ফেনী জেনারেল হাসপাতালের সুপারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

আওয়ামী স্টাইলে টেন্ডার

প্রতিনিধি
ফেনী
Thumbnail image
ফাইল ছবি

ফেনী জেনারেল হাসপাতালে আউট সোর্সিং এ জনবল নিয়োগে পিপিআর বর্হিভূত টেন্ডার বাতিলের দাবিতে আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিত আবেদন করেছে মের্সাস চুমকি এন্টারপ্রাইজ ও মের্সাস শাহ আমানত এন্টারপ্রাইজ। ঠিকাদারদের অভিযোগ সকল প্রতিষ্ঠানের কাগজপত্র ও শর্তাবলী ঠিকঠাক থাকার পরও হাসপাতালের তত্ত্বাবধায়ক (সুপার) ৪টি প্রতিষ্ঠানকে বাদ দিয়ে আরাফাত এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানকে বিধিবহির্ভূতভাবে টেন্ডার পাওয়ার জন্য স্বাস্থ্য অধিদপ্তরে সুপারিশ করেছেন। এতে ক্ষুদ্ধ হয়ে অন্য ঠিকাদাররা মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন।

তাদের অভিযোগ, যারা আবেদন করেছেন তাদের মধ্যে স্বেরাচারী কোনো প্রতিষ্ঠান নেই। বেশীরভাগ আবেদনকারী বিএনপি সমর্থিত। যেহেতু সবাই নিজেরা নিজেরা এখানে সুপার অনিয়ম না করে লটারী দিতে পারতো। মূলত সুপার আবুল খায়ের মিয়াজী সুবিধা নেয়ার জন্য এই অনিয়মগুলো করছেন।

শাহ আমানত ও চুমকি এন্টারপ্রাইজের অভিযোগে উল্লেখ করা হয়, গত ৪ মার্চ ফেনী ২৫০ শয্য জেনারেল হাসপাতাল এর জন্য আউট সোর্সিং এর লোক নিয়োগের দরপত্র গ্রহণ করা হয়। কিন্তু উক্ত দরপত্রে সিপিটিইউ এর কোন নিয়ম মানা হয়নি এবং পিপিআর-২০০৮ এর নিয়ম বর্হিভূত ভাবে দরপত্র গ্রহণ করা হয়। এতে মের্সাস চুমকি এন্টারপ্রাইজ ও শাহ আমানত এন্টারপ্রাইজঅংশ গ্রহণ করে। পরে জানতে পারি তত্ত্বাবধায়ক তার বিশেষ ক্ষমতাবলে ও অবৈধ আর্থিক লেনদেনের মাধ্যমে দরপত্রটি বিশেষ একটি প্রতিষ্ঠানকে পাইয়ে দেওয়ার প্রক্রিয়া করছে। বিধি বর্হিভুত দরপত্র বাতিল করে পুনঃরায় বিধি মোতাবেক আউট সোর্সিং প্রক্রিয়ায় সিপিটিইউএর ফরমেট অনুসরণ করে এবং পিপিআর-২০০৮ মোতাবেক দরপত্র আহবান করার জন্য অনুরোধ করা হয়।

WhatsApp Image 2025-03-19 at 19.33.14_c51590b6

বিগত আওয়ামীলীগের আমলেও আবুল খায়ের মিয়াজী এসব করতেন বলে অভিযোগ করেছেন ঠিকাদার আবুল খায়ের লিংকন, শহিদুল ইসলাম, বেলাল হোসেন ভিপি বেলাল।

মের্সাস চুমকি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবুল খায়ের লিংকন বলেন, পিপিআর বর্হিভূত টেন্ডার দরপত্র বাতিল করে পুনঃরায় দরপত্র আহবানের দাবী জানাই। তিনি বলেন, আবুল খায়ের মিয়াজী দীর্ঘদিন ধরে বিগত আওয়ামী লীগের আমল থেকে আউটসোর্সিং এর কম লোক দিয়ে কাগজপত্রে বেশি লোক দেখিয়ে ঠিকাদার যে সুবিধা ভোগ করেন তার অর্ধেক তিনি নিয়ে যান। এখনো সেই সুবিধা নেয়ার জন্য অনিয়ম করে লটারি না করে একটি প্রতিষ্ঠানকে কাজ ভাগিয়ে দেয়ার প্রক্রিয়া করছেন।

ঢাকার ভ্যারিটাস লিমিটেডের প্রতিনিধি বেলাল হোসেন ভিপি বেলাল জানান, এখন অনিয়মের সুযোগ নেই। আবেদনকারী ৫টি প্রতিষ্ঠানের সবাই যোগ্য হলে লটারির মাধ্যমেই দিতে হবে। অথচ তত্ত্বাবধায়ক এই নীতিমালা অনুসরণ না করে একটি প্রতিষ্ঠানকে সুপারিশ করেছে।

কামাল উদ্দিন নামে অপর এক প্রতিনিধি জানান, ডা. আবুল খায়ের মিয়াজি নিয়ম-নীতির তোয়াক্কা না করে এখানে স্বৈরাচারী কায়দায় টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম করছে। তিনি আরাফাত এন্টারপ্রাইজ থেকে অবৈধ সুবিধা নিয়ে তাদের নাম প্রস্তাব করে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠিয়েছে।

মেসার্স শাহ আমানত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শহিদুল ইসলাম জানান, সম্পূর্ণ নিয়ম ভঙ্গ করে তত্ত্বাবধায়ক আগের মত আওয়ামী স্টাইলে প্রতিষ্ঠান বাছাই করেছে। বৈষম্যহীন নতুন বাংলাদেশ এগুলো মেনে নেয়া যায় না।

জানতে চাইলে ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল খায়ের মিয়াজী এসব অভিযোগ অস্বীকার করে বলেন, দরপত্রের সকল প্রক্রিয়া অনুসরণ করে মেসার্স আরাফাত এন্টারপ্রাইজকে সুপারিশ করে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে। তিনি বলেন, এখানে পুঙ্খানুপুঙ্খরূপে সবকিছু বিবেচনা করা হয়েছে। যোগ্য প্রতিষ্ঠানটি দরপত্র পেয়েছে। বাছাই করার জন্য ডিসি অফিসের একজন ম্যাজিস্ট্রেট ও সমাজসেবাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের উপস্থিতিতে বাছাই করে অধিদপ্তরে পাঠানো হয়েছে। এ প্রতিবেদক ডিসি অফিসের ম্যাজিস্ট্রেট কে ছিলেন তার নাম জানতে চাইলে তিনি বলতে পারেননি।

উল্লেখ্য, গত ৯ মাস ধরে আউটসোর্সিং এর কর্মীরা টাকা না পাওয়ায় অনশন কর্মসূচী পালন করছেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে তিন কার্যদিবস কলম বিরতি পালন করছে প্রতিষ্ঠানটির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

৩৪ মিনিট আগে

মোংলা বন্দর থেকে ৭৮ লাখ বিদেশি সিগারেট শলাকা জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। ঘোষণায় অন্য পণ্য থাকলেও শুল্ক ফাঁকি দিতে আনা হয়েছে অরিস ব্রান্ডের সিগারেট। এতে সরকারের প্রায় ৫ কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে মোংলা কাস্টমস। মঙ্গলবার রাতে এসব জব্দ করা হয়।

২ ঘণ্টা আগে

দিনাজপুরের চিরিরবন্দর ফতেজংপুর মহাবিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের নিয়ে " রোড সেফটি এবং সড়ক দুর্ঘটনা ' সংক্রান্তে একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১৬ ঘণ্টা আগে