ঘিওরে অগ্নিকাণ্ডে ১৪ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

প্রতিনিধি
মানিকগঞ্জ
Thumbnail image
ছবি: প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪টি দোকান পুড়ে গেছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, এতে তাঁদের প্রায় ২ থেকে ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বুধবার (২ জুলাই) রাত ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা জানান, হঠাৎ করে একটি দোকান থেকে ধোঁয়া বের হতে দেখে তাঁরা চিৎকার শুরু করেন। এরপরই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘিওর ফায়ার সার্ভিসের একটি দল রাত সাড়ে ১০টায় ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টা চেষ্টার পর রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘিওর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শফিকুল ইসলাম বলেন, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দোকানগুলো ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত এবং কাঠ-টিনের তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে ১১টি কাপড়ের দোকান ও ৩টি স্বর্ণের দোকান। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে খান মার্কেটের ৯টি দোকানের মধ্যে ৮টি কাপড়ের ও ১টি স্বর্ণের, এলাদত খান মার্কেটের চারটি দোকানের মধ্যে ৩টি কাপড়ের ও ১টি স্বর্ণের এবং সায়েদুর মার্কেটের একটি স্বর্ণের দোকান রয়েছে।

খান মার্কেটের মালিক আব্দুল লতিফ খানের ছেলে বাবু খান বলেন, “তিনটি মার্কেটে আমাদের প্রায় ২ থেকে ৩ কোটি টাকার মালামাল পুড়ে গেছে। ঈদের পর প্রচুর মালামাল মজুত ছিল, কিছুই বাঁচানো যায়নি।”

ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাবে প্রায় ২০ লাখ টাকার ক্ষতির কথা বলা হলেও ব্যবসায়ীদের দাবি, বাস্তবে ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে গেছে।

আগুন লাগার সময় আশপাশের কিছু দোকান থেকে প্রায় কোটি টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন। তাঁরা বলেন, বাজারে অগ্নিনির্বাপক কোনো ব্যবস্থা নেই। পুরনো ও ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সংযোগ এবং সচেতনতার অভাবেই এই দুর্ঘটনা ঘটেছে।

মানিকগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করার জন্য আমরা ফর্ম পাঠিয়েছি। ঘিওরের ইউএনওকে ফর্ম পূরণ করে পাঠাতে বলা হয়েছে। যাদের ঘর পুড়ে গেছে তাদের ঘরসহ আর্থিক সহায়তা করা হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

দুর্যোগ নিয়ে আরও পড়ুন

খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায় ২০২৪-২০২৫ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন প্রতিষ্ঠানে ফলদ গাছের চারা বিতরণের এক অনন্য উদ্যোগ গ্রহণ পরবর্তী বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

৩ ঘণ্টা আগে

কেন্দ্রীয় বিএনপি'র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

৩ ঘণ্টা আগে

প্রধান অতিথির বক্তব্যে অনিমেষ চাকমা রিংকু বলেন,৫ আগস্টের পর খাগড়াছড়িতে বিএনপিকে নিয়ে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। বসন্তের কোকিলদের দেখা যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে ঘাপটি মেরে থাকা একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে।

৩ ঘণ্টা আগে

২০ বছর ধরে বরিশাল জিলা স্কুলের জমিতে অবৈধ দখলদার উচ্ছেদ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে জেলা প্রশাসকের হস্তক্ষেপে এবং স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে বরিশাল সিটি করপোরেশনের সহযোগিতায় অবৈধ দখলদার উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়।

৩ ঘণ্টা আগে