রংপুরে সাঁতার প্রতিযোগিতা ও মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

প্রতিনিধি
রংপুর ব্যুরো
Thumbnail image

রংপুরে সাঁতার প্রতিযোগিতা ও মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচীর আওতায় বৃহস্পতিবার (৮ মে) সকালে রংপুর স্টেডিয়াম সংলগ্ন সুইমিং কমপ্লেক্সে প্রতিযোগিতার উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম, জেলা ক্রীড়া কর্মকর্তা মাসুদ রানাসহ অন্যরা। জেলা ক্রীড়া কার্যালয়ের আয়োজনে এ প্রতিযোগিতায় বুক সাঁতার, পিঠ সাঁতার, প্রজাপতি সাঁতার, মুক্ত সাঁতারসহ ১১টি ইভেন্টে ৯০ জন প্রতিযোগি অংশ নেন।

রংপুর জেলা ক্রীড়া কর্মকর্তা মাসুদ রানা বলেন, প্রশিক্ষণের জন্য ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণিতে পড়ুয়া জেলা-উপজেলার শিক্ষার্থীদের বাছাই করা হচ্ছে। তাদের মাসব্যাপী বিভিন্ন ধরনের সাঁতার প্রশিক্ষণ দেয়া হবে। তারা যেন রংপুরের হয়ে জাতীয় পর্যায়ে সাঁতার প্রতিযোগিতায় অংশ নিতে পারে সেভাবে তাদের প্রশিক্ষিত করা হবে। প্রশিক্ষণপ্রাপ্তরা তাদের এলাকার পরিচিতজনদের সাঁতার শেখাতে পারবে।

জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, সুস্থ্য থাকতে সাঁতার একটি গুরুত্বপূর্ণ ব্যায়াম। আসন্ন বর্ষায় প্রায় সময় নদীতে, পুকুরে ডুবে শিক্ষার্থীসহ নানা বয়সী মানুষের মৃত্যু হয়। তাই শিক্ষার্থীসহ নানা বয়সী মানুষকে সাঁতার প্রশিক্ষণ দেয়া গেলে পানিতে ডুবে মৃত্যুর সংখ্যা কমবে। সাঁতার প্রতিযোগিতা ও প্রশিক্ষণ একটি সময়পোযোগি উদ্যোগ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন