ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

প্রতিনিধি
সাতক্ষীরা
Thumbnail image
ছবি: প্রতিনিধি

সাতক্ষীরায় র‌্যাব-৬ অভিযান চালিয়ে চাঞ্চল্যকর এক প্রতিবন্ধী ধর্ষণ মামলার প্রধান আসামি মোসলেম আলীকে (৬০) গ্রেফতার করেছে। সে দীর্ঘদিন ধরে পলাতক থাকায় সোমবার (১৬ জুন) রাতে জেলার ঝাউডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায় গত ৭ জুন দুপুর ১২টার দিকে সাতক্ষীরা জেলার কলারোয়া থানার বৈদ্যপুর গ্রামের মোসলেম আলী মাঠে কাজ করছিলেন। এসময় পাশ দিয়ে হেঁটে বাড়ি যাচ্ছিল এক শারীরিক প্রতিবন্ধী শিশু। শিশুটিকে একা পেয়ে মোসলেম আলী প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

এই ঘটনার পর ভুক্তভোগী শিশুর পিতা বাদী হয়ে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই আসামি মোসলেম আলী পালিয়ে যান।

র‌্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্প বিষয়টি জানতে পেরে আসামিকে গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বাড়িয়ে দেয়।

এরই ধারাবাহিকতায়, র‌্যাবের একটি আভিযানিক দল সাতক্ষীরা সদর থানাধীন ঝাউডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে মোসলেম আলীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‌্যাব জানিয়েছে, দেশজুড়ে বিভিন্ন অপরাধে জড়িত সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার তারা সক্রিয় ভূমিকা রাখছে।

সাম্প্রতিক সময়ে ধর্ষণের ঘটনাগুলো সমাজে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করায়, র‌্যাব এসব আসামিকে আইনের আওতায় আনতে অভিযান জোরদার করেছে।

মঙ্গলবার গ্রেফতারকৃত মোসলেম আলীকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে, সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে

১৫ মিনিট আগে

পুলিশের নথি ঘেঁটে জানা যায়, লামিয়ার নামে চন্দ্রিমা ও মতিহার থানায় চারটি মাদক মামলা রয়েছে। তার স্বামী শাহাজানের বিরুদ্ধেও রাজশাহীর রাজপাড়া ও চাঁপাইনবাবগঞ্জের থানায় একাধিক মামলা রয়েছে

১ ঘণ্টা আগে

জামালপুর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন বাতিলের দাবিতে হরতাল ঘোষণার পর মশাল মিছিল থেকে বোমা সদৃশ বস্তু বিস্ফোরণ শব্দ পাওয়া গেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো শহর জুড়ে।

১৫ ঘণ্টা আগে

খবর পেয়ে নিউজ কভারেজের জন্য থানার সামনে মিডিয়া কর্মীরা পৌঁছলে তাদেরকেও থানার মধ্যে প্রবেশ করতে দেওয়া হয়নি।

১৫ ঘণ্টা আগে