৯ বছর পর তনু হত্যার দাবি

প্রতিনিধি
কুমিল্লা
Thumbnail image
ফাইল ছবি

নয় বছর পর সোহাগী জাহান তনু হত্যার বিচার চাইলো কুমিল্লার নাট্যশিল্পী গোষ্ঠী। আজ বৃহস্পতিবার সকালে ভিক্টোরিয়া কলেজের থিয়েটারের মহড়াকক্ষে এ স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বিচার দাবি করা হয়।

অনুষ্ঠানে তনুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করার পাশাপাশি বর্তমান সরকারের কাছে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানান বক্তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ ও ভিসিটির পৃষ্ঠপোষক অধ্যাপক মো. আব্দুল মজিদ, ভিসিটির উপদেষ্টা অধ্যাপক জিতেন্দ্রনাথ তরফদার, ভিসিটির সভাপতি মো. সাব্বির আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদসহ নাট্যশিল্পীরা।

২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে তনুর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। পরে তাঁর বাবা বাদী হয়ে মামলা করেন। বর্তমানে মামলাটি বিচারাধীন।

ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সভাপতি মো. সাব্বির আহমেদ বলেন, তনু ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের অষ্টম ব্যাচের সক্রিয় সদস্য ছিলেন। তনু হত্যার আজ নয় বছর পেরিয়ে গেলেও আমরা এখনো সুষ্ঠু বিচার পাইনি। তাঁর পরিবারের আর্তনাদ এখনো আমরা ঘোচাতে পারিনি। সরকারের শক্ত পদক্ষেপ না থাকায় দিন দিন দেশে তনু হত্যার মতো নির্মম হত্যাকাণ্ড, গুম, খুন ও ধর্ষণ প্রতিনিয়ত বেড়েই চলেছে। আমরা তনু হত্যার বিচার চাই।’

ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের প্রধান উপদেষ্টা জীতেন্দ্রনাথ তরফদার বলেন, তনু মারা যাওয়ার কিছু দিন আগে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় নৃত্যে সে প্রথম হয়েছিল। তারপর হঠাৎ করে শুনি তনুর নির্মম হত্যাকাণ্ড। তার এ মৃত্যু এখনো মেন নিতে পারিনি। আমরা এ ঘটনার বিচার চাই।

জীতেন্দ্রনাথ আরও বলেন, ‘আজ নয় বছর হয়ে গেছে এখনো তনু হত্যার কোনো বিচারকার্য সমাধান হয়নি। যদি তনু হত্যার বিচারটা প্রথম দিকে হয়ে যেত, তাহলে হয়তো দেশে পরে এতগুলো ধর্ষণের ঘটনা ঘটত না।

অনুষ্ঠানে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. আব্দুল মজিদ বলেন, ‘তনু আমাদের একজন মেধাবী শিক্ষার্থী ছিল এবং ভিক্টোরিয়া কলেজ থিয়েটারে সাংস্কৃতিক চর্চায় অনেক এগিয়ে ছিল। তার মেধা ও প্রজ্ঞায় জাতীয়পর্যায়ের বিভিন্ন পুরস্কারও সে এনেছে। তার এই নির্মম হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়ার নয়। আমরা বর্তমান সরকারের কাছে আবেদন জানাব, যত দ্রুত সম্ভব তনু হত্যার সুষ্ঠু বিচার কার্যক্রম সম্পাদন করার জন্য এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য।’

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, আশাকরি অন্তর্বর্তী সরকার দ্রুত এই হত্যা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

ভোর ৫টার দিকে মোহনপুর মডেল টাউনের পাশে সেনাবাহিনীর একটি টহল গাড়িকে পেছন থেকে ট্রাক ধাক্কা দেয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর টহল গাড়ি ও ট্রাক উভয়ই পাশের খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা আট সেনা সদস্য আহত হন

১ ঘণ্টা আগে

ডাকাত দলের সদস্যরা দুটি শিশুর গলায় ছুরি ধরে বাড়িতে থাকা স্বর্ণালংকার, মুঠোফোন ও নগদ টাকা লুটপাট করেছেন বলে পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে

৩ ঘণ্টা আগে

ফরিদপুর সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফ দিয়া লায়েক মাতুব্বরের মেয়ে তাছলিমা বেগমের বিরুদ্ধে নকল ও জাল সার্টিফিকেট বানিয়ে চাকরি করার অভিযোগ উঠেছে

৪ ঘণ্টা আগে

খুলনা মোংলা মহাসড়ক এখন মৃত্যুফাঁদের অপর নাম। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, ঝরছে নিরীহ মানুষের প্রাণ। খানাখন্দ, ভাঙাচোরা সড়ক, অপ্রশস্ত দুই লেন, আর নিয়ন্ত্রণহীন যানবাহন সব মিলিয়ে এ সড়কে সাধারণ মানুষের জীবন যেন হয়ে উঠেছে অনিশ্চিত।

১৮ ঘণ্টা আগে