ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে বোস্টন আদালতে মামলা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
Thumbnail image

সম্প্রতি ট্রাম্প প্রশাসনের দুই শতাধিক কোটি ডলারের বরাদ্দ কাটছাঁট প্রস্তাবের বিরুদ্ধে নড়েচরে বসেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। ফলে বোস্টনের ফেডারেল আদালতে মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

সোমবার (২১ এপ্রিল) এই মামলা দায়ের করা হয়েছে বলে একটি কমিউনিটি বার্তায় জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির সভাপতি অ্যালান গার্বার।

এদিকে হার্ভার্ডের আইনজীবীরা ১৪ এপ্রিল প্রশাসনকে সাফ জানিয়ে দেয়, বিশ্ববিদ্যালয় তার স্বাধীনতা বিসর্জন দেবে না বা সাংবিধানিক অধিকার ত্যাগ করবে না। হার্ভার্ড বা অন্য কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয় ফেডারেল সরকারের নিয়ন্ত্রণে যেতে পারে না। তাই হার্ভার্ড নীতিগতভাবে সরকারের শর্ত মেনে নেবে না।

মামলায় বলা হয়েছে, “সাম্প্রতিক সপ্তাহগুলোতে সরকারের এমন সব গুরুত্বপূর্ণ তহবিল বন্ধ করা হয়েছে, যে তহবিল দিয়ে অমূল্য গবেষণা করা হয়। এই মামলাটি হার্ভার্ডে একাডেমিক সিদ্ধান্তের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য সরকারের তহবিল আটকানোর বিষয় নিয়ে।”

এদিকে, হার্ভার্ডের প্রাক্তন শিক্ষার্থী সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, “আমি বিশ্ববিদ্যালয়টির অবস্থানকে সমর্থন করি।”

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অভিজাত এ শিক্ষা প্রতিষ্ঠানে ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ের দাবি সংবলিত একটি তালিকা পাঠায় ট্রাম্প প্রশাসন। গত সপ্তাহে হার্ভার্ড তা প্রত্যাখ্যান করলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২২০ কোটি ডলারের ফেডারেল তহবিল আটকে দেওয়ার ঘোষণা দেন। তাছাড়া বিশ্ববিদ্যালয়টির কর-ছাড় সুবিধা বাতিলের হুমকি দেওয়া হয়।

এর পাল্টা পদক্ষেপ হিসেবে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সোমবার মামলা করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।

হার্ভার্ডের প্রেসিডেন্ট অ্যালান এম গার্বার সোমবার লেখা এক চিঠিতে বলেছেন, “সরকারের বাড়াবাড়ির পরিণতি হবে মারাত্মক ও দীর্ঘস্থায়ী।”

সংবাদমাধ্যম এপির প্রতিবেদনে বলা হয়েছে, বোস্টনের ফেডারেল আদালতে দায়ের করা হার্ভার্ডের মামলায় বলা হয়েছে, সরকার ইহুদি বিদ্বেষমূলক উদ্বেগের সঙ্গে চিকিৎসা, বৈজ্ঞানিক, প্রযুক্তিগত বা অন্যান্য গবেষণার মধ্যে কোনো যুক্তিসঙ্গত সংযোগ শনাক্ত করতে পারেনি এবং পারেও না।

এ বিষয়ে সোমবার রাতে হোয়াইট হাউস এক বিবৃতিতে প্রতিক্রিয়া জানিয়েছে।

হোয়াইট হাউসের মুখপাত্র হ্যারিসন ফিল্ডস বলেন, “হার্ভার্ডের মতো প্রতিষ্ঠানগুলোর জন্য ফেডারেল সহায়তার অনুদান, সংগ্রামী আমেরিকান পরিবারগুলোর ট্যাক্সের অর্থ থেকে দেওয়া হয়। তাদের (হার্ভাডের) অতিরিক্ত বেতনভোগী আমলাদের তোষণ করার দিন শেষের পথে। করদাতাদের তহবিল একটি বিশেষ সুবিধা এবং হার্ভার্ড সেই সুবিধা পাওয়ার জন্য প্রয়োজনীয় মৌলিক শর্তগুলো পূরণে ব্যর্থ হয়েছে।”

হার্ভার্ড প্রেসিডেন্ট গার্বার বলেন, “তহবিল স্থগিতের ফলে ক্যান্সার, আলঝেইমার, পারকিনসনস রোগ সম্পর্কিত গবেষণাসহ গুরুত্বপূর্ণ গবেষণাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।” নতুন বৈজ্ঞানিক সাফল্যের অর্থায়নে ম্যাসাচুসেটসে অবস্থিত প্রখ্যাত মার্কিন বিশ্ববিদ্যালয়টি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

হার্ভার্ড ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষের সমস্যা রয়েছে জানিয়ে গার্বার জানান, এই সমস্যা নিয়ে কাজ করতে তিনি একাধিক টাস্কফোর্স গঠন করেছেন। ইহুদি বিদ্বেষ ও মুসলিম বিদ্বেষের ওপর নজর রাখা দুটি টাস্কফোর্সের প্রতিবেদন প্রকাশ করবে বিশ্ববিদ্যালয়।

হার্ভার্ডের কাছে মার্কিন প্রশাসন যেসব দাবি জানিয়েছিল, তার মধ্যে রয়েছে, বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম দেখভালে সরকার অনুমোদিত বহিরাগত নিরীক্ষককে দায়িত্ব দেওয়া। নিয়োগ ও ভর্তির তথ্যের মতো বিষয়ে হস্তক্ষেপ। এসব দাবি প্রত্যাখ্যান করে হার্ভার্ড একটি চিঠি প্রকাশ করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

যুক্তরাষ্ট্র নিয়ে আরও পড়ুন

রাষ্ট্রীয় সফরে ভারতে পৌঁছেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিন বছরের বেশি সময়ের মধ্যে প্রথম সফরে সোমবার (১৮ আগস্ট) ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছান তিনি।

৫ ঘণ্টা আগে

ওয়াশিংটনে এ বৈঠকে যোগ দেওয়ার কথা জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশের নেতাদের। বৈঠকে ইউক্রেনের অবস্থানকে শক্তিশালী করতেই উপস্থিত থাকবেন তারা।

১১ ঘণ্টা আগে

এ ঘটনায় কোনো বাংলাদেশি নাগরিক জড়িত ছিল না। গ্রেফতার হওয়া ৬৭ জন ব্যক্তির মধ্যে কেউ-ই বাংলাদেশি নন, এমনকি মৃত বা আহতদের মধ্যেও কোনো বাংলাদেশি ছিল না

১১ ঘণ্টা আগে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটাতে চাইলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ন্যাটোতে যোগ দেওয়ার আশা ছাড়তে হবে।

১৪ ঘণ্টা আগে