কিশোরগঞ্জে টাইফয়েডের টিকা পাবে সাড়ে ৯ লাখ শিশু

প্রতিনিধি
কিশোরগঞ্জ
Thumbnail image
ছবি: প্রতিনিধি

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষ্যে কিশোরগঞ্জে গণমাধ্যমকর্মীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১২ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এ কার্যক্রমে ৯ মাস থেকে ১৫ বছর বয়সি শিশু-কিশোরদের এক ডোজ টাইফয়েডের টিকা বিনামূল্যে দেওয়া হবে।

মঙ্গলবার ৭ (অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে এই কর্মশালার আয়োজন করে জেলা তথ্য অফিস। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ প্রকল্পের আওতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় জানানো হয়, কিশোরগঞ্জ জেলায় ৯ লাখ ৫৬ হাজার ৭৭৪ জন শিশুকে বিনামূল্যে এই টিকা দেওয়া হবে। এই লক্ষ্যে নিবন্ধন কার্যক্রম চলছে। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী এ জেলায় মাত্র ২ লাখ ৭৯ হাজার ৪০৫ জন শিশুর নিবন্ধন সম্পন্ন হয়েছে। যা মোট শিশুর ২৯.২০ শতাংশ। এর মধ্যে স্কুল মাদ্রাসায় ৪০ শতাংশ এবং কমিউনিটি পর্যায়ে ১০ শতাংশ নিবন্ধিত হয়েছে।

কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। এতে রিসোর্স পারসন হিসেবে গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ এ মু'মেন, ডেপুটি সিভিল সার্জন মো: দিদারুল ইসলাম, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী বক্তব্য দেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মুনিরুল ইসলাম এবং জেলা পর্যায়ের কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো: সাইফুল আলম।

কর্মশালায় টাইফয়েড কীভাবে হয়, স্বাস্থ্যবিধি মেনে চলার গুরুত্ব, পানি ফুটিয়ে খাওয়া—এসব বিষয়ে আলোচনা করা হয় এবং টাইফয়েড টিকা নিবন্ধন ও টিকাদান বিষয়ে ভিডিও উপস্থাপন করা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, অন্যান্য অনেক জেলার তুলনায় কিশোরগঞ্জে নিবন্ধন কম হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সচেতনতা গড়ে তুলতে পারলে এই কয়দিনেই শতভাগ নিবন্ধন সম্পন্ন করা সম্ভব। এর জন্য সংবাদকর্মীদের সহযোগিতা প্রয়োজন। এ সময় তিনি সতর্ক করে বলেন, টিকা দেওয়ার পর সামান্য জ্বর বা অস্বস্তিকে কেন্দ্র করে গুজব ছড়ানো যাবে না। বিশ্বব্যাপী এই টিকা নিরাপদ ও কার্যকর প্রমাণিত হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

দীর্ঘদিন সংস্কার না করায় ও ভারতের শিলিগুড়ি থেকে আমদানি করা পাথর ওয়াগন থেকে ভেকু মেশিন দিয়ে পণ্যবাহী ট্রাকে লোড করার কারণে সৈয়দপুর স্টেশনের পূর্বপাশের লুপ লাইনগুলোর বেহাল দশা হয়ে যায়। এতে প্রায়ই মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হতো। এ কারণে স্থানীয় রেলওয়ে দপ্তর ওই লাইন চলাচলের জন্য অনুপোযোগী ঘোষণা করে

১৫ ঘণ্টা আগে

নিখোঁজ হওয়ার পর ওমর ফারুকের বাবা জসীম উদ্দিনের কাছে একটি নাম্বার থেকে ফোন দিয়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়

১৫ ঘণ্টা আগে

অনুষ্ঠানে শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ইউএনও মো. নুর-ই-আলম সিদ্দিকী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন

১৫ ঘণ্টা আগে

ড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও দুর্ঘটনা কমিয়ে আনা-ই এ কর্মসূচির মূল লক্ষ্য। এজন্য তারা বিভিন্ন পরিবহন চালক, পথচারী, শিক্ষার্থী ও সাধারণ জনগণের হাতে সচেতনতামূলক লিফলেট তুলে দেন

১৬ ঘণ্টা আগে