বরিশালে ৩০দিনে ২৮ ধর্ষণ

প্রতিনিধি
বরিশাল ব্যুরো
Thumbnail image
প্রতীকী ছবি

বরিশাল নগরীসহ গোটা জেলায় গত এক মাসে (মে মাস) ২৮টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এরমধ্যে বরিশাল মেট্রোপলিটন এলাকায়ই নয়টি। বাকি ১৯টি জেলার বিভিন্ন উপজেলার। এছাড়াও নারী নির্যাতন, খুন, চুরি-ডাকাতি ও মাদকদ্রব্যের বিস্তার ঘটেছে।

বরিশাল জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ তথ্য উঠে এসেছে। বুধবার (১৮ জুন) দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, সকল ধরনের অপরাধ নির্মূলে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে কাজ করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

পাশাপাশি বরিশালের সকল সচেতন নাগরিকদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতা করার জন্য তিনি (জেলা প্রশাসক) আহ্বান জানিয়েছেন।

এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে (১৭ জুন) অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

সভা সূত্রে জানা গেছে, গত মে মাসে বরিশালে ৩৫৬টি অপরাধ সংগঠিত হয়েছে। আইনশৃঙ্খলা কমিটির ওই সভায় জেলা পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, মে মাসে বরিশাল মেট্রোপলিটন এলাকায় ১৪০টি ও জেলায় ২১৬টি অপরাধ সংঘটিত হয়েছে। এরমধ্যে বরিশাল মেট্রোপলিটন এলাকায় ডাকাতি একটি, খুন চারটি, দাঙ্গা একটি, চুরি পাঁচটি, নারী নির্যাতন ১২টি, অপহরণ একটি, মাদকদ্রব্য ৩৭টি, পুলিশ আক্রান্ত একটি, দ্রুত বিচার একটি, শিশু নির্যাতন একটি, ধর্ষণ নয়টি এবং অন্যান্য অপরাধ সংঘটিত হয়েছে ৫১টি।

একই সময়ে (মে মাসে) বরিশাল জেলায় ২১৬টি অপরাধ সংঘটিত হয়েছে। এরমধ্যে ডাকাতি একটি, দস্যুতা একটি, খুন দুটি, সিঁধেল চুরি ছয়টি, নারী নির্যাতন ২৩টি, মাদকদ্রব্য ২৯টি, পুলিশ আক্রান্ত একটি, ধর্ষণ ১৯টিসহ অন্যান্য অপরাধ ১২৮টি।

বুধবার দুপুরে বরিশাল মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক মেহেরুন নাহার মুন্নি বলেন, নারী নির্যাতন, ধর্ষণ ও যৌন হয়রানি প্রতিরোধে স্কুলকলেজের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে, সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে

১৪ মিনিট আগে

পুলিশের নথি ঘেঁটে জানা যায়, লামিয়ার নামে চন্দ্রিমা ও মতিহার থানায় চারটি মাদক মামলা রয়েছে। তার স্বামী শাহাজানের বিরুদ্ধেও রাজশাহীর রাজপাড়া ও চাঁপাইনবাবগঞ্জের থানায় একাধিক মামলা রয়েছে

১ ঘণ্টা আগে

জামালপুর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন বাতিলের দাবিতে হরতাল ঘোষণার পর মশাল মিছিল থেকে বোমা সদৃশ বস্তু বিস্ফোরণ শব্দ পাওয়া গেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো শহর জুড়ে।

১৫ ঘণ্টা আগে

খবর পেয়ে নিউজ কভারেজের জন্য থানার সামনে মিডিয়া কর্মীরা পৌঁছলে তাদেরকেও থানার মধ্যে প্রবেশ করতে দেওয়া হয়নি।

১৫ ঘণ্টা আগে