আজ রাষ্ট্রীয় শোক

শরিফ ওসমান হাদির মরদেহ দেশে, রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা আজ

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় নিহত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার (২০ ডিসেম্বর) বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাঁকে দাফন করা হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৫টা ৪৮ মিনিটে হাদির মরদেহ বহনকারী বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। কফিন নামানোর সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

হাদির মৃত্যুতে সরকার আজ রাষ্ট্রীয় শোক পালন করছে। প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে, জানাজা উপলক্ষে সংসদ ভবন এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অংশগ্রহণকারীদের কোনো ব্যাগ বা ভারী বস্তু বহন না করার অনুরোধ জানানো হয়েছে এবং সংসদ ভবন ও আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে।

ইনকিলাব মঞ্চ এক ফেসবুক পোস্টে জানায়, পরিবারের ইচ্ছা অনুযায়ী হাদিকে কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে। এ উপলক্ষে জানাজার পর তাঁর মরদেহ মিছিল সহকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে নেওয়া হবে।

এর আগে গত বৃহস্পতিবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১০টার দিকে শরিফ ওসমান হাদি মারা যান। তাঁর মৃত্যুতে শোক ও ক্ষোভ প্রকাশ করে গতকাল রাজধানীর শাহবাগে সমাবেশ করে ইনকিলাব মঞ্চ, ডাকসু ও বিভিন্ন সংগঠন। সমাবেশ থেকে হত্যার বিচার দাবি করা হয় এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আহ্বান জানানো হয়। একই সঙ্গে শাহবাগ মোড়কে ‘শহীদ ওসমান হাদি চত্বর’ ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনে দুর্বৃত্তদের গুলিতে মাথায় গুরুতর আহত হন হাদি। প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয়।

ঝালকাঠির নলছিটি থেকে উঠে আসা শরিফ ওসমান হাদি ছিলেন জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ের আলোচিত তরুণ নেতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা শেষে তিনি শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন। ইনকিলাব মঞ্চ গঠনের মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হন এবং বিভিন্ন দাবিতে নিয়মিত আন্দোলন ও সমাবেশে নেতৃত্ব দেন। গুলিবিদ্ধ হওয়ার আগেই তিনি একাধিকবার হত্যার হুমকি পাওয়ার কথা প্রকাশ্যে জানিয়েছিলেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার নেবে বলে ঘোষণা দেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

শোক নিয়ে আরও পড়ুন

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় নিহত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার (২০ ডিসেম্বর) বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাঁকে দাফন করা হবে।

১ ঘণ্টা আগে

খাগড়াছড়ি প্রেসক্লাবের ৪০ বছর পূর্তি উপলক্ষে প্রথম স্মারকগ্রন্থ ‘উজ্জীবন’ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে প্রকাশিত হয়েছে। প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। তিনি প্রকাশনাটি প্

২ দিন আগে

মিয়ানমারের সশস্ত্র গ্রুপ আরাকান আর্মি কক্সবাজারের টেকনাফ থেকে ৯ বাংলাদেশি জেলে অপহরণ করেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) শাহপরীর দ্বীপের নিকটস্থ নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনায় মাছ শিকারের পর ফেরার পথে এই ঘটনা ঘটে।

২ দিন আগে

রাজশাহীতে ভারতীয় আধিপত্যবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে অনুষ্ঠিত লং মার্চ ও ঘেরাও কর্মসূচি পুলিশের কঠোর ব্যারিকেডের কারণে সফল হয়নি। ‘জুলাই ৩৬ মঞ্চ’ আহ্বানিত এই কর্মসূচি ভদ্রা মোড় থেকে শুরু হলেও হাই কমিশন কার্যালয়ের প্রায় ১০০ মিটার আগে পুলিশ বাধা দিয়ে মিছিল আটকে দেয়।

২ দিন আগে