বাঘাইহাটে বিজিবির ৫০ টন খাদ্যশষ্য বিতরণ

প্রতিনিধি
খাগড়াছড়ি
Thumbnail image

খাগড়াছড়ি সেনা রিজিয়নের আওতাধীন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম বাঘাইহাট এলাকায় বিভিন্ন জাতিগোষ্ঠীর আড়াই হাজার পরিবারের মাঝে ৫০ মেট্রিক টন খাদ্যসামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৩ মে) সকালে বাঘাইহাটে বিজিবির ৫৪ ব্যাটালিয়নের সদরদপ্তর চত্বরে প্রশিক্ষণ টিলা মাঠে আয়োজিত মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন বিজিবির চট্টগ্রাম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাৎ মো. শাহরিয়ার ইকবাল। মানবিক সহায়তার অংশ হিসেবে প্রতিটি পরিবারকে দেওয়া হয়েছে ২০ কেজি করে চাল।

এতে অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন ফারুকী।

খাদ্যসামগ্রী পেয়ে খুশি উপকারভোগীরা বিজিবির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,এই চাল আমাদের অনেক উপকারে আসবে। এমন সহায়তা আরও নিয়মিত পেলে অনেক সমস্যার সমাধান হয়। একই সাথে মাচালং বাজার ও সাজেক এলাকায় ৫৪ বিজিবি ও ২৭ বিজিবি মারিশ্যা জোনের উদ্যোগে একযোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বিজিবির চট্টগ্রাম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাৎ মো. শাহরিয়ার ইকবাল বলেন, পার্বত্য এলাকার শান্তি ও স্থিতিশীলতা রক্ষার পাশাপাশি স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবি নিয়মিতভাবে এ ধরনের মানবিক সহায়তা দিয়ে আসছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। একই সাথে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ভারতীয় নাগরিকদের বিএসএফ’র পুশইন নিয়েও কথা বলেন বিজিবি’রর চট্টগ্রাম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাৎ মো. শাহরিয়ার ইকবাল।

তিনি বলেন,খাগড়াছড়ি ছাড়াও রাঙামাটির সাজেকের মিজোরাম সীমান্ত দিয়েও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী পুশইনের চেষ্টা হয়েছে। বেশ কয়েকটি পরিবার মিজোরাম সীমান্ত দিয়ে বাংলাদেশে এসেছে। সব মিলে চট্টগ্রাম বিজিবি রিজিয়নের আওতায় প্রায় ৮০ জনকে ভাতীয় বিএসএফ পুশইন করছে। আমরা তাদের মানবিক সহযোগিতা করেছি।

এখন আমরা যাচাই-বাছাই করছি,পুলিশের সহযোগিতায় পুশইন হওয়া নাগরিকরা কোন দেশে ছিল তা চিহিৃত করার চেষ্টা করেছি। তাদের নিরাপত্তা-খাদ্য সহযোগিতা করেছি।সব প্রশাসন বিজিবি-কে সহযোগিতা করেছে। সীমান্ত অঞ্চলে জোরদার করেছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

ফেনীতে মাদক ও অস্ত্রসহ সাদিয়া আক্তার নামে এক নারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার কাছ থেকে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৪০ বোতল বিদেশী মদ, একটি সুইচ গিয়ার ধারালো ছুরি, একটি চাপাতি, একটি দা ও আরও একটি ছুরি জব্দ করা হয়েছে।

৭ ঘণ্টা আগে

রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা চেস্টা মামলায় জেলা আওয়ামী লীগের সদস্য এবং সাবেক জেলা পরিষদ সদস্য আলতাফ হোসেনকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ।

৮ ঘণ্টা আগে

বিড়ি শিল্পের উপর থেকে শুল্ক ও অগ্রিম আয়কর প্রত্যাহারসহ চার দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন বৃহত্তর রংপুর অঞ্চল।

৮ ঘণ্টা আগে

ময়মনসিংহ নগরের টাউন হল এলাকায় জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী ও সাবেক বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদের পৈতৃক বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

৯ ঘণ্টা আগে