লন্ডনে পার্লামেন্টের সামনে বিক্ষোভ, গ্রেফতার ৪ শতাধিক

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

লন্ডনে যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ থেকে ৪২৫ জনেরও বেশি মানুষকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সময় শনিবার (৬ সেপ্টেম্বর) প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। খবর আলজাজিরার।

আয়োজক সংগঠন ডিফেন্ড আওয়ার জুরিস জানিয়েছে, প্রায় ১,৫০০ মানুষ এতে অংশ নেন। সন্ত্রাসবাদ আইনের অধীনে গ্রেফতারের ঝুঁকি নিয়েই তারা রাস্তায় নামেন। প্ল্যাকার্ডে লেখা ছিল— “আমি গণহত্যার বিরোধিতা করি, আমি প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করি।”

পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীরা প্রথমে তর্কে জড়িয়ে পড়ে এবং পানির বোতল ছোড়ে। এরপর ধস্তাধস্তি ও সংঘর্ষে কয়েকজন মাটিতে পড়ে যান। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে এবং নির্মমভাবে দমন অভিযান চালায়। এতে এক বিক্ষোভকারীর মুখে আঘাত লেগে রক্তক্ষরণ হয়।

মেট্রোপলিটন পুলিশ জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে পুলিশ আক্রমণ, নিষিদ্ধ সংগঠনের প্রতি সমর্থন ও সহিংস আচরণের অভিযোগ আনা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

যুক্তরাষ্ট্র নিয়ে আরও পড়ুন

ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে একজন সেনা আত্মহত্যা করেছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় হামলা শুরু হওয়ার পর থেকে দেশটিতে মোট ৬১ জন সেনা আত্মহত্যা করেছেন।

১ দিন আগে

দুবাইতে ‘এন্ডিউরেন্স’মোটর রেসিংয়ে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের মোটর রেসার অভিক আনোয়ার। অভিক আনোয়ারের সঙ্গে আরও তিনজন ক্রু (পিট ক্রু) ছিলেন এবং গাড়িতে ড্রাইভার হিসেবে অভিক আনোয়ার একাই ছিলেন। অতিরিক্ত পয়েন্ট সংগ্রহ করে অভিক আনোয়ার ও তাঁর দল গালফ প্রো চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান অর্জন করেন।

৪ দিন আগে

ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকরের পর ওড়িশা রাজ্যে নতুন করে ৩৫ জন বাংলাদেশি অভিবাসী ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। ভারতীয় দৈনিক দ্য হিন্দু এ তথ্য জানিয়েছে।

৪ দিন আগে

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে ব্রাউন বিশ্ববিদ্যালয়ের এক পরীক্ষা কেন্দ্রে বন্দুকধারীর হামলায় দুইজন নিহত ও আটজন গুরুতর আহত হয়েছেন। হামলাকারী এখনও আটক হয়নি।

৫ দিন আগে