সড়ক দুর্ঘটনা প্রতিরোধ

শিক্ষার্থীদের সাথে হাইওয়ে পুলিশের সচেতনতামূলক কর্মশালা

প্রতিনিধি
রংপুর ব্যুরো
Thumbnail image
ছবি: সংগৃহীত

দিনাজপুরের চিরিরবন্দর ফতেজংপুর মহাবিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের নিয়ে " রোড সেফটি এবং সড়ক দুর্ঘটনা ' সংক্রান্তে একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়ন এর দশমাইল হাইওয়ে থানার উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি ছাত্র-ছাত্রীদের মাঝে প্রজেক্টর এর মাধ্যমে পাওয়ারপয়েন্ট উপস্থাপনা করেন। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে তিনি দেখান যে সড়ক দুর্ঘটনায় প্রতিবছর বাংলাদেশে গড়ে সাড়ে ৭ হাজার থেকে ৮ হাজার লোক মারা যায়। দুর্ঘটনায় মারা যাওয়া ব্যক্তিদের একটি বড় অংশ তরুণ এবং শিক্ষার্থী। তিনি বলেন যে সড়ক দুর্ঘটনার একটি বড় কারণ হচ্ছে গাড়ির চালকদের যথাযথভাবে ট্রাফিক আইন না মানা, মহাসড়কে অটোরিক্সা চালানো এবং রাস্তা পারাপারে অসাবধানতা, বেপরোয়া গাড়ি চালানো, আইন না মেনে মোটরসাইকেল চালানো সহ বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থী এবং পথচারীদের অসচেতনতা। তিনি শিক্ষার্থীদের সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতন হওয়ার আহবান জানান। তিনি তথ্য প্রদান করেন যে সড়ক দুর্ঘটনার এক তৃতীয়াংশ ঘটে মোটরসাইকেলে এবং মোট নিহত হওয়ার এক তৃতীয়াংশেরও অধিক হচ্ছে মোটরসাইকেল আরোহী। তাই তিনি এই শিক্ষার্থীদের মোটরসাইকেল চালানোতে অধিক সাবধানতা অবলম্বন করার জন্য পরামর্শ দেন।

তরুণ শিক্ষার্থীদের ড্রাইভিং লাইসেন্স না থাকলে এবং ১৮ বছর না হলে মোটরসাইকেল চালনা থেকে বিরত থাকারও আহ্বান জানান। তিনি আরো বলেন দুর্ঘটনা প্রতিরোধে হাইওয়ে পুলিশ মহাসড়কের তৎপর আছে। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না এ কথাটি মনে রেখে তিনি শিক্ষার্থীদের মহাসড়কে এবং রাস্তায় চলাচলের ক্ষেত্রে নিয়ম মেনে চলার জন্য উদ্বুদ্ধ করেন। তিনি ছাত্র-ছাত্রীদেরকে ট্রাফিক আইন সম্পর্কে ব্রিফ করেন। এছাড়াও তিনি শিক্ষার্থীদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য উদ্বুদ্ধ করেন। অতঃপর তিনি ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

অনুষ্ঠানে অন্যান্যদের বক্তব্য দেন দশ মাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক ও কলেজ অধ্যক্ষ বিনয় কুমার রায় ।

অনুষ্ঠানে দুই শতাধিক উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্রছাত্রী এবং শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। উপস্থিত ছাত্রছাত্রীরা এবং শিক্ষকগণ হাইওয়ে পুলিশের এই ধরনের সচেতনতা মূলক কাজ অব্যাহত রাখার অনুরোধ জানান। এসময় নিরাপদ মহাসড়ক তৈরিতে শিক্ষার্থীরা হাইওয়ে পুলিশকে সহযোগিতা করবে এবং ভবিষ্যতে তারা আইন মেনে চলার প্রতিশ্রুতি দেয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

দিনাজপুরের চিরিরবন্দর ফতেজংপুর মহাবিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের নিয়ে " রোড সেফটি এবং সড়ক দুর্ঘটনা ' সংক্রান্তে একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

৮ ঘণ্টা আগে

রংপুরের গংগাচড়ায় গৃহবধু সালেহা হত্যা মামলায় একজনের যাবজ্জীবন, এক জনের ১ বছর ও তিনজনের ৬ মাসের কারাদন্ড দিয়েছে আদালত।

৮ ঘণ্টা আগে

কণ্ঠশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের রিমান্ড শুনানিকে কেন্দ্র করে ঢাকার নিম্ন আদালতে বিভিন্ন গণমাধ্যমে কাজ করা সাংবাদিকদের ওপর চড়াও হয়ে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন বিএনপিপন্থি কয়েকজন আইনজীবী।

৮ ঘণ্টা আগে

জুলাই-আগষ্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত পরিবারের মাঝে সরকার কর্তৃক আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।

৮ ঘণ্টা আগে