বরিশাল
বাকেরগঞ্জে তরমুজ চাষী কৃষক কুদ্দুস হাওলাদারকে পিটিয়ে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় আসামিদের অনতিবিলম্বে গ্রেফতার ও মামলার সুষ্ঠু তদন্তের জন্য সংবাদ সম্মেলন করেছেন বাকেরগঞ্জ উপজেলার দিয়ার চর গ্রামের নিহত কৃষকের স্ত্রী মোসা: আকলিমা আক্তার।
এসময় বাদি ও তার পরিবারের জীবনের নিরাপত্তা চাওয়ার পাশপাশি আদালত কর্তৃক ন্যায় বিচারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলনে পরিবারটি তাদের দাবি জানায়।
শনিবার (৩ মে) বেলা সাড়ে ১২ টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মায়ের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মেয়ে সাদিয়া আক্তার (১৬)।
আকলিমা তার লিখিত বক্তব্য উল্লেখ করেন, আমার স্বামী ছিলেন একজন কৃষক। অন্যের জমিতে বর্গাচাষ করতেন। চলতি বছর আমাদের বসত বাড়ির পাশে ৫০ শতাংশ জমিতে তরমুজ চাষাবাদ করেছিলেন। আমি এবং আমার স্বামী দুই জনে মিলে তরমুজ ক্ষেত দেখাশুনা করতাম। গত ০৩/০৪/২০২৫ তারিখ দুপুরে ক্ষেত থেকে তরমুজ চুরি করে নিয়ে যায় -মো. আনোয়ার হোসেন চৌকিদার (৩২), সানি (২০), মো. ফয়সাল চৌকিদার (২৮), হিরণ চৌকিদার (১৯), মাসুদ চৌকিদার (৩২), মিরাজ মোল্লা, সরোয়ার চৌকিদার (২৩), মতিউর রহমান মানিক মাস্টার (৬৩), হারুন চৌকিদারসহ (৫৫) অজ্ঞাতনামা আরও ৪/৫ জন।
আকলিমা বলেন, তরমুজ নিয়ে যাওয়ার সময় আমার স্বামী কৃষক কুদ্দুস হাওলাদার তাদের বাঁধা দিলে তারা তাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন। পরে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করলে গত ০৪/০৪/২০২৫ তারিখ রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় কৃষক কুদ্দুসের স্ত্রী বাদী হয়ে উপরোক্তদের আসামি করে গত ০৪/০৪/২০২৫ তারিখ বাকেরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন বলেও জানান।
তিনি বলেন, দুঃখের বিষয় হলো- এক মাস পেরিয়ে গেলেও বাকেরগঞ্জ থানার পুলিশ একজন আসামিও ধরতে পারিনি। তবে অন্য এক ঘটনায় দায়েরকৃত মামলার ২নং আসামি জেলহাজতে রয়েছে। আসামীরা গ্রেফতার না হওয়ায় তারা বিভিন্ন উপায়ে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিয়ে যাচ্ছেন।
এসময় বাদী তার ছোট ছোট সন্তানদের নিয়ে মানবেতর জীবন যাপন করছেন বলেও জানান। একইসঙ্গে পরিবারে জীবিকা নির্বাহ করার মতো বিকল্প কেউ নেই উল্লেখ করে আকলিমা তার পরিবারের সকলের জীবনের নিরাপত্তার দাবি করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা বাকেরগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. এনামুল হক বলেন, হত্যা মামলার মাস্টার মাইন্ড আসামি সানি গ্রেফতার আছে। ১৬৪ ধরায় তার জবান বন্দি নেয়া হয়েছে। আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীরা কেউ পার পাবে না, তাদের সকলকেই আইনের আওতায় আনা হবে। টেকনোলজির উপর পুলিশ সকল আসামির গতিবিধ নজরদারি রেখেছে।
বাকেরগঞ্জে তরমুজ চাষী কৃষক কুদ্দুস হাওলাদারকে পিটিয়ে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় আসামিদের অনতিবিলম্বে গ্রেফতার ও মামলার সুষ্ঠু তদন্তের জন্য সংবাদ সম্মেলন করেছেন বাকেরগঞ্জ উপজেলার দিয়ার চর গ্রামের নিহত কৃষকের স্ত্রী মোসা: আকলিমা আক্তার।
এসময় বাদি ও তার পরিবারের জীবনের নিরাপত্তা চাওয়ার পাশপাশি আদালত কর্তৃক ন্যায় বিচারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলনে পরিবারটি তাদের দাবি জানায়।
শনিবার (৩ মে) বেলা সাড়ে ১২ টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মায়ের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মেয়ে সাদিয়া আক্তার (১৬)।
আকলিমা তার লিখিত বক্তব্য উল্লেখ করেন, আমার স্বামী ছিলেন একজন কৃষক। অন্যের জমিতে বর্গাচাষ করতেন। চলতি বছর আমাদের বসত বাড়ির পাশে ৫০ শতাংশ জমিতে তরমুজ চাষাবাদ করেছিলেন। আমি এবং আমার স্বামী দুই জনে মিলে তরমুজ ক্ষেত দেখাশুনা করতাম। গত ০৩/০৪/২০২৫ তারিখ দুপুরে ক্ষেত থেকে তরমুজ চুরি করে নিয়ে যায় -মো. আনোয়ার হোসেন চৌকিদার (৩২), সানি (২০), মো. ফয়সাল চৌকিদার (২৮), হিরণ চৌকিদার (১৯), মাসুদ চৌকিদার (৩২), মিরাজ মোল্লা, সরোয়ার চৌকিদার (২৩), মতিউর রহমান মানিক মাস্টার (৬৩), হারুন চৌকিদারসহ (৫৫) অজ্ঞাতনামা আরও ৪/৫ জন।
আকলিমা বলেন, তরমুজ নিয়ে যাওয়ার সময় আমার স্বামী কৃষক কুদ্দুস হাওলাদার তাদের বাঁধা দিলে তারা তাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন। পরে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করলে গত ০৪/০৪/২০২৫ তারিখ রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় কৃষক কুদ্দুসের স্ত্রী বাদী হয়ে উপরোক্তদের আসামি করে গত ০৪/০৪/২০২৫ তারিখ বাকেরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন বলেও জানান।
তিনি বলেন, দুঃখের বিষয় হলো- এক মাস পেরিয়ে গেলেও বাকেরগঞ্জ থানার পুলিশ একজন আসামিও ধরতে পারিনি। তবে অন্য এক ঘটনায় দায়েরকৃত মামলার ২নং আসামি জেলহাজতে রয়েছে। আসামীরা গ্রেফতার না হওয়ায় তারা বিভিন্ন উপায়ে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিয়ে যাচ্ছেন।
এসময় বাদী তার ছোট ছোট সন্তানদের নিয়ে মানবেতর জীবন যাপন করছেন বলেও জানান। একইসঙ্গে পরিবারে জীবিকা নির্বাহ করার মতো বিকল্প কেউ নেই উল্লেখ করে আকলিমা তার পরিবারের সকলের জীবনের নিরাপত্তার দাবি করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা বাকেরগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. এনামুল হক বলেন, হত্যা মামলার মাস্টার মাইন্ড আসামি সানি গ্রেফতার আছে। ১৬৪ ধরায় তার জবান বন্দি নেয়া হয়েছে। আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীরা কেউ পার পাবে না, তাদের সকলকেই আইনের আওতায় আনা হবে। টেকনোলজির উপর পুলিশ সকল আসামির গতিবিধ নজরদারি রেখেছে।
সভা শেষে অংশগ্রহণকারীরা শিক্ষকদের মর্যাদা ও নৈতিক মূল্যবোধ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন
৪৪ মিনিট আগেসকালে কালোমেঘে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় প্রকৃতি। বৃষ্টির সঙ্গে সঙ্গে হঠাৎ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে টিনশেড ও আধা-পাকা ঘরবাড়ি, গাছপালা ভেঙে পড়ে। অল্প সময়ের এই ঝড়ে দুই ইউনিয়নের প্রায় ১২ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। আহত হয়েছে অন্তত ৫ জন
১ ঘণ্টা আগেবৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এতে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে
২ ঘণ্টা আগেশিক্ষকরা শিক্ষা বাদে যখন অন্য কিছুতে জড়িত হয় তখন মর্যাদার সংকট তৈরি হয়। শিক্ষকদের নৈতিক শিক্ষা গ্রহণ করে চলতে হবে তবেই চব্বিশ পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব
২ ঘণ্টা আগেসভা শেষে অংশগ্রহণকারীরা শিক্ষকদের মর্যাদা ও নৈতিক মূল্যবোধ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন
সকালে কালোমেঘে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় প্রকৃতি। বৃষ্টির সঙ্গে সঙ্গে হঠাৎ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে টিনশেড ও আধা-পাকা ঘরবাড়ি, গাছপালা ভেঙে পড়ে। অল্প সময়ের এই ঝড়ে দুই ইউনিয়নের প্রায় ১২ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। আহত হয়েছে অন্তত ৫ জন
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এতে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে
শিক্ষকরা শিক্ষা বাদে যখন অন্য কিছুতে জড়িত হয় তখন মর্যাদার সংকট তৈরি হয়। শিক্ষকদের নৈতিক শিক্ষা গ্রহণ করে চলতে হবে তবেই চব্বিশ পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব