নরসিংদী
নরসিংদীর রায়পুরায় সনাতন ধর্মাবলম্বী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে রাকিব মিয়া (৩২) নামে এক যুবকের বিরুদ্ধে। ওই সময় তার দুই সহযোগী ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করে। ঘটনাটি কাউকে জানালে ভুক্তভোগী ও তার স্বামীকে হত্যার হুমকিও দেয় তারা। গত রোববার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ গতকাল সোমবার থানায় লিখিত অভিযোগ করেছেন।
এর আগে গতকাল ওই গৃহবধূ প্রথমে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. কলিমুল্লাহর কাছে ঘটনার বর্ণনা দিয়ে বিচার দাবি করেন। তখন তাকে দ্রুত রায়পুরা থানায় গিয়ে লিখিত অভিযোগ দিতে বলা হয়। একই সঙ্গে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মো. কলিমুল্লাহ।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার রাত ৯টার দিকে তারাবির নামাজ চলাকালে বৃষ্টি হচ্ছিল। ওই সময় রাকিব মিয়াসহ তিন যুবক গৃহবধূর বাড়িতে ঢুকে পড়ে। ওই সময় বাড়িতে আর কেউ ছিলেন না। তাকে একা পেয়ে ধর্ষণ করে রাকিব। আর তার দুই সহযোগী মোবাইল ফোনে ভিডিও করে। পরে তার কান ও গলার সোনার গহনা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। যাওয়ার সময় রাকিব তাকে হুমকি দেয়, ‘এ ঘটনা কাউকে জানালে স্বামী-স্ত্রীকে একসঙ্গে জবাই করে হত্যা করা হবে।’
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, সনাতন ধর্মাবলম্বী এক গৃহবধূ থানায় এসে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত রাকিব মিয়া একই এলাকার রতন মিয়া ছেলে। সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
নরসিংদীর রায়পুরায় সনাতন ধর্মাবলম্বী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে রাকিব মিয়া (৩২) নামে এক যুবকের বিরুদ্ধে। ওই সময় তার দুই সহযোগী ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করে। ঘটনাটি কাউকে জানালে ভুক্তভোগী ও তার স্বামীকে হত্যার হুমকিও দেয় তারা। গত রোববার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ গতকাল সোমবার থানায় লিখিত অভিযোগ করেছেন।
এর আগে গতকাল ওই গৃহবধূ প্রথমে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. কলিমুল্লাহর কাছে ঘটনার বর্ণনা দিয়ে বিচার দাবি করেন। তখন তাকে দ্রুত রায়পুরা থানায় গিয়ে লিখিত অভিযোগ দিতে বলা হয়। একই সঙ্গে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মো. কলিমুল্লাহ।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার রাত ৯টার দিকে তারাবির নামাজ চলাকালে বৃষ্টি হচ্ছিল। ওই সময় রাকিব মিয়াসহ তিন যুবক গৃহবধূর বাড়িতে ঢুকে পড়ে। ওই সময় বাড়িতে আর কেউ ছিলেন না। তাকে একা পেয়ে ধর্ষণ করে রাকিব। আর তার দুই সহযোগী মোবাইল ফোনে ভিডিও করে। পরে তার কান ও গলার সোনার গহনা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। যাওয়ার সময় রাকিব তাকে হুমকি দেয়, ‘এ ঘটনা কাউকে জানালে স্বামী-স্ত্রীকে একসঙ্গে জবাই করে হত্যা করা হবে।’
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, সনাতন ধর্মাবলম্বী এক গৃহবধূ থানায় এসে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত রাকিব মিয়া একই এলাকার রতন মিয়া ছেলে। সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথা ভাবুন’এ স্লোগান সামনে রেখে এবং অপুষ্টিজনিত রোগ-ব্যাধি থেকে প্রজন্মকে রক্ষা এবং সুস্থ ও মেধাসম্পন্ন জাতি গঠনের লক্ষ্যে গঠিত জামালপুর সদর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়
১ ঘণ্টা আগেমঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে বুয়েট শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান আন্দোলনকারীরা
১ ঘণ্টা আগেঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী এনামুল হক জানান, ৪, ৫ ও ৭ নম্বর ইউনিটে কোনো যান্ত্রিক ত্রুটি নেই। গ্যাস পেলেই উৎপাদন শুরু হবে
২ ঘণ্টা আগেখাদ্যের কথা ভাবলে পুষ্টির কথা ভাবুন’এ স্লোগান সামনে রেখে এবং অপুষ্টিজনিত রোগ-ব্যাধি থেকে প্রজন্মকে রক্ষা এবং সুস্থ ও মেধাসম্পন্ন জাতি গঠনের লক্ষ্যে গঠিত জামালপুর সদর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে বুয়েট শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান আন্দোলনকারীরা
ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী এনামুল হক জানান, ৪, ৫ ও ৭ নম্বর ইউনিটে কোনো যান্ত্রিক ত্রুটি নেই। গ্যাস পেলেই উৎপাদন শুরু হবে