সবার সহায়তা চায় মস্তিষ্কের বিরল রোগে আক্রান্ত সেই সাইফুল!

প্রতিনিধি
পঞ্চগড়
Thumbnail image
ফাইল ছবি

সমাজে ঘটে যাওয়া নানা অসঙ্গতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ও জনতাকে সচেতন করতে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যেতেন এক ডানপিটে তরুণ। এইতো কয়েক মাস আগে শান্তির বার্তা নিয়ে কুমিল্লায় ছুটে আসেন।"তুচ্ছ ঘটনায় হানাহানি ও খুনোখুনি নয়, আসুন মানুষকে ভালোবাসি" এমন লেখা সংবলিত ফেস্টুন নিয়ে মাথা-হাতে ব্যান্ডেজ লাগিয়ে কুমিল্লা টাউন হলের সামনে দাঁড়িয়ে অন্যায়ের প্রতিবাদ ও সচেতনতার বার্তা দিয়েছেন। যা ব্যাপক প্রশংসার জন্ম দেয়।

কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ও সন্তানদেরকে কীভাবে কিশোর অপরাধ থেকে দূরে রাখা যায় সেজন্য সচেতনতার বার্তা নিয়ে গত রোজার মাসে সিরাজগঞ্জ শহরে এসে প্রচারণা চালান এই যুবক। শুধু তাই নয়, মাদক, দুর্নীতি, কুসংস্কার, গুজব ও প্রশ্নফাঁসের বিরুদ্ধে নানা সময়ে দেশের নানা প্রান্তে গিয়ে নানান রকমের প্রতিবাদ ও জনসচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করেন এই তরুণ।

নিজ বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) অচলাবস্থা নিরসনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে অবস্থান করাসহ ঢাকায় একক মানববন্ধনও করেন। প্রাকৃতিক দুর্যোগ ও করোনা কালীন সময়সহ নানা সময়ে ছিন্নমূল মানুষদের সাহায্যেও নিজেকে বিলিয়ে দিয়েছেন।

বলছি পঞ্চগড়ের তরুণ সমাজকর্মী সাইফুল ইসলামের কথা। যে কি না গত ৪ মাস ধরে মস্তিষ্কের রোগে ভুগছেন। দিনাজপুরে নিউরোলজি বিশেষজ্ঞের কাছে চিকিৎসা নিয়ে কোন ফল না পাওয়ায় ঢাকায় বেশ কয়েকজন খ্যাতনামা নিউরোলজি বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে চিকিৎসা নিয়েও হতাশ হন সাইফুল। রোগ থেকে মুক্তি হওয়ার পরিবর্তে নতুন নতুন রোগে আক্রান্ত হচ্ছেন। এরমধ্যেই তার শরীরে দেখা দিয়েছে নতুন সমস্যা। সাইফুলের বাম হাত ও বাম পা অবশ হয়ে যাচ্ছে। নিজে থেকে এখন আর হাটতে পারছেন না। হাঁটাচলা, গোসল খাওয়া দাওয়াসহ প্রয়োজনীয় সব কাজকর্ম করতে নিতে হচ্ছে অন্যজনের সহায়তা। তার বর্তমান ব্যাথা ও অবশভাব শরীরের ডান অংশেও ছড়িয়ে পড়েছে।

ঢাকায় বিশেষায়িত হাসপাতালে নিউরোলজি বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে ও ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে চিকিৎসা নিয়েও সুস্থ না হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন সাইফুলের পরিবার। চিকিৎসকদের ধারণা সাইফুল মস্তিষ্কের বিরল এমএস রোগে আক্রান্ত হয়ে থাকতে পারেন। এই অবস্থায় সাইফুলের আরও উন্নত চিকিৎসা দরকার বলে জানিয়েছেন চিকিৎসক। এই জন্য দ্রুত তাকে উন্নত দেশে বা সিঙ্গাপুর নিউরোসায়েন্সেস হাসপাতালে গিয়ে উন্নত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিদেশে উন্নত চিকিৎসার জন্য প্রায় ১৫ লাখ টাকার দরকার। তার গরীব কৃষক বাবার পক্ষে এত টাকা জোগাড় করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। এমতাবস্থায় সাইফুল ও তার পরিবার রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া ও সহায়তা চেয়েছেন।

সাইফুলের বাবা আবদুল মজিদ বলেন, অনেক দিন থেকে তার মাথা ব্যাথা। তার বাম পাশের হাত ও পা অবশ হয়ে গেছে। ঢাকায় অনেক বড় বড় ডাক্তার দেখিয়েছে। কোন উন্নতি হয় নি। তার চিকিৎসার পিছনে অনেক টাকা খরচ হয়েছে। এখন আমরা প্রায় নি:স্ব। দেশবাসীর কাছে দোয়া ও সহায়তা কামনা করছি।

স্থানীয় সাংবাদিক মোশাররফ হোসেন বলেন, অনেকদিন ধরে সমাজের মানুষের জন্য কাজ করে আসছেন এই তরুণ। গুজব, প্রশ্নফাঁস, কিশোর অপরাধ, দুর্নীতিসহ সমাজের নানা অসঙ্গতির বিরুদ্ধে দেশব্যাপী কাজ করে আসছেন সাইফুল। সে মস্তিষ্কের জটিল রোগে আক্রান্ত। এমন একজন ভালো মানুষকে আমরা হারাতে চাই না। তার পাশে দাঁড়াতে সমাজের হৃদয়বান মানুষদের এগিয়ে আসার অনুরোধ করছি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

অভিযোগ করে প্রতিকার না পেয়ে তারা ফসলি জমি রক্ষার দাবিতে মানববন্ধনে অংশ নিতে যাওয়ার পথে কৃষকদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও ককটেলের বিস্ফোরণ করা হয়। এতে চারজন কৃষক আহত হন

১৬ ঘণ্টা আগে

ঘোষণা অনুযায়ী, আগামী শুক্র ও শনিবার অবরোধ কর্মসূচি স্থগিত থাকবে। দাবি আদায় না হলে রোববার ভোর ৬ টা থেকে দাবি না মানা পর্যন্ত লাগাতার অবরোধ চলবে

১৬ ঘণ্টা আগে

দুর্নীতিকে না বলতে হবে সব পর্যায় থেকে। শিক্ষা জীবন থেকে এর চর্চা শুরু করতে হবে। শিক্ষা জীবনে যদি একজন শিক্ষার্থী দুর্নীতি প্রতিরোধের চেতনা ধারণ করতে পারেন তাহলে ভবিষ্যতে কখনো সে দুর্নীতিতে জড়াবে না

১৬ ঘণ্টা আগে

চন্দনবাড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তইবুর রহমান ২০২৫-২৬ অর্থবছরে উপকারভোগীদের মধ্যে ভালনারেবল উইম্যান বেনিফিট ভিডাব্লিউবি কার্ড বিতরণে ব্যাপক অনিয়ম, জালিয়াত ও দুর্নীতি করেছেন। সচ্ছল ও অনেক সম্পদশালী ব্যক্তিরা কার্ড পেয়েছেন। প্রতিকার্ডে ৭ হাজার টাকা পর্যন্ত নিয়েছেন তিনি

১৭ ঘণ্টা আগে