ছাত্রদল নেতার বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ

প্রতিনিধি
বরিশাল ব্যুরো
Thumbnail image
ছবি: প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে ভিডিও কলে কথা বলার একটি ছবি বানিয়ে এলাকায় প্রচার করে মাদক ব্যবসা, চাঁদাবাজি, বালুমহাল দখল ও ব্যাপক সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ এনে ছাত্রদল নেতার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন প্রবীণ বিএনপি নেতা রুস্তুম আলী সিকদার (৭০)।

আজ মঙ্গলবার (১৭ জুন) দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটির হল রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ঝালকাঠীর নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ও বিগত ফ্যাসিস্ট সরকারের ১৭ বছরে হামলা ও নাশকতার মামলার আসামি রুস্তুম আলী সিকদার বলেন, বর্তমানে আমিসহ উপজেলার অসংখ্য বিএনপি পরিবার নলছিটি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইদুল ইসলাম রনি ও তার বাহিনীর কাছে জিম্মি হয়ে পরেছি।

অভিযোগ করে প্রবীণ বিএনপি নেতা রুস্তুম আলী সিকদার বলেন, গত ১৩ জুন বিকেলে ছাত্রদলের আহ্বায়ক রনি, জুলফিকার ওরফে ‘ডিস জুলহাস’ এবং নেছাব আলীর নেতৃত্বে আমার মালিকানাধীন জমিতে থাকা জাতীয়তাবাদী ফোরাম রানাপাশা ইউনিয়নের ক্লাবঘরে হামলা চালিয়ে লুটপাট করে অগ্নিসংযোগ করা হয়েছে।

এসময় হামলাকারীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাঙচুর করা হয়। হামলাকারীদের প্রতিরোধ করতে গিয়ে বিএনপি কর্মী হাবিব সিকদারের স্ত্রী সুমির শ্লীলতাহানী এবং তার গলার চেইনসহ মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে।

বিএনপি নেতা রুস্তুম আলী বলেন, ঘটনার পর হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের জন্য লিখিত অভিযোগ করা হয়। কিন্তু থানার ওসি রহস্যজনক কারণে আমাদের অভিযোগটি এজাহারভুক্ত করেননি।

উল্টো উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইদুল ইসলাম রনি তার ঘনিষ্ঠ সহযোগী রানাপাশা ইউনিয়ন যুবলীগ নেতা মাহবুব আলম আবু তাহেরকে বাদি করে থানায় একটি অভিযোগ দায়ের করিয়েছে।

যেখানে আমাকেসহ (রুস্তম) বিএনপির আরও ১৩ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। থানার ওসি ওই মিথ্যা অভিযোগটি মামলা হিসেবে এজাহারভুক্ত করেছেন (মামলা নং-১০/৯৪, তারিখ: ১৫-৬-২০২৫)। মামলার সকল আসামিরা বিএনপির ত্যাগী এবং নির্যাতিত কর্মী।

সংবাদ সম্মেলনে প্রবীণ বিএনপি নেতা রুস্তুম আলী আরও বলেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রনি ও তার ভাই লিটন এলাকায় ইয়াবা, ফেন্সিডিল ও গাঁজা সরবরাহ করে যুব সমাজকে ধ্বংস করছে। ইউনিয়ন পরিষদের প্রকল্প, এলজিইডির সড়ক এবং এডিপির কাজেও তাঁদের বিরুদ্ধে চাঁদাবাজির বিস্তার অভিযোগ রয়েছে।

এছাড়া রনি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠজন দাবি করে প্রশাসন থেকে শুরু করে এলাকায় প্রভাব বিস্তার করে সকল অপকর্ম করে বেড়াচ্ছে।

এসব বিষয়ে প্রশাসন ও দলের সিনিয়র নেতৃবৃন্দর কাছে একাধিকবার অভিযোগ করা হলেও কার্যকরী কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাই তিনি (রুস্তুম আলী) রনির বিরুদ্ধে প্রতিটি অপকর্মের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দলীয় ও প্রশাসনিকভাবে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি করেন।

সংবাদ সম্মেলনে রনি ও তার সহযোগীদের হয়রানির শিকার ভুক্তভোগী বিএনপি নেতা জামাল হোসেন মল্লিক, হেলাল সিকদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে নলছিটি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইদুল ইসলাম রনি সাংবাদিকদের জানিয়েছেন, আমার বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সংবাদ সম্মেলন করে একটি মহল বিভ্রান্ত করার চেষ্টা করছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে, সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে

১৬ মিনিট আগে

পুলিশের নথি ঘেঁটে জানা যায়, লামিয়ার নামে চন্দ্রিমা ও মতিহার থানায় চারটি মাদক মামলা রয়েছে। তার স্বামী শাহাজানের বিরুদ্ধেও রাজশাহীর রাজপাড়া ও চাঁপাইনবাবগঞ্জের থানায় একাধিক মামলা রয়েছে

১ ঘণ্টা আগে

জামালপুর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন বাতিলের দাবিতে হরতাল ঘোষণার পর মশাল মিছিল থেকে বোমা সদৃশ বস্তু বিস্ফোরণ শব্দ পাওয়া গেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো শহর জুড়ে।

১৫ ঘণ্টা আগে

খবর পেয়ে নিউজ কভারেজের জন্য থানার সামনে মিডিয়া কর্মীরা পৌঁছলে তাদেরকেও থানার মধ্যে প্রবেশ করতে দেওয়া হয়নি।

১৫ ঘণ্টা আগে