সোনারগাঁয়ে ডিবি পরিচয়ে কোটি টাকা লুটের অভিযোগ

প্রতিনিধি
সোনারগাঁ
Thumbnail image

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডিবি পুলিশ পরিচয়ে ফিল্মি স্টাইলে ডাকাতি সংঘটিত করেছে বলে অভিযোগ উঠেছে। ডাকাতদল একটি বেসরকারি কোম্পানির ১ কোটি ১০ লাখ টাকা লুট করে নিয়ে যায়। ভুক্তভোগীদের অস্ত্র ঠেকিয়ে টাকা নিয়ে যাওয়া হয়। গত শনিবার দুপুরে মহাসড়কের দড়িকান্দি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওইদিন রাতে দিবা এন্টারপ্রাইজের ম্যানেজার মো. নাজিম উদ্দিন বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ঢাকার ভাটারা থানা এলাকার ‘দিবা এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানের ম্যানেজার মো. নাজিম উদ্দিন ও একই কোম্পানির মাইক্রোবাস চালক মামুন শেখ গত শনিবার দুপুরে ঢাকার মতিঝিল জীবন বীমা ভবনে থাকা সিটি ব্যাংকের কর্পোরেট শাখা থেকে ১ কোটি ১০ লাখ টাকা উত্তোলন করে তাদের চাঁদপুরের দিবা এন্টারপ্রাইজ শাখার উদ্দেশে যাচ্ছিলেন। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনের সোনারগাঁয়ে দড়িকান্দি ব্রিজ পার হতেই পেছনে থাকা সিলভার রঙের একটি এক্সজিও ফিল্ডারযোগে অজ্ঞাতপরিচয় ৬ সদস্যের একটি দল তাদের গাড়ির গতিরোধ করে। পরে তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ভুক্তভোগী ম্যানেজারকে গাড়িটি তল্লাশির কথা বলে। একপর্যায়ে তারা অস্ত্রের মুখে জিম্মি করে চোখ বেঁধে ও হ্যান্ডকাফ পরিয়ে মাইক্রোবাসে বিভিন্ন স্থানে ঘুরিয়ে অপরিচিত একটি স্থানে থামিয়ে কোম্পানির মাইক্রোবাসে থাকা দুটি ব্যাগে ১ কোটি ১০ লাখ ও ভুক্তভোগীদের সঙ্গে থাকা মূল্যবান জিনিসপত্র লুট করে চলে যায়।

ছুটির দিনে ব্যাংক থেকে কোটি টাকা উত্তোলনের বিষয়টি জানতে বাদী নাজিম উদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, তাদের কোম্পানিতে বিকাশে লেনদেন করা হয়। এটা শুধু সিটি ব্যাংকই করে। তাদের কোম্পানির মালিক দেশের বাইরে থাকায় তার স্বাক্ষর করা চেকের মাধ্যমে তারা টাকা উত্তোলন করেন। এটা করা যায়।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোরশেদ জানান, এ সম্পর্কে তাদের জানা নেই। খবর নিয়ে জানবেন বলে জানিয়েছেন।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, এ ঘটনার স্পট পরিদর্শন করেছেন। প্রযুক্তির সহায়তায় তারা তদন্ত শুরু করেছেন। আশা করছেন, দ্রুত ঘটনার সম্পর্কে অবগত হবেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) আসিফ ইমাম জানান, ঘটনার কথা শুনেছেন। তবে তিনি ছুটিতে থাকায় বিস্তারিত বলতে পারছেন না।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির জানাজা শনিবার (২০ ডিসেম্বর) দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। রাজধানীর কেন্দ্রীয় অংশে যান চলাচল স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে।

৮ মিনিট আগে

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় নিহত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার (২০ ডিসেম্বর) বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাঁকে দাফন করা হবে।

২ ঘণ্টা আগে

খাগড়াছড়ি প্রেসক্লাবের ৪০ বছর পূর্তি উপলক্ষে প্রথম স্মারকগ্রন্থ ‘উজ্জীবন’ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে প্রকাশিত হয়েছে। প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। তিনি প্রকাশনাটি প্

২ দিন আগে

মিয়ানমারের সশস্ত্র গ্রুপ আরাকান আর্মি কক্সবাজারের টেকনাফ থেকে ৯ বাংলাদেশি জেলে অপহরণ করেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) শাহপরীর দ্বীপের নিকটস্থ নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনায় মাছ শিকারের পর ফেরার পথে এই ঘটনা ঘটে।

২ দিন আগে