সৈয়দপুর বিজ্ঞান কলেজের ৪৮ জন এবারও মেডিকেলে ভর্তির সুযোগ

প্রতিনিধি
সৈয়দপুর, নীলফামারি
Thumbnail image
ছবি: প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে এবারও সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন ৪৮ জন শিক্ষার্থী। রোববার (১৪ ডিসেম্বর) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হলে এ সাফল্যের তথ্য নিশ্চিত হয়। উত্তীর্ণদের মধ্যে ১২ জন ছাত্র ও ৩৩ জন ছাত্রী রয়েছেন। কলেজ কর্তৃপক্ষের ধারণা, যোগাযোগ না হওয়ায় এই সংখ্যা আরও বাড়তে পারে।

কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ জানান, প্রাপ্ত তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ৪৮ জন শিক্ষার্থী মেধা তালিকায় জায়গা করে নিয়েছে। চলতি বছর কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষায় ২৯৭ জন অংশ নিয়ে শতভাগ পাস করেছে, যার মধ্যে ২৭০ জন জিপিএ-৫ পেয়েছে।

পূর্ববর্তী বছরগুলোতেও কলেজটির ধারাবাহিক সাফল্য রয়েছে। ২০২৫ সালে ৫৩ জন, ২০২৪ সালে ৫৯ জন, ২০২৩ সালে ৪২ জন এবং তার আগের বছরগুলোতেও উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন। পাশাপাশি রুয়েট, কুয়েট, চুয়েটসহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়েও শিক্ষার্থীরা নিয়মিত সাফল্য অর্জন করছে।

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠানটি ২০২০ সালে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ নামে পরিচিতি পায়। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা, নিয়মিত তদারকি ও চাপমুক্ত পরিবেশে পাঠদানের ফলে প্রতিষ্ঠানটি দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

বাগেরহাটের মোরেলগঞ্জে মালচিং পদ্ধতিতে শীতকালীন ‘যাদু শসা’ চাষ করে সাফল্যের দৃষ্টান্ত গড়েছেন কৃষক পারভেজ খান। উপজেলার আলতিবুরুজবাড়িয়া গ্রামের আব্দুল মজিদ খানের ছেলে পারভেজ বেকারত্ব ও সংসারের চাপ কাটিয়ে উঠতে নিজ ক্রয়কৃত ১৫ শতক জমিতে কৃষি দপ্তরের পরামর্শে এই চাষ শুরু করেন।

২৭ মিনিট আগে

নীলফামারীর জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিবৃদ্ধি, ঝরে পড়া রোধ এবং শিক্ষার্থীদের নিয়মিত স্কুলমুখী করতে আগামী ২৮ ডিসেম্বর থেকে স্কুল ফিডিং কর্মসূচি চালু হচ্ছে।

৩৩ মিনিট আগে

বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তরুণ উদ্যোক্তা মাইনুল ইসলাম (সোহান) ২০২৬ সালের জন্য বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত হয়েছেন। এই ঘোষণায় বাগেরহাট জেলার রামপাল উপজেলার মানুষের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

১ ঘণ্টা আগে

১৯৭১ সালের ১৫ ডিসেম্বর নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা পাকিস্তানি হানাদার বাহিনী থেকে মুক্ত হয়। মুক্তিযুদ্ধের সময় কিশোরগঞ্জে পাকিস্তানি সেনারা শক্তিশালী ঘাঁটি স্থাপন করেছিল। ১৪ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের সাতটি কোম্পানি তিন ভাগে বিভক্ত হয়ে তিন দিক থেকে আক্রমণ চালায়। আক্রমণের পর পাকসেনারা সৈয়দপুর ও রংপুর সে

১ ঘণ্টা আগে