দুই বাসের পাল্লাপাল্লিতে ক‍্যানসার আক্রান্ত ছেলেকে দেখা হলো না বাবার

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ফাইল ছবি

রাজধানীর বকশীবাজারে দুই বাসের মাঝে চাপা পড়ে মো. জহুরুল হক সেলিম (৫২) নামে এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাত ১০টার দিকে বকশীবাজার মোড় ও বুয়েটের মাঝামাঝি সড়কে এ দুর্ঘটনা ঘটে। সে সময় ক্যানসার আক্রান্ত ছেলেকে দেখতে হাসপাতালে যাচ্ছিলেন সেলিম।

সেলিমের গ্রামের বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলায়। তাঁর বাবার নাম আবদুল মজিদ। সেলিমের দুই ছেলে রয়েছে। এক ছেলের নাম জুবায়ের (১৩)। সে ব্ল্যাড ক্যানসারে আক্রান্ত বলে জানান সেলিমের স্ত্রীর বোন সিনথিয়া বেগম।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, আট থেকে নয় মাস আগে জুবায়েরের ক্যানসার ধরা পড়ে। সে এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। ছেলের চিকিৎসার জন্য সেলিম ঢাকা মেডিকেলের পাশে বকশীবাজার এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকছিলেন।

সিনথিয়া বেগম বলেন, সেলিম গতকাল রাতে ছেলেকে দেখতে হাসপাতালে যাচ্ছিলেন। রাত ১০টার দিকে তিনি বকশীবাজার মোড় ও বুয়েটের মাঝামাঝি সড়ক পার হচ্ছিলেন। সে সময় দুটি বাসের পাল্লাপাল্লির মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। তাঁর ডান হাত ভেঙে যায়। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে তাঁকে চিকিৎসা দেওয়া হয়। তাঁর ডান হাতে প্লাস্টার করে দেন চিকিৎসকেরা। চিকিৎসকের পরামর্শে তিনি বাসায় ফিরছিলেন। পথিমধ্যে অসুস্থ হয়ে পড়লে তাঁকে আবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

সিনথিয়া বেগম বলেন, পাল্লাপাল্লির ঘটনায় যুক্ত মৌমিতা পরিবহন নামের একটি বাস আটক করে স্থানীয় লোকজন। বাসটির চালককেও আটক করা হয়। পরে পুলিশে সোপর্দ করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, সেলিমের মরদেহ মর্গে রাখা হয়েছে। আমরা সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

রাজধানী নিয়ে আরও পড়ুন

বাগেরহাটের ফকিরহাটে হ্যামকো গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এ্যানজিন মেটাল ইন্ডাস্ট্রিজে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় কোটি টাকার মালামাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত ৭ জন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।

১৫ মিনিট আগে

সদ্য ক্ষমতাচ্যুত খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার গোপন কক্ষ থেকে ৮ লাখ ৮২ হাজার টাকা উদ্ধার হয়েছে।

৪৪ মিনিট আগে

শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার নিখাদ খবরকে বলেন,আসলে বিষয়টি আমরা এভাবে কখনো ভাবিনি। সরকারি চাকুরি করি। যখন যেখানে পোস্টিং হবে সেখানেই কাজ করতে হবে। নরসিংদী জেলার ৫ জন কর্মকর্তা এক উপজেলা থাকায় আমাদের বাড়তি কোনো সুবিধা নেই। তবে ভাবতে খুব ভালো লাগে।

২ ঘণ্টা আগে

আটককৃত ভারতীয় মালামালের মূল্য দশ লাখ সাতাশ হাজার পাঁচশত টাকা।জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

৩ ঘণ্টা আগে