রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ঘটতে দেওয়া উচিত ছিল না: ট্রাম্প

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
Thumbnail image
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনকে দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ অর্থ ও সামরিক সহায়তা দেওয়ার পরও রুশ বাহিনী কীভাবে এত বিপুলসংখ্যক ইউক্রেনীয় সেনাকে ঘিরে ফেলতে সক্ষম হলো, তা ‘অবিশ্বাস্য’। পাশাপাশি তিনি ইউক্রেনকে উদ্দেশ করে বলেছেন, এমন কারও সঙ্গে টক্কর দেওয়া যাবে না, যারা আকারে বড় এবং যাদের অর্থ বেশি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের আগস্টে কিয়েভ রাশিয়ার কুরস্ক অঞ্চলে বড় ধরনের অভিযান চালিয়ে সুদঝা শহর এবং বেশ কয়েকটি গ্রাম দখল করে নেয়। ইউক্রেনের একাধিক কর্মকর্তা জানিয়েছিলেন, ভবিষ্যতে শান্তি আলোচনায় কিয়েভের অবস্থানকে শক্তিশালী করার লক্ষ্যেই এই অভিযান চালানো হয়েছিল।

গতকাল শুক্রবার মার্কিন বিচার বিভাগের এক ভাষণে ট্রাম্প বলেন, ‘রাশিয়া এখন বহু ইউক্রেনীয় সেনাকে ঘিরে ফেলেছে, তারা চরম বিপদের মধ্যে আছে। তারা ঘিরে ফেলতে সক্ষম হয়েছে।’ তিনি আরও বলেন, তার পূর্বসূরি জো বাইডেনের ‘এই যুদ্ধ কখনোই ঘটতে দেওয়া উচিত ছিল না।’

ট্রাম্প মন্তব্য করেন, ‘প্রথমত, অর্থ এবং আকারের দিক থেকে বড় কারও সঙ্গে পাঙ্গা নেওয়া উচিত নয়। আমরা তাদের (ইউক্রেনকে) প্রচুর অর্থ দিয়েছি, প্রচুর সরঞ্জাম দিয়েছি। আমরা বিশ্বে সর্বোত্তম সামরিক সরঞ্জাম তৈরি করি, কিন্তু এত কিছুর পরও...এটা (কুরস্কে ঘেরাও হয়ে যাওয়া) অবিশ্বাস্য।’

ট্রাম্প ভাষণে মস্কোর প্রতি ইউক্রেনীয় সেনাদের জীবন বাঁচানোর অনুরোধ জানান। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাম্পের আহ্বানের প্রতি ‘সহানুভূতি’ প্রকাশ করেছেন। তবে পুতিন বলেছেন, এই আহ্বানকে ‘কার্যকরভাবে মান্য’ করার জন্য কিয়েভকে তার সেনাদের আত্মসমর্পণের নির্দেশ দিতে হবে।

পুতিন বলেন, ‘যদি তারা অস্ত্র ফেলে আত্মসমর্পণ করে, (আমরা) তাদের জীবনের নিশ্চয়তা দেব এবং আন্তর্জাতিক আইন ও রুশ আইনের বিধান অনুযায়ী সম্মানজনক আচরণ করব।’ রুশ নেতা আরও জানান, কিয়েভের বাহিনী কুরস্ক অঞ্চলে অভিযান চালানোর সময় ‘বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে বহু অপরাধ’ করেছে এবং রুশ আইন প্রয়োগকারী সংস্থা তাদের কর্মকাণ্ডকে ‘সন্ত্রাসবাদ’ হিসেবে বিবেচনা করছে।

ট্রাম্প একাধিকবার রক্তপাত দ্রুত বন্ধ করার ইচ্ছা প্রকাশ করেছেন। গত মাসে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হোয়াইট হাউস থেকে বের করে দিয়েছিলেন এই অভিযোগে যে, ইউক্রেনীয় নেতা যুক্তরাষ্ট্রের সহায়তায় অতি আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন এবং শান্তির জন্য প্রস্তুত নন।

পুতিন বলেছেন, মস্কো এই ধারণার প্রতি আগ্রহী, আলোচনার জন্য উন্মুক্ত। তবে অস্ত্রবিরতির আগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু সমাধান করা দরকার, যার মধ্যে কিয়েভের হামলাকারী বাহিনীর ভবিষ্যৎও অন্তর্ভুক্ত। ট্রাম্প আশাবাদী বলে ইঙ্গিত দিয়ে বলেছেন, ‘মস্কো থেকে আসা বার্তাগুলো ইতিবাচক মনে হচ্ছে।’ শুক্রবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আলোচনা মোটামুটি ভালো চলছে।’ তিনি আরও যোগ করেন, ‘সোমবার আমরা আরও কিছু জানতে পারব এবং আশা করি, সেটি ভালো হবে।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

যুক্তরাষ্ট্র নিয়ে আরও পড়ুন

ইয়েমেন সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আওয়াদ বিন মুবারক পদত্যাগ করেছেন। শনিবার (৩ মে) তিনি তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। আর খবরটি নিশ্চিত করেছে রয়টার্স। এ বিষয়ে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী মুবারক জানিয়েছেন, তিনি ‘অনেক সমস্যার’ সম্মুখীন হয়েছেন, যার মধ্যে সরকার পুনর্গঠন করতে না পারাও অন্যতম।

১৮ মিনিট আগে

অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে ফের নিরঙ্কুশ জয়ের মালা পড়তে যাচ্ছেন দেশটির লেবার পার্টি। এই নির্বাচনের মধ্য দিয়ে দলপ্রধান ও দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ দ্বিতীয়বারের মতো ক্ষমতা পেলেন।

২১ মিনিট আগে

ফিলিস্তিনি বংশোদ্ভুত মার্কিন শিশুকে হত্যার দায়ে জোসেফ কুবা নামক যুক্তরাষ্ট্রের এক ব্যক্তিকে ৫৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। শুক্রবার ৭৩ বছর বয়সী জোসেফ কুবাকে ওই সাজা দেন বিচারক অ্যামি বার্টানি-টমজাক। অনলাইন আল জাজিরা।

২ ঘণ্টা আগে

সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ দাবি করছে পাকিস্তান। দেশটির সংবাদমাধ্যমে এ নিয়ে একাধিক বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। আর এবার ভারতীয় সিনিয়র সাংবাদিক অর্চনা তিওয়ারি কাশ্মীর হামলা নিয়ে প্রশ্ন তুলেছেন।

৮ ঘণ্টা আগে