অনলাইন ডেস্ক
সিলেটের বিশ্বনাথে লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে থানার এসআই (নিরস্ত্র) আলীম উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। আলীম উদ্দিন আসামি পক্ষের সাথে মামা-ভাগ্নার সম্পর্ক সৃষ্টি করে ও মামলায় সুযোগ সুবিধা দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘুষ গ্রহণ করে থাকে। ঘুষ গ্রহণ ও আসামি পক্ষের সাথে কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে সিলেট পুলিশ সুপারের আদেশে আলীম উদ্দিনকে সিলেট পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। এর আগে গতকাল দুপুরের দিকে ফেসবুকে আলীম উদ্দিনের ঘুষ নেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ে।
ওই ভিডিওতে দেখা যায়, একটি টিনের চালার ঘরে বসে আছেন দুই ব্যক্তি, সামনে টেবিল। দুই ব্যক্তির মধ্যে একজন পোশাকধারী পুলিশ সদস্য। তবে অন্যজনকে দেখা যাচ্ছে না। তবে তাঁর কথা শোনা যাচ্ছে। এ সময় একজনকে টাকা গুনে পুলিশ সদস্যের হাতে দিতে দেখা যায়।
পুলিশ সদস্যকে টাকা দেওয়ার সময় ভিডিও করা ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘বিশ হাজার আছে রাখুক্কা এখন। আর ইয়ো...খিতা...না কই বিশ রাখুক্কা।’ এ সময় পুলিশ সদস্যকে বলতে শোনা যায়, ‘বিশই লাগব।’ টাকা দেওয়া ব্যক্তি বলেন, ‘ইয়ো করতা ওইবা আমারে ছাড়া চার্জশিটর...আমি হিনো গিয়া নকল তুলতে পারতাম না, আপনে ইনো দিলাইতা ওইবা।’ এ সময় ওই পুলিশ সদস্য এতে সায় না দিলে ভিডিওতে তৃতীয় এক ব্যক্তিকেও পুলিশ সদস্যকে অনুরোধ করতে শোনা যায়। ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘সোনা মামানু রেবা।’ টাকা দেওয়া ব্যক্তি বলেন, ‘আপনে ইনো দিলাইবা আমি কইমু কোর্ট তনে তুলছি।’ পুলিশ সদস্য বলেন, ‘আমি ইনো দিলে তুমারে সই ছাড়া দিমু।’ এ সময় টাকা দেওয়া ব্যক্তি বলেন, ‘এমনেই তো ওয়...অন্যখানতনে তুলতাম টাকা দি। তে মামু-ভাগনা খাই না কেনে, খাইয়া ইয়ো করি না কেনে, ইগু কিজাতের মাত।’ এ সময় পুলিশ সদস্য বলেন, ‘সই ছাড়া...সই ছাড়া। টাকা দেওয়া ব্যক্তি বলেন, আমি কোর্ট তাকি তুললে...কোর্ট তাকি তো তুলমু সইসহ।’
খোঁজ নিয়ে জানা গেছে, গত বছর ২৮ আগস্ট বিশ্বনাথ থানায় দায়ের করা একটি মামলার আসামিদের সুযোগ-সুবিধা দেওয়ার আশ্বাস দিয়ে এসআই আলীম উদ্দিন আসামিপক্ষের কাছ থেকে চার কিস্তিতে লাখ টাকা ঘুষ নেন। ওই টাকা দেন উপজেলার দেওকলস ইউনিয়নের দাউদপুর গ্রামের ফয়সল আহমদ (৩২)। ঘুষ নেওয়ার পরও আসামি গ্রেপ্তার করেন আলিম উদ্দিন। টাকা দিয়েও কাজ না হওয়ায় ফয়সল আহমদ ঘুষের টাকা ফেরত চাইলে তাঁকে বিভিন্ন মামলায় হাজতে ঢুকিয়ে দেওয়ার ভয় দেখান এসআই। এ ঘটনায় ফয়সল আহমদ গতকাল মঙ্গলবার সিলেটের পুলিশ সুপার বরাবর আলীম উদ্দিনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন।
সিলেটের বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, অভিযুক্ত এসআই আলীম উদ্দিনকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সিলেটের বিশ্বনাথে লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে থানার এসআই (নিরস্ত্র) আলীম উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। আলীম উদ্দিন আসামি পক্ষের সাথে মামা-ভাগ্নার সম্পর্ক সৃষ্টি করে ও মামলায় সুযোগ সুবিধা দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘুষ গ্রহণ করে থাকে। ঘুষ গ্রহণ ও আসামি পক্ষের সাথে কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে সিলেট পুলিশ সুপারের আদেশে আলীম উদ্দিনকে সিলেট পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। এর আগে গতকাল দুপুরের দিকে ফেসবুকে আলীম উদ্দিনের ঘুষ নেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ে।
ওই ভিডিওতে দেখা যায়, একটি টিনের চালার ঘরে বসে আছেন দুই ব্যক্তি, সামনে টেবিল। দুই ব্যক্তির মধ্যে একজন পোশাকধারী পুলিশ সদস্য। তবে অন্যজনকে দেখা যাচ্ছে না। তবে তাঁর কথা শোনা যাচ্ছে। এ সময় একজনকে টাকা গুনে পুলিশ সদস্যের হাতে দিতে দেখা যায়।
পুলিশ সদস্যকে টাকা দেওয়ার সময় ভিডিও করা ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘বিশ হাজার আছে রাখুক্কা এখন। আর ইয়ো...খিতা...না কই বিশ রাখুক্কা।’ এ সময় পুলিশ সদস্যকে বলতে শোনা যায়, ‘বিশই লাগব।’ টাকা দেওয়া ব্যক্তি বলেন, ‘ইয়ো করতা ওইবা আমারে ছাড়া চার্জশিটর...আমি হিনো গিয়া নকল তুলতে পারতাম না, আপনে ইনো দিলাইতা ওইবা।’ এ সময় ওই পুলিশ সদস্য এতে সায় না দিলে ভিডিওতে তৃতীয় এক ব্যক্তিকেও পুলিশ সদস্যকে অনুরোধ করতে শোনা যায়। ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘সোনা মামানু রেবা।’ টাকা দেওয়া ব্যক্তি বলেন, ‘আপনে ইনো দিলাইবা আমি কইমু কোর্ট তনে তুলছি।’ পুলিশ সদস্য বলেন, ‘আমি ইনো দিলে তুমারে সই ছাড়া দিমু।’ এ সময় টাকা দেওয়া ব্যক্তি বলেন, ‘এমনেই তো ওয়...অন্যখানতনে তুলতাম টাকা দি। তে মামু-ভাগনা খাই না কেনে, খাইয়া ইয়ো করি না কেনে, ইগু কিজাতের মাত।’ এ সময় পুলিশ সদস্য বলেন, ‘সই ছাড়া...সই ছাড়া। টাকা দেওয়া ব্যক্তি বলেন, আমি কোর্ট তাকি তুললে...কোর্ট তাকি তো তুলমু সইসহ।’
খোঁজ নিয়ে জানা গেছে, গত বছর ২৮ আগস্ট বিশ্বনাথ থানায় দায়ের করা একটি মামলার আসামিদের সুযোগ-সুবিধা দেওয়ার আশ্বাস দিয়ে এসআই আলীম উদ্দিন আসামিপক্ষের কাছ থেকে চার কিস্তিতে লাখ টাকা ঘুষ নেন। ওই টাকা দেন উপজেলার দেওকলস ইউনিয়নের দাউদপুর গ্রামের ফয়সল আহমদ (৩২)। ঘুষ নেওয়ার পরও আসামি গ্রেপ্তার করেন আলিম উদ্দিন। টাকা দিয়েও কাজ না হওয়ায় ফয়সল আহমদ ঘুষের টাকা ফেরত চাইলে তাঁকে বিভিন্ন মামলায় হাজতে ঢুকিয়ে দেওয়ার ভয় দেখান এসআই। এ ঘটনায় ফয়সল আহমদ গতকাল মঙ্গলবার সিলেটের পুলিশ সুপার বরাবর আলীম উদ্দিনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন।
সিলেটের বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, অভিযুক্ত এসআই আলীম উদ্দিনকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বিএনপির নাম ব্যবহার করে একটি ফিলিং স্টেশনের পরিচালকের কাছে ডাকযোগে চিঠি পাঠিয়ে প্রতিমাসে ৩০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে।
২৮ মিনিট আগেমঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে বাজারের ব্যবসায়ীরা বিএনপি কার্যালয়ে আগুন জ্বলতে দেখে ডাক চিৎকার শুরু করেন। তাৎক্ষণিক স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে কার্যালয়ের ভেতরের আসবাবপত্র, টেলিভিশন ও কাগজপত্র পুড়ে প্রায় অর্ধলক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে
১ ঘণ্টা আগে২০২৪ সালের ৪ আগস্ট দুপুরে খাগড়াছড়িতে ছাত্র-জনতার হামলার সংবাদ সংগ্রহের সময় সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরার নেতৃত্বে সন্ত্রাসীরা সাংবাদিকদের উপর হামলায় চালায়। বাংলাভিশনের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি এইচ এম প্রফুল্লসহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়
২ ঘণ্টা আগেভোর ৫টার দিকে মোহনপুর মডেল টাউনের পাশে সেনাবাহিনীর একটি টহল গাড়িকে পেছন থেকে ট্রাক ধাক্কা দেয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর টহল গাড়ি ও ট্রাক উভয়ই পাশের খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা আট সেনা সদস্য আহত হন
৪ ঘণ্টা আগেবিএনপির নাম ব্যবহার করে একটি ফিলিং স্টেশনের পরিচালকের কাছে ডাকযোগে চিঠি পাঠিয়ে প্রতিমাসে ৩০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে বাজারের ব্যবসায়ীরা বিএনপি কার্যালয়ে আগুন জ্বলতে দেখে ডাক চিৎকার শুরু করেন। তাৎক্ষণিক স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে কার্যালয়ের ভেতরের আসবাবপত্র, টেলিভিশন ও কাগজপত্র পুড়ে প্রায় অর্ধলক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে
২০২৪ সালের ৪ আগস্ট দুপুরে খাগড়াছড়িতে ছাত্র-জনতার হামলার সংবাদ সংগ্রহের সময় সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরার নেতৃত্বে সন্ত্রাসীরা সাংবাদিকদের উপর হামলায় চালায়। বাংলাভিশনের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি এইচ এম প্রফুল্লসহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়
ভোর ৫টার দিকে মোহনপুর মডেল টাউনের পাশে সেনাবাহিনীর একটি টহল গাড়িকে পেছন থেকে ট্রাক ধাক্কা দেয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর টহল গাড়ি ও ট্রাক উভয়ই পাশের খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা আট সেনা সদস্য আহত হন