বাড়ি ফেরার পথে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫

প্রতিনিধি
কুমিল্লা
Thumbnail image
প্রতীকী ছবি

স্বামীর সঙ্গে বাড়ি ফেরার পথে কুমিল্লার লাকসামে এক গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে। গত শনিবার ভুক্তভোগী তরুণীর মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন।

আজ সোমবার সকালে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা শীর্ষ একটি গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় থানায় মামলা হলে গতকাল রোববার অভিযান চালিয়ে ওই পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের আজ সকালে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলো লাকসাম উপজেলার মনোহরপুর এলাকার প্রয়াত খলিলুর রহমানের ছেলে মোহাম্মদ আলী (২৫), পৌরসভার শ্রীপুর মধ্যপাড়ার মো. মমিনের ছেলে মো. মাসুদ (২৩), বাতাখালী এলাকার আবু তাহেরের ছেলে মনির হোসেন হৃদয় (২৩), উত্তর বিনই এলাকার প্রয়াত ছিদ্দিকুর রহমানের ছেলে আল আমিন (২৩) এবং মধ্য লাকসাম এলাকার প্রয়াত মোস্তাফিজ মজুমদারের স্ত্রী বিলকিছ আক্তার ওরফে কল্পনা (৪০)। তাদের মধ্যে মোহাম্মদ আলী ও মাসুদ তরুণীকে ধর্ষণ করেছে, বাকিরা সহযোগী ছিল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াখালীর সোনাপুর এলাকার এক গৃহবধূ তার স্বামীর সঙ্গে গত বৃহস্পতিবার লাকসামে তার নানাশ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। সেখান থেকে গত শুক্রবার ভোরে এ দম্পতি কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম পৌরসভার বাইপাস মোড় এলাকা থেকে বাড়ি ফিরছিলেন। ওই সময় বাস না পেয়ে তারা সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। তখন অটোরিকশাচালক মো. মাসুদ জানতে চান, তারা স্বামী-স্ত্রী কিনা। পরে কৌশলে তাদের দুজনকে লাকসামের গন্ডামারা এলাকায় নিয়ে যায়। সেখানে আসামি তাদের ব্যাগ তল্লাশি করে এবং লালমাই উপজেলার মগবাড়ি এলাকায় নিয়ে স্বামীকে ফেলে রেখে স্ত্রীকে তুলে নিয়ে যায়। পরে তাকে লাকসাম পৌরসভার পাইকপাড়া এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে নেওয়া হয়। সেখানে আসামি মো. মাসুদ ও মোহাম্মদ আলী গৃহবধূকে ধর্ষণ করে। এরপর তাকে লাকসাম পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের তালুকদার ভিলায় আসামি বিলকিছ আক্তার ওরফে কল্পনার ভাড়া বাসায় নেওয়া হয়। সেখানে তাকে ফের ধর্ষণ করা হয়। ওই দিনই স্থানীয়দের সহায়তায় গৃহবধূকে তার পরিবার উদ্ধার করে। এ ঘটনায় শনিবার রাতে তার মা বাদী হয়ে লাকসাম থানায় অভিযোগ করেন। গতকাল সকালে মামলাটি নথিভুক্ত হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও লাকসাম থানার পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, ‘ভিকটিমের পরিবারের অভিযোগের ভিত্তিতে আমরা দ্রুত অভিযান শুরু করি। পরে লাকসামের বিভিন্ন স্থানে গতকাল দিনভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

শ্বশুরকে হত্যার দায়ে জামাই ও তার ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় জামাতা ও তার ভাই আদালতে উপস্থিত ছিলেন।

৩ মিনিট আগে

খুলনার রয়েল মোড়ের একটি দোকানে চাঁদাবাজির অভিযোগে ৩১ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা এবং কেসিসির সংরক্ষিত ১০ নং ওয়ার্ডের পতিত সাবেক কাউন্সিলর রেকসোনা কালাম লিলিকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

১৪ মিনিট আগে

খুলনা মহানগরীর হোটেল রয়েল মোড় থেকে বটিয়াঘাটা উপজেলা যুবলীগের সদস্য মো: সোলায়মান মোড়লকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ

৩৯ মিনিট আগে

কয়েক দিনের তাপদাহে অতিষ্ট নগরবাসী। এরই মধ্যে রাজধানীর ভাটারা, উত্তরাসহ কয়েক স্থানে নেমেছে স্বস্তির বৃষ্টি, সঙ্গে বইছে শীতল বাতাস।

৪৪ মিনিট আগে