গাজীপুরে সুশাসন ও দুর্নীতি প্রতিরোধে অঙ্গীকার

প্রতিনিধি
গ‌াজীপুর
Thumbnail image
ছবি: প্রতিনিধি

বিভিন্ন সেবাখাতে দুর্নীতি প্রতিরোধ, শুদ্ধাচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় ও করণীয় বিষয়ে এক মুক্ত আলোচনা মঙ্গলবার (০৪ নভেম্বর ) গাজীপুরের একটি রেস্তোরায় অনুষ্ঠিত হয়।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালবাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত দুর্নীতিবিরোধী সামাজিক সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক) গাজীপুর এ কর্মসূচির আয়োজন করে। এতে সনাক ও সনাকের তত্ত্বাবধানে পরিচালিত তরুণদের দুর্নীতিবিরোধী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) এবং তৃণমূল পর্যায়ে গঠিত কমিউনিটিভিত্তিক দুর্নীতিবিরোধী সংগঠন অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)’র শতাধিক সদস্য অংশ নেয়।

গাজীপুর সনাক সভাপতি যোবেদা আখতার-এর সভাপতিত্বে দুর্নীতিবিরোধী আন্দোলন ও সেবাখাতে শুদ্ধাচার চর্চার প্রয়োজনীয়তা ও করণীয় বিষয়ে বক্তব্য রাখেন টিআইব’এর কোঅর্ডিনেটর মো: আতিকুর রহমান। সভার লক্ষ্য ও উদ্দেশ্যসহ স্বাগত বক্তব্য উপস্থাপন করেন সনাক সদস্য মোঃ হাসান আলী। সভায় দুর্নীতিবিরোধী কার্যক্রমকে আরো ফলপ্রসূ ও বেগবান করার উপর গুরুত্বারোপ করে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সনাক সদস্য রোকেয়া চৌধুরী, মো: সাইফুল ইসলাম, ফয়জুন্নেছা লাভলী, নূর মোহাম্মদ রাকিব, শিউলী আক্তার প্রমুখ।

ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

মুক্ত আলোচনায় সনাক সদস্যগণের পাশাপাশি বিভিন্ন এসিজি’এর পক্ষ থেকে লিয়ানা রহমান লোপা,জীবন চন্দ্র বর্মন, কামরুন্নাহার স্নিগ্ধা, তুনাজ্জিনা আলম প্রমি, সুধীর চন্দ্র দাস, আসমা আক্তার, মো: ফজলুল হক, অ্যাডভোকেট মো: সাইফুল ইসলাম, ইয়েস সদস্যদের মধ্যে আফরিন রহমান আশিফা, বিলুতফিকা আমিন বৃষ্টি প্রমূখ ব্যক্তিবর্গ তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। বক্তারা গাজীপুরে সেবাখাতের প্রতিষ্ঠানগুলোর সেবার মানোন্নয়নে প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নাগরিকদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা শেষে উপস্থিত সকল সদস্য দুর্নীতি প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের অঙ্গীকার করেন। কর্মসূচির শেষ পর্যায়ে সনাক সহ-সভাপতি সৈয়দ শেকানুল ইসলাম শাহী সকলকে দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান এবং সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন সনাক সভাপতি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার নিয়োগ বোর্ডে নীতিমালা বহির্ভূত স্বজনপ্রীতি ও ঘুষ বাণিজ্যের মাধ্যমে ১৪টি পদে পাতানো নিয়োগ বোর্ড করার অভিযোগ

৩ ঘণ্টা আগে

নীলফামারীর সৈয়দপুরের বাইপাস সড়কের প্রাইউড কারখানার পাশে আটোরিকশার ধাক্কায় শেফালী বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে

৩ ঘণ্টা আগে

বাংলাবান্ধা সীমান্তে উদ্বোধন করা হয়েছে দেশের সর্বোচ্চতম পতাকা স্ট্যান্ড। আনুষ্ঠানিকভাবে উড়ানো হয়েছে লাল সবুজের পতাকা। সীমান্তে ১১৭ ফুট উচ্চতায় এখন নিয়মিত উড়বে রক্তে অর্জিত গৌরবের পতাকা

৩ ঘণ্টা আগে

বিভিন্ন সেবাখাতে দুর্নীতি প্রতিরোধ, শুদ্ধাচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় ও করণীয় বিষয়ে এক মুক্ত আলোচনা মঙ্গলবার (০৪ নভেম্বর ) গাজীপুরের একটি রেস্তোরায় অনুষ্ঠিত হয়

৪ ঘণ্টা আগে