বরিশালে হামলায় অন্তঃসত্বা নারী আহত : নষ্ট হয়ে গেল গর্ভের সন্তান

প্রতিনিধি
স্টাফ রিপোর্টার
Thumbnail image
ছবি: প্রতিনিধি

বসতবাড়ির জমিজমা নিয়ে বিরোধের জেরধরে হামলা চালিয়ে তিন নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। হামলায় ফারজানা আক্তার (২৭) নামের এক অন্তঃসত্বা নারীর গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি জেলার উজিরপুর উপজেলার বামরাইল গ্রামের।

আজ বৃহস্পতিবার দুপুরে (১৫ মে) ওই গ্রামের কালাম রাঢ়ীর ছেলে আরিফ রাঢ়ী অভিযোগ করে বলেন, একই বাড়ির সাব্বির খলিফা ও লিয়াকত খলিফা গংদের সাথে আমাদের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। তারই ধারাবাহিকতায় বাড়ির উঠানে ধান শুকানো নিয়ে আমার ভাবী রুমি বেগম (২৫) এবং মা মুকুল বেগমের (৫৫) সাথে প্রতিপক্ষ সাব্বির ও লিয়াকতের স্ত্রীর বাগবিতন্ডা হয়।

আরিফ রাঢ়ী অভিযোগ করে আরো বলেন, একপর্যায়ে সাব্বির, লিয়াকত ও তাদের সহযোগিরা আমার মা ও ভাবীর ওপর হামলা চালায়। এসময় আমার এক মাসের অন্তঃসত্বা স্ত্রী ফারজানা হামলা ঠেকাতে গেলে তাকেও বেধরক পিটিয়ে ও পেটে লাথি দিয়ে আহত করা হয়।

মুমূর্ষ অবস্থায় তাকে (ফারজানা) উজিরপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকেরা জানিয়েছেন, পেটে লাথির আঘাতে ফারজানার গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে। বর্তমানে তার অবস্থা গুরুত্বর।

অভিযোগ করে তিনি আরও বলেন, আমার মা, ভাবী ও স্ত্রীর ওপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করতে গেলেও থানা পুলিশ মামলা নেয়নি। নিরুপায় হয়ে আদালতে মামলা করার প্রস্তুতি নিয়েছি।

অভিযোগ অস্বীকার করে সাব্বির ও লিয়াকত খলিফা বলেন, হামলার সাথে আমরা জড়িত নই। আমাদের ফাঁসানো হচ্ছে। তবে হামলার সময়ের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পরার ব্যাপারে জানতে চাইলে তারা কোন সদূত্তর দিতে পারেননি।

মামলা না নেওয়ার বিষয়টি অস্বীকার করে উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ না দিলে মামলা রুজু করা হবে কিভাবে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও ওসি উল্লেখ করেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

পাহাড়ি এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন ধরে রাখতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করেছে। রোববার (১৫ ডিসেম্বর) বিভিন্ন এলাকায় নলকূপ, ঢেউটিন বিতরণ ও আর্থিক অনুদান প্রদান করা হয়।

৬ মিনিট আগে

নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে এবারও সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন ৪৮ জন শিক্ষার্থী। রোববার (১৪ ডিসেম্বর) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হলে এ সাফল্যের তথ্য নিশ্চিত হয়। উত্তীর্ণদের মধ্যে ১২ জন ছাত্র ও ৩৩ জন ছাত্রী রয়েছেন। কলেজ কর্তৃপক্ষের ধারণা, যোগাযো

৪ ঘণ্টা আগে

নীলফামারীর সৈয়দপুরে রবিবার (১৪ ডিসেম্বর) যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। দিবসটির মূল আয়োজন করেন উপজেলা প্রশাসন।

২০ ঘণ্টা আগে

রাজশাহী বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. মোঃ জিল্লুর রহমান শনিবার (১৩ ডিসেম্বর) রাত ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে নগরীর সাহেব বাজার, কাজলা, বন্ধগেট, লক্ষীপুরসহ বিভিন্ন এলাকায় অননুমোদিত ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ এবং ফুট

২১ ঘণ্টা আগে