রংপুরে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান

সাড়ে ৭ লাখ টাকা জরিমানা

প্রতিনিধি
রংপুর ব্যুরো
Thumbnail image
ছবি: প্রতিনিধি

অপ্রতুল নার্স-চিকিৎসক, অনুমোদনের চেয়ে বেশি বেডের ব্যবহার এবং অপরিচ্ছন্নতার অভিযোগে রংপুর নগরীর ধাপ এলাকায় যৌথবাহিনী তিন ক্লিনিক ও এক ডায়াগনস্টিক সেন্টারে আভিয়ান চালায়। এসময় ওই ৪ প্রতিষ্ঠানকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৬ জুন) বিকেলে যৌথ বাহিনী ও সিভিল সার্জনের উপস্থিতিতে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাসেম এ জরিমানা করেন। এতে নগরীর উত্তরা জেনারেল হাসপাতাল, স্বপ্ন জেনারেল হাসপাতাল, রংপুর ক্লিনিককে ২ লাখ করে মোট ৬ লাখ এবং হেলথ এইড ডায়াগনস্টিক সেন্টার দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন রংপুরের সিভিল সার্জন ডা: শাহীন সুলতানা, সেনাবাহিনীর ৩০ ইস্টবেঙ্গলের অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ।

লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ জানান, শুক্রবার স্বপ্ন জেনারেল হসপিটালে একটি নবজাতক জন্মের পর অসুস্থ্য হয় এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। এমন অভিযোগের ভিত্তিতে আজকে অভিযান পরিচালনা করা হয়। সেই সাথে অন্যান্য হসপিটালেও অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতে এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সিভিল সার্জন ডা: শাহীন সুলতানা বলেন, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে রংপুর নগরীর ধাপ এলাকার ৩ ক্লিনিক ও একটি ডায়াগনোস্টিক সেন্টার পরিদর্শন করা হয়। এসময় প্রত্যেকটি ক্লিনিকের অসংগতি ও অনিয়ম পাওয়া গেছে। অনুমোদনের থেকেও বেশি বেড ব্যবহার করছেন তারা। সেই সাথে অপ্রতুল চিকিৎসক ও নার্স রয়েছে। এছাড়াও ডায়াগনস্টিক সেন্টারে দেখা গেছে রিয়েজেনের মেয়াদ শেষ হওয়ার পরও তারা সেটা ব্যবহার করছেন। এসব কারণে এই জরিমানা করা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের জামবাড়ী এলাকার সতী নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে

৩ মিনিট আগে

দীর্ঘদিন ধরে একটি চক্র রামগড়ের পাহাড়ী এলাকায় অবৈধ এ কারখানায় ব্যাটারি থেকে সিসা অপসারণের পর গলানো হতো এতে করে কৃষিজমি ও পরিবেশ, জীববৈচিত্র্য ব্যাপকভাবে ক্ষতি করে আসছিলেন

১৩ মিনিট আগে

প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। প্রকৃত কারণ পরবর্তী সময়ে জানতে পারব

২১ মিনিট আগে

ব্যবসায়ীরা শ্রমিকরা বলছেন মালবাহী ট্রেন ব্যবস্থাপনার জন্য ট্রেন প্রতি মোটা অঙ্কের ঘুষ দিতে হচ্ছে কর্মকর্তাদের। তারা আরও জানান ১০ থেকে ১৫ হাজার টাকার বালু ১০ চাকার ট্রাকে ঢাকা, গাজীপুর, কুষ্টিয়া, রাজশাহী, পাবনা, নাটোর, নওগাঁ, বগুড়ায় পরিবহণ করতে গুনতে হয় ৪০ থেকে ৪৫ হাজার টাকা। অনেক সময় ট্রাক পাওয়া যায়

৩১ মিনিট আগে