নীলফামারী
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে, নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ও নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নিঃশর্ত মুক্তির দাবিতে বৃহত্তর রংপুর বিভাগে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো।
রোববার (৪ মে) সকালে নীলফামারীর ডিমলায় উপজেলা বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় ডিমলা উপজেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ডিমলা-শুটিবাড়ী মোড়ে অবস্থিত স্মৃতি অম্লানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি আরিফ-উল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, সদর ইউনিয়ন সভাপতি ডিআর জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সরকার, জিয়া পরিষদের উপজেলা যুগ্ম আহ্বায়ক অধ্যাপক সেলিম জাহাঙ্গীর, উপজেলা মহিলা দলের সভানেত্রী নূর জাহান পারভীন প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, ফখরুদ্দীন-মঈনুদ্দিন সরকারের সময় এবং পরবর্তীতে আওয়ামী সরকারের আমলে দায়ের করা মিথ্যা মামলায় প্রকৌশলী তুহিনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বলেন, দীর্ঘ ১৮ বছর স্বেচ্ছা নির্বাসনে থাকার পর সম্প্রতি দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করেন।
নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তুহিনের নিঃশর্ত মুক্তি নিশ্চিত না হলে বৃহত্তর রংপুর বিভাগে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। তারা আরও জানান, ইতিমধ্যেই আন্দোলনের স্ফুলিঙ্গ জ্বলে উঠেছে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তা থামবে না।
প্রসঙ্গত, গত ২৯ এপ্রিল প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ঢাকার দুটি বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করেন। কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের দুটি মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন সংশ্লিষ্ট আদালতের বিচারকরা।
দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০০৭ সালে গুলশান থানায় এই দুটি মামলা দায়ের করে। কর ফাঁকির মামলায় তাকে ২০০৮ সালে আট বছরের সশ্রম কারাদণ্ড (যা একত্রে পাঁচ বছর হিসেবে গণ্য) এবং অবৈধ সম্পদের মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে আদালত।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে, নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ও নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নিঃশর্ত মুক্তির দাবিতে বৃহত্তর রংপুর বিভাগে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো।
রোববার (৪ মে) সকালে নীলফামারীর ডিমলায় উপজেলা বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় ডিমলা উপজেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ডিমলা-শুটিবাড়ী মোড়ে অবস্থিত স্মৃতি অম্লানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি আরিফ-উল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, সদর ইউনিয়ন সভাপতি ডিআর জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সরকার, জিয়া পরিষদের উপজেলা যুগ্ম আহ্বায়ক অধ্যাপক সেলিম জাহাঙ্গীর, উপজেলা মহিলা দলের সভানেত্রী নূর জাহান পারভীন প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, ফখরুদ্দীন-মঈনুদ্দিন সরকারের সময় এবং পরবর্তীতে আওয়ামী সরকারের আমলে দায়ের করা মিথ্যা মামলায় প্রকৌশলী তুহিনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বলেন, দীর্ঘ ১৮ বছর স্বেচ্ছা নির্বাসনে থাকার পর সম্প্রতি দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করেন।
নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তুহিনের নিঃশর্ত মুক্তি নিশ্চিত না হলে বৃহত্তর রংপুর বিভাগে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। তারা আরও জানান, ইতিমধ্যেই আন্দোলনের স্ফুলিঙ্গ জ্বলে উঠেছে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তা থামবে না।
প্রসঙ্গত, গত ২৯ এপ্রিল প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ঢাকার দুটি বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করেন। কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের দুটি মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন সংশ্লিষ্ট আদালতের বিচারকরা।
দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০০৭ সালে গুলশান থানায় এই দুটি মামলা দায়ের করে। কর ফাঁকির মামলায় তাকে ২০০৮ সালে আট বছরের সশ্রম কারাদণ্ড (যা একত্রে পাঁচ বছর হিসেবে গণ্য) এবং অবৈধ সম্পদের মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে আদালত।
সভা শেষে অংশগ্রহণকারীরা শিক্ষকদের মর্যাদা ও নৈতিক মূল্যবোধ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন
৪০ মিনিট আগেসকালে কালোমেঘে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় প্রকৃতি। বৃষ্টির সঙ্গে সঙ্গে হঠাৎ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে টিনশেড ও আধা-পাকা ঘরবাড়ি, গাছপালা ভেঙে পড়ে। অল্প সময়ের এই ঝড়ে দুই ইউনিয়নের প্রায় ১২ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। আহত হয়েছে অন্তত ৫ জন
১ ঘণ্টা আগেবৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এতে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে
২ ঘণ্টা আগেশিক্ষকরা শিক্ষা বাদে যখন অন্য কিছুতে জড়িত হয় তখন মর্যাদার সংকট তৈরি হয়। শিক্ষকদের নৈতিক শিক্ষা গ্রহণ করে চলতে হবে তবেই চব্বিশ পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব
২ ঘণ্টা আগেসভা শেষে অংশগ্রহণকারীরা শিক্ষকদের মর্যাদা ও নৈতিক মূল্যবোধ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন
সকালে কালোমেঘে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় প্রকৃতি। বৃষ্টির সঙ্গে সঙ্গে হঠাৎ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে টিনশেড ও আধা-পাকা ঘরবাড়ি, গাছপালা ভেঙে পড়ে। অল্প সময়ের এই ঝড়ে দুই ইউনিয়নের প্রায় ১২ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। আহত হয়েছে অন্তত ৫ জন
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এতে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে
শিক্ষকরা শিক্ষা বাদে যখন অন্য কিছুতে জড়িত হয় তখন মর্যাদার সংকট তৈরি হয়। শিক্ষকদের নৈতিক শিক্ষা গ্রহণ করে চলতে হবে তবেই চব্বিশ পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব