সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আহত ৪০ শিক্ষার্থী

টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে আজ (২২ জুলাই) বিকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রায় ৪০ শিক্ষার্থী আহত হযেছে। আজ মঙ্গলবার (২২ জুলাই) বিকেলের দিকে এ ঘটনা ঘটে। তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

এসময় বিক্ষোভরত শিক্ষার্থীরা গেট ভেঙে সচিবালয়ের ঢুকে পড়ে। সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের বুঝিয়ে সচিবালয় থেকে বের করার চেষ্টা করেন। তবে শিক্ষার্থীরা সচিবালয় থেকে বের হতে রাজি না হয়ে মূল গেটের দখল নেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছুঁড়ে এবং লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ ও সেনাবাহিনী।

এছাড়া, আইনশৃঙ্খলা বাহিনী এসময় বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে।

এসময় পুলিশের পিটুনিতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। সংঘর্ষে কয়েকজন পুলিশ এবং এক সেনা সদস্য আহত হয়েছেন।

এসময় পুলিশের ধাওয়ায় জুতো সেন্ডেল ফেলে রেখে পালিয়েছে বিক্ষোভকারীরা। কিছুক্ষণের মধ্যেই আবার মূল গেটের দখল নেয় পুলিশ।

হাসপাতালে আসা কয়েকজন শিক্ষার্থীরা নাম জানা গেছে। তারা হলো—আশিক (১৯), রাকিবুল হাসান (২১), আসাদ আহমেদ (১৮), হাসান (১৮), আফসানা (১৮), মুগ্ধ (১৯), অন্তর (২০), শাকিল (২৩), শাওন (১৯), তানসিন (২০), সিয়াম (১৮), মাহিম (১৮), রেদোয়ান ইসলাম (২০), হাসিব (১৮) ও নেহাল (২০)।

আহত শিক্ষার্থীরা জানায়, শিক্ষা উপদেষ্টার পদত্যাগের এক দফা দাবিতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা আজ সচিবালযের সামনে বিক্ষোভ করছিল। এ সময় পুলিশ তাদের বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ করে। এতে তারা আহত হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, সচিবালয়ের সামনে থেকে প্রায় ৪০ জন আহত হয়ে হাসপাতালে এসেছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

রাজধানী নিয়ে আরও পড়ুন

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান ট্রাজিডির ঘটনায় ২০ শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করা সাহসী ও মানবিক শিক্ষিকা মাহরিন চৌধুরীকে শায়িত করা হলো বাবা-মায়ের কবরের পাশে।

৬ ঘণ্টা আগে

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ বহু হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (জেবস) ।

৬ ঘণ্টা আগে

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী, অভিভাবক ও পাইলটের জন্য গভীর শোক এবং সকল আহতদের জন্য সমবেদনা জানিয়ে বিসিএস হেলথ ফোরাম।

৭ ঘণ্টা আগে

মঙ্গলবার (২২ জুলাই) সকালে ৯৯৯ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় কর্তব্যরত জরুরি বিভাগের চিকিৎসক শহিদুল ইসলাম শান্তকে মৃত ঘোষণা করেন । গুরুতর আহত তিন যুবককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে

৭ ঘণ্টা আগে