ভারত আয়োজিত কোয়াড সম্মেলনে যোগ দেবেনা না ট্রাম্প

নিউইয়র্ক টাইমস

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া কোয়াড সম্মেলনে অংশ নিচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।

তবে ট্রাম্পের ভারত সফর বাতিলের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস কিংবা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার (৩০ আগস্ট) নিউইয়র্ক টাইমসের ‘দ্য নোবেল প্রাইজ অ্যান্ড আ টেস্টি ফোন কল: হাউ দ্য ট্রাম্প-মোদি রিলেশনশিপ আনরাভেল্ড’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ট্রাম্পের সফর সম্পর্কে জানাশোনা আছে এমন কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প (গত ১৭ জুন ফোনালাপে) মোদিকে বলেছিলেন, চলতি বছরের শেষের দিকে কোয়াড শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে আসবেন। কিন্তু শরতে ভারত সফরের এই পরিকল্পনা এখন মার্কিন প্রেসিডেন্টের নেই।

নিউইয়র্ক টাইমসের এই দাবির বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বা ভারতীয় সরকারের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ভারত এই বছরের শেষের দিকে কোয়াড শীর্ষ সম্মেলন আয়োজন করার কথা রয়েছে। চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদ ক্ষমতা গ্রহণের পরদিন কোয়াডভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক করেছিল ট্রাম্প প্রশাসন।

প্রতিবেদনে বলা হয়, দুই নেতার সম্পর্ক অবনতি হয় শুল্কারোপ ও পাকিস্তান নিয়ে ট্রাম্পের বিতর্কিত দাবির কারণে। গত জুনে জি-সেভেন শীর্ষ সম্মেলনের সময় দুই নেতার ৩৫ মিনিটের ফোনালাপে ট্রাম্প দাবি করেন, ভারত-পাকিস্তান সংঘাত তিনিই বন্ধ করেছেন এবং পাকিস্তান তাকে নোবেলের জন্য মনোনীত করতে চায়। কিন্তু মোদি জানিয়ে দেন, এ সংঘাতের মীমাংসা হয়েছিল দুই দেশের সেনাদের মধ্যকার সরাসরি আলোচনায়। এতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না।

এই ফোনালাপের আগে ওই মাসেই কানাডায় অনুষ্ঠিত জি-৭–এর শীর্ষ সম্মেলনের এক ফাঁকে মোদি-ট্রাম্প বৈঠক করার কথা ছিল। কিন্তু ট্রাম্প আগেভাগে দেশে ফেরায় তাদের পূর্বনির্ধারিত সেই বৈঠক অনুষ্ঠিত হয়নি। মূলত এই নির্বারিত বৈঠক না হওয়ায় ১৭ জুন তারা ফোনালাপ করেছিলেন। কিন্তু ৩৫ মিনিটের এই ফোনালাপ দুই নেতার সম্পর্ক ভালো করার পরিবর্তে আরও তিক্ত করেছে।

এছাড়া ওয়াশিংটন-নয়াদিল্লির সম্পর্ক তিক্ত হওয়ার পেছনে ভারতের পণ্যে ট্রাম্প প্রশাসনের অতিরিক্ত ৫০ শতাংশ শুল্কও বড় ভূমিকা রেখেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) এই শুল্ক কার্যকর শুরু হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

যুক্তরাষ্ট্র নিয়ে আরও পড়ুন

শেরবান্দি এলাকায় সন্ত্রাসী আস্তানা উচ্ছেদে নিরাপত্তা বাহিনী ক্লিয়ারেন্স অভিযান চালাচ্ছিল। এ সময় একটি ল্যান্ডমাইন বিস্ফোরণে সেনাবাহিনীর গাড়ি আঘাতপ্রাপ্ত হয়, এতে পাঁচজন সেনা নিহত হন

৩৮ মিনিট আগে

গত বছর মে থেকে সেপ্টেম্বরের মধ্যে ১৯টি দেশের শিক্ষার্থীদের মধ্যে ৫ হাজার ৭০০ জনের বেশি এফ-১ ও জে-১ ভিসা পেয়েছিলেন। এর অর্ধেকের বেশি ভিসা গেছে ইরান ও মিয়ানমারের শিক্ষার্থীদের কাছে। তবে নতুন ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে অনেকে ভর্তি হয়েও যুক্তরাষ্ট্রে পৌঁছাতে পারছেন না

১৯ ঘণ্টা আগে

শীর্ষ সম্মেলনটি কাতারের উদ্যোগে আয়োজন করা হয়েছে। মঙ্গলবারই কাতারে হামাস নেতৃত্বের ওপর ইসরাইলের হামলায় পাঁচ জন সদস্য এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন

২১ ঘণ্টা আগে

‘অপারেশন ইন্ডিপেনডেন্স টু হান্ড্রেড’। এর আওতায় দেশটির ৩শ’রও বেশি সামরিক ঘাঁটিতে প্রশিক্ষণ নিচ্ছে সাধারণ মানুষ। সেনাবাহিনীর ব্যারাকে হাজির হয়ে প্রশিক্ষণে নাম লেখাচ্ছেন তারা। সেনা কর্মকর্তাদের থেকে হাতে কলমে শিখে নিচ্ছেন যুদ্ধতত্ত্বসহ বিভিন্ন প্রকার অস্ত্রের ব্যবহার

১ দিন আগে