ভারতীয় বাবা-মেয়েকে যুক্তরাষ্ট্রে গুলি করে হত্যা

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
আপডেট : ২৩ মার্চ ২০২৫, ১৪: ০৩
Thumbnail image
ছবির বায়ে গুলিতে নিহত ভারতীয় বাবা ও মা, ডানে বন্দুকধারী ব্যক্তি, ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি ডিপার্টমেন্টাল স্টোরে ৫৬ বছর বয়সী ভারতীয় এক ব্যক্তি ও তার ২৪ বছর বয়সী মেয়েকে গুলি করে হত্যা করা হয়েছে। তারা সেখান কাজ করত। বৃহস্পতিবার স্টোরটি খোলার পরই এ ঘটনা ঘটে। তারা মূলত ভারতের গুজরাটের মেহসানার বাসিন্দা। বর্তমানে তারা যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ মার্চ) ৫৬ বছর বয়সি প্রদীপ প্যাটেল এবং তার ২৪ বছর বয়সি মেয়ে উর্মিকে জর্জ ফ্রেজিয়ার ডেভন ওয়ার্টন নামে এক ব্যক্তি গুলি করে হত্যা করে। প্রদীপ ঘটনাস্থলেই মারা যান। আর গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন উর্মি গতকাল শনিবার মারা যান।

পুলিশ হোয়ার্টনকে গ্রেফতার করেছে। তবে তার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়।

পুলিশ বলেছে, ওই ব্যক্তি বৃহস্পতিবার সকালে মদ কিনতে ওই দোকানে যায়। তিনি জিজ্ঞাসা করেন দোকানটি কেন রাতে বন্ধ থাকে। এরপরই তিনি বাবা ও মেয়েকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই প্রদীপ প্যাটেল মারা যায়। তবে তার মেয়ে উর্মীকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

প্রদীপ মেহসানার কানোদা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি এবং তার পরিবার ২০১৯ সালে ভিজিটর ভিসায় মার্কিন যুক্তরাষ্ট্রে যান এবং সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন। সেখানে তিনি একটি দোকান পরিচালনা করতেন। গত চার মাস আগে বর্তমান দোকানের দায়িত্ব নেন।

প্রদীপের পরিবারে স্ত্রী, বিবাহিত দুই মেয়ে এবং কানাডায় বসবাসকারী এক ছেলে রয়েছে।

প্রদীপের কাকা চান্দু প্যাটেল বলেন, ‘২০ মার্চ ভোর ৫টায় দোকানটি খুলতেই এক ব্যক্তি ভেতরে ঢুকে গুলি চালাতে শুরু করে।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

যুক্তরাষ্ট্র নিয়ে আরও পড়ুন

মঙ্গলবার (১৯ আগস্ট) ভোরবেলায় মালুমফাশি এলাকার প্রত্যন্ত উঙ্গুয়ান মানতাউ গ্রামে মুসল্লিরা নামাজ আদায়ের জন্য মসজিদে জড়ো হয়েছিলেন। তখনই বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে হতাহতের ঘটনা ঘটে

২ ঘণ্টা আগে

দুর্ঘটনার শিকার বাসটির যাত্রীরাও শরণার্থী হিসেবে ইরানে বসবাস করছিলেন। সরকারি আদেশের পর তারা আফগানিস্তানে ফিরে আসছিলেন

৩ ঘণ্টা আগে

দপ্তর। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব শিক্ষার্থী আইন লঙ্ঘন করেছেন বা ভিসার মেয়াদ অতিরিক্ত সময় অবস্থান করেছেন।

২১ ঘণ্টা আগে

ইউক্রেনের নিরাপত্তায় বড় পরিসরে সহায়তা করবে যুক্তরাষ্ট্র। প্রতিবেশী দেশ হিসেবে প্রথমে ইউরোপকে নিরাপত্তার জন্য এগিয়ে আসতে হবে। এতে যুক্তরাষ্ট্রও যুক্ত হবে

১ দিন আগে