মোংলা বন্দরে ৫ কোটি টাকার অবৈধ সিগারেট জব্দ

প্রতিনিধি
বাগেরহাট
Thumbnail image

মোংলা বন্দর থেকে ৭৮ লাখ বিদেশি সিগারেট শলাকা জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। ঘোষণায় অন্য পণ্য থাকলেও শুল্ক ফাঁকি দিতে আনা হয়েছে অরিস ব্রান্ডের সিগারেট। এতে সরকারের প্রায় ৫ কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে মোংলা কাস্টমস। মঙ্গলবার রাতে এসব জব্দ করা হয়।

বুধবার (১৪মে) সকালে বিষয়টি নিশ্চিত করে মংলা কাস্টমস কর্তৃপক্ষ।

কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের শুল্ক ফাঁকির ঘটনা দেশের রাজস্ব আয়ে বড় ধরনের প্রভাব ফেলছে এবং এটি অবৈধ সিগারেট বাজারের বিস্তারে সহায়ক হচ্ছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কাস্টমস আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, বাংলাদেশে বিদেশি সিগারেট আমদানির ক্ষেত্রে প্রায় ৬০০% শুল্ক আরোপিত রয়েছে, যা অনেক সময় অসাধু ব্যবসায়ীদের শুল্ক ফাঁকির দিকে প্রলুব্ধ করে। এছাড়া, দেশে বৈধভাবে বিদেশি সিগারেট আমদানির অনুমতি না থাকায় এই ধরনের পণ্য বাজারে ছড়িয়ে পড়ছে অবৈধ পথে।

মংলা কাস্টমসের কমিশনার ম. সফিউজ্জামান জানান, আমরা কন্টেইনার খুলে অরিস সিলভার ব্র্যান্ডের সিগারেট পেয়েছি। যেগুলো মিথ্যা ঘোষণার মাধ্যমে আনা হয়েছে। তাদের ঘোষণা মোতাবেক রিবন ছিল। শুল্ক ফাঁকি দিতে মিথ্যা ঘোষণা দিয়ে তারা এগুলো আমদানি করেছে। আমরা শিপিং এজেন্টকে ইমপোর্টারের ডিটেইলস তথ্য দিতে বলেছি। পরবর্তীতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

কোন ধরনের তদবির ও ঘুষ ছাড়া কেবল শারীরিক ও মেধার যোগ্যতা ভিত্তিতে মাত্র ১২০ টাকায় খাগড়াছড়িতে পুলিশ কনস্টেবল পদে ৯ জন প্রার্থী নিয়োগ পেয়েছেন।

২ মিনিট আগে

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রোস্তম আলী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের নতুন এডহক কমিটি গঠন নিয়ে বিক্ষোভ করেছে এলাকাবাসী। এ সময় নতুন কমিটির সভাপতির বিরুদ্ধে নানা কুরচিকর অভিযোগ করেন তারা। একইসঙ্গে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করে কক্ষে তালা ঝুলিয়ে দেন বিক্ষুব্ধ এলাকাবাসী।

৮ মিনিট আগে

সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১৬ জনকে আটক করেছে বিজিবি।

১৬ মিনিট আগে

শ্বশুরকে হত্যার দায়ে জামাই ও তার ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় জামাতা ও তার ভাই আদালতে উপস্থিত ছিলেন।

৩৭ মিনিট আগে