পুতিন একেবারেই পাগল হয়ে গেছেন: বললেন ট্রাম্প

প্রতিনিধি
অনলাইন ডেস্ক
Thumbnail image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে “সম্পূর্ণ পাগল” বলে মন্তব্য করেছেন। তিনি অভিযোগ করেছেন যে পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নেতৃত্বের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং ইউক্রেনকে একটি অস্থায়ী জাতিসংঘের অধীনে শাসন করার প্রস্তাব দিয়েছেন। ট্রাম্প বলেন, “এটা সঠিক পথে যাচ্ছে না।”

ইউক্রেনে রাশিয়ার তিন বছরের পূর্ণমাত্রার যুদ্ধে সবচেয়ে বড় আকাশ হামলার ঘটনায় রোববার (২৫ মে) এই মন্তব্য করেন তিনি।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘পুতিনের সঙ্গে আমার সম্পর্ক সবসময়ই ভালো ছিল, কিন্তু এখন তার কিছু একটা হয়েছে। সে একেবারে পাগল হয়ে গেছে। অপ্রয়োজনে অনেক মানুষকে হত্যা করছে। শুধু সেনা নয়, সাধারণ মানুষও মারা যাচ্ছে। ইউক্রেনের শহরগুলোতে কোনো কারণ ছাড়াই মিসাইল ও ড্রোন নিক্ষেপ করা হচ্ছে।’

এর কিছু ঘণ্টা আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি পুতিনের কাজকর্মে খুশি না। সে অনেক মানুষকে মেরে ফেলছে। আমি জানি না তার কী হলো।’

ট্রাম্প বলেন, ‘আমি অবাক হয়েছি রাশিয়ার সর্বশেষ হামলায়। ঠিক এক সপ্তাহ আগেও ওরা সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছিল। আমি তখন পুতিনের সঙ্গে ফোনে কথা বলছিলাম, আর সেই সময়ই কিয়েভে রকেট পড়ছিল।’

ট্রাম্প জানান, সোমবার (২৬ মে) তিনি পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন, যার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ও ইউরোপীয় নেতাদের সঙ্গেও তার আলোচনা হয়। এর পর ট্রাম্প ঘোষণা দেন, ‘রাশিয়া ও ইউক্রেন অবিলম্বে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা শুরু করবে।’

রুশ বাহিনী শুক্রবার, শনিবার ও রোববার (২৩, ২৪ ও ২৫ মে) রাতভর ইউক্রেনে হামলা চালায়, যাতে অন্তত ২৯ জন নিহত ও অনেকে আহত হন। শনিবার থেকে রোববারের মধ্যে হামলায় তিন বছরের যুদ্ধে সবচেয়ে বেশি ড্রোন ও মিসাইল ব্যবহার করা হয় বলে জানায় ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

মস্কোর এই দফায় ভয়াবহ হামলার পর ট্রাম্পের এই মন্তব্য পশ্চিমা বিশ্বে স্বস্তির নিঃশ্বাস ফেলিয়েছে। কারণ, এটি নির্দেশ করে যে যুক্তরাষ্ট্রের প্রশাসন এখন পুতিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান নিয়ে বিরক্ত।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

যুক্তরাষ্ট্র নিয়ে আরও পড়ুন

প্রায় সাত লাখ ৩৫ হাজার ৩১৭ জন আগাম ভোট দিয়েছেন— যা প্রেসিডেন্ট নির্বাচন ছাড়া নিউইয়র্কে অন্য কোনো নির্বাচনে সর্বাধিক আগাম ভোট হিসেবে বিবেচিত

২২ মিনিট আগে

যদি যুক্তরাষ্ট্র পারস্পরিক স্বার্থ ও সমতার ভিত্তিতে কথা বলতে চায়, তবে ইরান পরোক্ষ আলোচনায় অংশ নিতে প্রস্তুত। তবে তিনি জানান, ওয়াশিংটনের দেওয়া শর্তগুলো—সরাসরি আলোচনা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ, ক্ষেপণাস্ত্র মজুতে সীমা আরোপ এবং আঞ্চলিক মিত্রদের প্রতি ইরানের সমর্থন বন্ধ করা—অযৌক্তিক ও অন্যায্য

১ দিন আগে

ভারতের মুম্বাইয়ের পালি হিল থেকে দিল্লির রিলায়েন্স সেন্টার পর্যন্ত অন্তত আটটি শহরে অনিল আম্বানির রিলায়েন্স গ্রুপের প্রায় ৩ হাজার ৮৪ কোটি রুপির সম্পত্তি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বাজেয়াপ্ত করেছে

২ দিন আগে

এই সহযোগিতার আওতায় চারটি কেন্দ্র বুশেহর অঞ্চলে এবং বাকি চারটি দেশের বিভিন্ন স্থানে নির্মিত হবে, যার সুনির্দিষ্ট অবস্থান পরবর্তীতে সরকার ঘোষণা করবে

২ দিন আগে