প্রেসিডেন্টসহ ৮০ ফিলিস্থিনি কর্মকর্তার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ১০: ৪৯
Thumbnail image
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসসহ ৮০ জন ফিলিস্থিনি কর্মকর্তার ভিসা বাতিল করেছে। যার কারণে আগামী মাসে নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে পারবেন না। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তথ্য নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিযোগ করেছেন, আব্বাস ও তার সহযোগীরা শান্তি প্রচেষ্টাকে ব্যাহত করছেন এবং একতরফাভাবে একটি কাল্পনিক ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছেন।

এই সিদ্ধান্তকে ইসরায়েল স্বাগত জানালেও এটি অস্বাভাবিক, কারণ সাধারণত জাতিসংঘ সদর দপ্তরে আসতে ইচ্ছুক সব দেশের কর্মকর্তাদের জন্য যাত্রা সহজ করতে যুক্তরাষ্ট্র বাধ্য।

এই নিষেধাজ্ঞা এমন এক সময়ে এসেছে, যখন ফ্রান্সের নেতৃত্বে আন্তর্জাতিক সম্প্রদায় জাতিসংঘ অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিচ্ছে। এবং এ পদক্ষেপের বিরোধিতা করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।

জাতিসংঘে ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মানসুর আগেই জানিয়েছিলেন, রাষ্ট্রপ্রধানদের এই বৈঠকে ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করবেন মাহমুদ আব্বাস।

রুবিও জানান, নিউ ইয়র্কে জাতিসংঘ মিশনে নিযুক্ত ফিলিস্তিনি প্রতিনিধিরা জাতিসংঘ সদর দপ্তর চুক্তির আওতায় সভায় অংশ নিতে পারবেন। এই চুক্তিতে বলা হয়েছে, বিদেশি কর্মকর্তাদের জাতিসংঘে অংশগ্রহণে বাধা দেওয়া যাবে না, ‌তাদের সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক যেমনই হোক না কেন।

তবে এই ভিসা প্রত্যাখ্যান বা বাতিলের পদক্ষেপ জাতিসংঘ সদর দপ্তর চুক্তির সঙ্গে সাংঘর্ষিক কি না, তা এখনো স্পষ্ট নয়।

আব্বাসের দপ্তর এক বিবৃতিতে জানায়, এই ভিসা সিদ্ধান্তে তারা হতবাক, কারণ এটি "আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সদর দপ্তর চুক্তির সরাসরি পরিপন্থী" — বিশেষ করে যখন ফিলিস্তিন রাষ্ট্র জাতিসংঘের একজন পর্যবেক্ষক সদস্য। তারা যুক্তরাষ্ট্রকে এই সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

যুক্তরাষ্ট্র নিয়ে আরও পড়ুন

শেরবান্দি এলাকায় সন্ত্রাসী আস্তানা উচ্ছেদে নিরাপত্তা বাহিনী ক্লিয়ারেন্স অভিযান চালাচ্ছিল। এ সময় একটি ল্যান্ডমাইন বিস্ফোরণে সেনাবাহিনীর গাড়ি আঘাতপ্রাপ্ত হয়, এতে পাঁচজন সেনা নিহত হন

৩৫ মিনিট আগে

গত বছর মে থেকে সেপ্টেম্বরের মধ্যে ১৯টি দেশের শিক্ষার্থীদের মধ্যে ৫ হাজার ৭০০ জনের বেশি এফ-১ ও জে-১ ভিসা পেয়েছিলেন। এর অর্ধেকের বেশি ভিসা গেছে ইরান ও মিয়ানমারের শিক্ষার্থীদের কাছে। তবে নতুন ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে অনেকে ভর্তি হয়েও যুক্তরাষ্ট্রে পৌঁছাতে পারছেন না

১৯ ঘণ্টা আগে

শীর্ষ সম্মেলনটি কাতারের উদ্যোগে আয়োজন করা হয়েছে। মঙ্গলবারই কাতারে হামাস নেতৃত্বের ওপর ইসরাইলের হামলায় পাঁচ জন সদস্য এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন

২০ ঘণ্টা আগে

‘অপারেশন ইন্ডিপেনডেন্স টু হান্ড্রেড’। এর আওতায় দেশটির ৩শ’রও বেশি সামরিক ঘাঁটিতে প্রশিক্ষণ নিচ্ছে সাধারণ মানুষ। সেনাবাহিনীর ব্যারাকে হাজির হয়ে প্রশিক্ষণে নাম লেখাচ্ছেন তারা। সেনা কর্মকর্তাদের থেকে হাতে কলমে শিখে নিচ্ছেন যুদ্ধতত্ত্বসহ বিভিন্ন প্রকার অস্ত্রের ব্যবহার

১ দিন আগে