পোষা বিড়াল পংকির খোঁজে থানায় জিডি, পোস্টারে পুরস্কার ঘোষণা

প্রতিনিধি
জামালপুর
Thumbnail image
ছবি: প্রতিনিধি

জামালপুর শহরে ‘পংকি’ নামের একটি আদরের পোষা বিড়াল হারিয়ে গেছে। এ ঘটনায় বিড়ালের মালিক মানসিকভাবে ভেঙে পড়েছেন। প্রিয় পোষ্যটিকে ফিরে পেতে তিনি শহরের বিভিন্ন স্থানে পোস্টার লাগানো, মাইকিং, থানায় সাধারণ ডায়েরি (জিডি) করাসহ নানা উদ্যোগ নিয়েছেন। পাশাপাশি সন্ধানদাতার জন্য পুরস্কারও ঘোষণা করেছেন।

জানা গেছে, গত ১২ জুন রাত আনুমানিক ১টার দিকে জামালপুর শহরের বসাকপাড়া এলাকার রাজিব বাস কাউন্টার এলাকা থেকে বিড়ালটি হারিয়ে যায়। এরপর থেকেই মালিক পক্ষ নানা প্রচারণা চালাচ্ছে পংকিকে খুঁজে পাওয়ার জন্য। শহরের দেয়ালজুড়ে লাগানো হয়েছে পোষা বিড়াল হারানোর পোস্টার, চালানো হচ্ছে মাইকিং, এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করা হচ্ছে বিড়ালটির ছবি ও তথ্য। জামালপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে।

185022cd-2457-46f0-a92b-d8a9cd146e44

হারিয়ে যাওয়া বিড়ালটির বিষয়ে তার মালিকের ভাগ্নী আলিয়া আক্তার নিনা জানান, “গত ১২ই জুন রাতে আমাদের পোষা বিড়াল ‘পংকি’ বসাকপাড়া রাজিব বাস কাউন্টার এলাকা থেকে হারিয়ে যায়। এটি আমার খালামণির খুব আদরের পোষা প্রাণী। হারিয়ে যাওয়ার পর থেকে তিনি খুব অসুস্থ হয়ে পড়েছেন। আমরা পোস্টার টানানো, মাইকিং এবং থানায় জিডি করেছি। জামালপুরের কোনো ভাইয়া আপু যদি বিড়ালটিকে দেখে থাকেন, দয়া করে যোগাযোগ করবেন।”

বিড়ালটির মালিক পক্ষ জানিয়েছে, যদি কেউ পংকির সঠিক অবস্থান জানাতে পারেন কিংবা উদ্ধার করে ফিরিয়ে দিতে পারেন, তাহলে তাকে পুরস্কৃত করা হবে।

এদিকে বিড়ালটি ফিরে পেতে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজ ও গ্রুপেও ছবি ও তথ্য শেয়ার করা হচ্ছে। পোষা প্রাণীর প্রতি এমন ভালোবাসা ও উদ্যোগ অনেকের নজর কেড়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

বালুভর্তি বাল্কহেডের ধাক্কায় একটি ব্রিজ ভেঙে খালের মধ্যে পরে গেছে। এতে কয়েকটি গ্রামের মানুষের চলাচল গত দুইদিন ধরে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। পাশাপাশি বরিশাল শহরের সাথে যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

৮ ঘণ্টা আগে

অভিযোগ করে প্রতিকার না পেয়ে তারা ফসলি জমি রক্ষার দাবিতে মানববন্ধনে অংশ নিতে যাওয়ার পথে কৃষকদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও ককটেলের বিস্ফোরণ করা হয়। এতে চারজন কৃষক আহত হন

১ দিন আগে

ঘোষণা অনুযায়ী, আগামী শুক্র ও শনিবার অবরোধ কর্মসূচি স্থগিত থাকবে। দাবি আদায় না হলে রোববার ভোর ৬ টা থেকে দাবি না মানা পর্যন্ত লাগাতার অবরোধ চলবে

১ দিন আগে

দুর্নীতিকে না বলতে হবে সব পর্যায় থেকে। শিক্ষা জীবন থেকে এর চর্চা শুরু করতে হবে। শিক্ষা জীবনে যদি একজন শিক্ষার্থী দুর্নীতি প্রতিরোধের চেতনা ধারণ করতে পারেন তাহলে ভবিষ্যতে কখনো সে দুর্নীতিতে জড়াবে না

১ দিন আগে