মাদকবিরোধী অভিযানে ৫ মাসে রাজশাহীতে গ্রেফতার ৬০২

প্রতিনিধি
রাজশাহী
আপডেট : ২৬ জুন ২০২৫, ১৭: ২৯
Thumbnail image
প্রতীকী ছবি

রাজশাহীতে পালিত হয়েছে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে এ উপলক্ষ্যে বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ বাস্তবায়নে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, দরকার সমাজের সক্রিয় ভূমিকা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আখতার। বক্তব্য রাখেন পুলিশ সুপার (রেঞ্জ) মোহাম্মদ আফরুজুল হক টুটুল, অতিরিক্ত পুলিশ কমিশনার নাজমুল হাসান, জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম এবং সিভিল সার্জনের প্রতিনিধি ডা. এসএম বায়েজিদ উল-ইসলাম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন জানান, চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ৯৩৮টি অভিযানে ৫৯৭টি মামলা দায়ের ও ৬০২ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে উদ্ধার হয়েছে ৬ কেজি ৭১১ গ্রাম হেরোইন, ৬২২ বোতল ফেনসিডিল, ৩১৩৯ পিস ইয়াবা এবং ১২৩ কেজির বেশি গাঁজা। জব্দ করা হয়েছে ১৩ লাখ টাকা ও মাদক পরিবহনে ব্যবহৃত যানবাহন।

তিনি আরও জানান, এই সময়ে ৩৪টি মামলায় রায় হয়েছে, যার মধ্যে ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

দিবসটি ঘিরে নগর ও উপজেলা পর্যায়ে সপ্তাহব্যাপী কর্মসূচি চলবে, যার মধ্যে রয়েছে লিফলেট বিতরণ, মাইকিং, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন এবং শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা।

এছাড়া জেলার ৯টি সরকারি-বেসরকারি নিরাময় কেন্দ্রে গত পাঁচ মাসে ৫১৭ জন মাদকাসক্তকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির জানাজা শনিবার (২০ ডিসেম্বর) দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। রাজধানীর কেন্দ্রীয় অংশে যান চলাচল স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে।

৮ মিনিট আগে

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় নিহত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার (২০ ডিসেম্বর) বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাঁকে দাফন করা হবে।

২ ঘণ্টা আগে

খাগড়াছড়ি প্রেসক্লাবের ৪০ বছর পূর্তি উপলক্ষে প্রথম স্মারকগ্রন্থ ‘উজ্জীবন’ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে প্রকাশিত হয়েছে। প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। তিনি প্রকাশনাটি প্

২ দিন আগে

মিয়ানমারের সশস্ত্র গ্রুপ আরাকান আর্মি কক্সবাজারের টেকনাফ থেকে ৯ বাংলাদেশি জেলে অপহরণ করেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) শাহপরীর দ্বীপের নিকটস্থ নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনায় মাছ শিকারের পর ফেরার পথে এই ঘটনা ঘটে।

২ দিন আগে