যশোরে নির্মাণাধীন ভবন ধসে দুই প্রকৌশলীসহ নিহত ৩

প্রতিনিধি
যশোর
Thumbnail image
নিহত দুই প্রকৌশলী। ছবি: সংগৃহীত

যশোর শহরের সার্কিট হাউজ পাড়ায় নির্মাণাধীন ভবনের পঞ্চম তলার বারান্দা ধসে দুই প্রকৌশলীসহ তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে শহরের সার্কিট হাউজপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মিজানুর রহমান কুষ্টিয়া, ইঞ্জিনিয়ার আজিজুর রহমান দিনাজপুর এবং সাব কন্টাক্টর কাম মিস্ত্রি নুরু মিয়া চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। তারা ৫ বছরের অধিক সময় ধরে এ ভবন‌ নির্মাণের কাজ করছেন।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শহরের খড়কি সার্কিট হাউজ পাড়ায় নয়তলা একটি ভবনের নির্মাণকাজ চলছিল। বেলা সাড়ে ১১টার দিকে ভবনটির ছয়তলার নির্মাণাধীন বারান্দার অংশ ভেঙে পড়ে। এ সময় সেখানে উপস্থিত থাকা প্রকৌশলী মিজানুর রহমান, আজিজুল ও ঠিকাদার নুরু গুরুতর আহত হন।

ওসি আবুল হাসনাত আরও জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসক তাঁদেরকে মৃত ঘোষণা করেন। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁরা কুষ্টিয়া, দিনাজপুর ও চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। তাঁরা সকলেই সার্কিট হাউজপাড়ার নির্মাণাধীন ভবন ‘ফর ফিউচার’–এ কর্মরত ছিলেন।

স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। পৌর কর্তৃপক্ষ এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে।

এদিকে দুর্ঘটনার পর ঘটনাস্থলে কন্সট্রাকশন কোম্পানি বিল্ডিং ফর ফিউচারের কোনো প্রতিনিধিকে পাওয়া যায়নি।

এ বিষয়ে যশোর পৌরসভার নির্বাহী প্রকৌশলী এস এম শরীফ হাসান বলেন, ‘আমরা দুর্ঘটনার খবর শুনে একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পাঠিয়েছি। নির্মাণ সংক্রান্ত বিষয়ে কোনো ত্রুটি পেলে ভবন মালিকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় নিহত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার (২০ ডিসেম্বর) বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাঁকে দাফন করা হবে।

৩ মিনিট আগে

খাগড়াছড়ি প্রেসক্লাবের ৪০ বছর পূর্তি উপলক্ষে প্রথম স্মারকগ্রন্থ ‘উজ্জীবন’ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে প্রকাশিত হয়েছে। প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। তিনি প্রকাশনাটি প্

২ দিন আগে

মিয়ানমারের সশস্ত্র গ্রুপ আরাকান আর্মি কক্সবাজারের টেকনাফ থেকে ৯ বাংলাদেশি জেলে অপহরণ করেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) শাহপরীর দ্বীপের নিকটস্থ নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনায় মাছ শিকারের পর ফেরার পথে এই ঘটনা ঘটে।

২ দিন আগে

রাজশাহীতে ভারতীয় আধিপত্যবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে অনুষ্ঠিত লং মার্চ ও ঘেরাও কর্মসূচি পুলিশের কঠোর ব্যারিকেডের কারণে সফল হয়নি। ‘জুলাই ৩৬ মঞ্চ’ আহ্বানিত এই কর্মসূচি ভদ্রা মোড় থেকে শুরু হলেও হাই কমিশন কার্যালয়ের প্রায় ১০০ মিটার আগে পুলিশ বাধা দিয়ে মিছিল আটকে দেয়।

২ দিন আগে