্শনের অংশ হিসেবে পারমাণবিক অস্ত্র নিয়ে একটি বড় প্রশিক্ষণ মহড়া চালিয়েছে রাশিয়া।
ওয়াশিংটন এমন এক সময়ে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করল, যার আগের দিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার বৈঠকের পরিকল্পনা স্থগিত করা হয়েছিল।
যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট জানিয়েছে, রাশিয়ার দুইটি প্রধান তেল কোম্পানি রোসনেফট ও লুকয়েলকে নিশানা করে এই নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যার উদ্দেশ্য হলো মস্কোর যুদ্ধে অর্থায়নের সক্ষমতা ক্ষতিগ্রস্ত করা। সম্প্রতি হোয়াইট হাউস রাশিয়াকে চাপ দেওয়ার পাশাপাশি সমঝোতামূলক দৃষ্টিভঙ্গির নীতি গ্রহণ করলেও, এই পদক্ষেপ হোয়াইট হাউসের নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টের মন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, "এখনই হত্যা বন্ধ করার এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতি ঘোষণার সময়।" তার এই মন্তব্যের পর জ্বালানি তেলের দাম ব্যারেলে প্রায় ২ ডলার বেড়েছে।
অন্যদিকে, ক্রেমলিন একটি ভিডিও প্রকাশ করে নতুন শক্তি প্রদর্শন করেছে। ভিডিওতে দেখা যায়, রাশিয়ার সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভ প্রেসিডেন্ট পুতিনকে মহড়ার খবরাখবর জানাচ্ছেন। রাশিয়া জানিয়েছে, তারা স্থল, ডুবোজাহাজ এবং বিমানের লঞ্চার থেকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার মধ্যে যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম এমন পাল্লার ক্ষেপণাস্ত্রও রয়েছে। রাশিয়ার দূরপাল্লার 'টু-২২এম৩' কৌশলগত বোমারু বিমান বাল্টিক সাগরে চক্কর দিয়েছে।

ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে একজন সেনা আত্মহত্যা করেছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় হামলা শুরু হওয়ার পর থেকে দেশটিতে মোট ৬১ জন সেনা আত্মহত্যা করেছেন।
১৬ ঘণ্টা আগে
দুবাইতে ‘এন্ডিউরেন্স’মোটর রেসিংয়ে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের মোটর রেসার অভিক আনোয়ার। অভিক আনোয়ারের সঙ্গে আরও তিনজন ক্রু (পিট ক্রু) ছিলেন এবং গাড়িতে ড্রাইভার হিসেবে অভিক আনোয়ার একাই ছিলেন। অতিরিক্ত পয়েন্ট সংগ্রহ করে অভিক আনোয়ার ও তাঁর দল গালফ প্রো চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান অর্জন করেন।
৩ দিন আগে
ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকরের পর ওড়িশা রাজ্যে নতুন করে ৩৫ জন বাংলাদেশি অভিবাসী ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। ভারতীয় দৈনিক দ্য হিন্দু এ তথ্য জানিয়েছে।
৪ দিন আগে
যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে ব্রাউন বিশ্ববিদ্যালয়ের এক পরীক্ষা কেন্দ্রে বন্দুকধারীর হামলায় দুইজন নিহত ও আটজন গুরুতর আহত হয়েছেন। হামলাকারী এখনও আটক হয়নি।
৫ দিন আগেইসরায়েলের উত্তরাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে একজন সেনা আত্মহত্যা করেছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় হামলা শুরু হওয়ার পর থেকে দেশটিতে মোট ৬১ জন সেনা আত্মহত্যা করেছেন।
দুবাইতে ‘এন্ডিউরেন্স’মোটর রেসিংয়ে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের মোটর রেসার অভিক আনোয়ার। অভিক আনোয়ারের সঙ্গে আরও তিনজন ক্রু (পিট ক্রু) ছিলেন এবং গাড়িতে ড্রাইভার হিসেবে অভিক আনোয়ার একাই ছিলেন। অতিরিক্ত পয়েন্ট সংগ্রহ করে অভিক আনোয়ার ও তাঁর দল গালফ প্রো চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান অর্জন করেন।
ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকরের পর ওড়িশা রাজ্যে নতুন করে ৩৫ জন বাংলাদেশি অভিবাসী ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। ভারতীয় দৈনিক দ্য হিন্দু এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে ব্রাউন বিশ্ববিদ্যালয়ের এক পরীক্ষা কেন্দ্রে বন্দুকধারীর হামলায় দুইজন নিহত ও আটজন গুরুতর আহত হয়েছেন। হামলাকারী এখনও আটক হয়নি।