জাতীয় পর্যায়ে স্বর্ণপদক পেলেন ভোলার পিংকি

প্রতিনিধি
ভোলা
Thumbnail image
ছবি: প্রতিনিধি

ভোলার চরফ্যাশন উপজেলার নারী উদ্যোক্তা পিংকি বেগম জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ নারী উদ্যোক্তা হিসেবে স্বর্ণপদক ও ৫০ হাজার টাকা পুরস্কার অর্জন করেছেন।

প্রাণিসম্পদ উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ঢাকার বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে এই সম্মাননা প্রদান করা হয়। পুরস্কার তুলে দেন মন্ত্রণালয়ের পরিকল্পনা উপদেষ্টা ফরিদা আখতার।

চরফ্যাশনের আবুবকরপুর ইউনিয়নের তরুণ উদ্যোক্তা পিংকি বেগম দীর্ঘদিন ধরে পশুপালন, খামার পরিচালনা, প্রশিক্ষণ কার্যক্রম এবং স্থানীয় নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাঁর উল্লেখযোগ্য অবদান বিবেচনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ উপলক্ষে তাঁকে এই স্বর্ণপদকে ভূষিত করা হয়।

সোমবার (১ ডিসেম্বর) চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে আয়োজিত “প্রাণিসম্পদের টেকসই উন্নয়নে তরুণ নারী উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনের ভাবনা” শীর্ষক মতবিনিময় সভায় পিংকি বেগমকে আনুষ্ঠানিকভাবে পদকটি প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাজন আলী এবং প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম খান।

ডা. রফিকুল ইসলাম খান পিংকির উদ্যোক্তা যাত্রাকে দেশের নারীদের জন্য অনুসরণযোগ্য উদাহরণ হিসেবে উল্লেখ করে বলেন, তাঁর সাফল্য চরফ্যাশনসহ দেশের সর্বত্র নারী উদ্যোক্তা তৈরিতে অনুপ্রেরণা যোগাবে।

পিংকি বেগম বলেন, উদ্যোক্তা হওয়ার পথ অনেক চ্যালেঞ্জপূর্ণ ছিল। নানা সীমাবদ্ধতা ও বাধা অতিক্রম করে আজকের অবস্থানে পৌঁছেছি। এই স্বর্ণপদক শুধু তাঁর নয়, চরফ্যাশনের সমস্ত নারীর প্রাপ্য সম্মান। ভবিষ্যতে খামার সম্প্রসারণ, নারী প্রশিক্ষণ এবং প্রযুক্তিনির্ভর প্রাণিসম্পদ ব্যবস্থাপনায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা, স্থানীয় প্রশাসন, উদ্যোক্তা, কৃষকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে এবারও সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন ৪৮ জন শিক্ষার্থী। রোববার (১৪ ডিসেম্বর) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হলে এ সাফল্যের তথ্য নিশ্চিত হয়। উত্তীর্ণদের মধ্যে ১২ জন ছাত্র ও ৩৩ জন ছাত্রী রয়েছেন। কলেজ কর্তৃপক্ষের ধারণা, যোগাযো

৪ ঘণ্টা আগে

নীলফামারীর সৈয়দপুরে রবিবার (১৪ ডিসেম্বর) যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। দিবসটির মূল আয়োজন করেন উপজেলা প্রশাসন।

১৯ ঘণ্টা আগে

রাজশাহী বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. মোঃ জিল্লুর রহমান শনিবার (১৩ ডিসেম্বর) রাত ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে নগরীর সাহেব বাজার, কাজলা, বন্ধগেট, লক্ষীপুরসহ বিভিন্ন এলাকায় অননুমোদিত ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ এবং ফুট

২০ ঘণ্টা আগে

সাতক্ষীরায় জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভায় শহরের যানজট নিরসন, বাস টার্মিনাল বাইপাস এলাকায় স্থানান্তর এবং অবৈধ ইজিবাইক ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল বন্ধে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

২১ ঘণ্টা আগে