রংপুরে হিন্দু পল্লীতে হামলার ঘটনায় গ্রেফতার পাঁচজন ২ দিনের রিমান্ডে

প্রতিনিধি
রংপুর ব্যুরো
Thumbnail image
ছবি: প্রতিনিধি

রংপুরে হিন্দু পল্লীতে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় গ্রেফতার পাঁচজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে রিমান্ড আবেদনের শুনানি গঙ্গাচড়া আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কৃষ্ণ কমল রায় আসামি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সিংগেরগাড়ি মাঝাপাড়া গ্রামের ইয়াছিন আলী (২৫), মাগুড়া শ্রীপাড়ার স্বাধীন মিয়া (২৮), দক্ষিণ চাঁদখানা মায়াপাড়ার আশরাফুল ইসলাম (২৮), উত্তর সিংগেরগাড়ি পাঠানপাড়ার এস এম আতিকুর রহমান খান আতিক (২৮) ও দক্ষিণ সিংগেরগাড়ি চওড়াপাড়ার সাদ্দাম হোসেন সেলিমের (২২) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গতকাল বুধবার গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান আদালতে পাঁচদিনের রিমান্ড আবেদন করেন। এ তথ্য নিশ্চিত করেছেন কোর্ট পরিদর্শক আমিনুল ইসলাম।

বাদীপক্ষের আইনজীবী পলাশ কান্তি নাগ জানান, গঙ্গাচড়ার হিন্দুপল্লীতে হামলার ঘটনায় গ্রেফতার পাঁচ আসামিকে আদালতে তোলা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

উল্লেখ্য, ছয়আনি গ্রামের সুজন চন্দ্রের ছেলে রঞ্জন রায়ের নামে ফেসবুকে মহানবীর ব্যঙ্গচিত্র তৈরী ও অশালীন মন্তব্য লিখে একাধিকবার পোস্ট করা হয়। বিষয়টি ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়। ২৬ জুলাই রঞ্জনকে গ্রেফতার করে পুলিশ। গত ২৭ জুলাই কিশোরগঞ্জ সিঙ্গেরগাড়ি থেকে একটি মিছিল ছয়আনি গ্রামে এসে হিন্দুপরিবারের ১৬টি বাড়ি ভাঙচুর, লুটপাট করে। পরে পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় এক ভুক্তভোগী রবীন্দ্রনাথ বাদী হয়ে গঙ্গাচড়া থানায় গত মঙ্গলবার (২৯ জুলাই) রাতে অজ্ঞাতনামা ১ হাজার ২শ' জনকে আসামি করে মামলা করেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক লিটন সিকদার লিটুকে (৪২) কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১ আগস্ট) মহানগরীর এয়ারপোর্ট থানায় ৪০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন নিহত লিটুর বোন আহত মুন্নি সিকদার।

২ ঘণ্টা আগে

“অর্থনৈতিক মুক্তি ছাড়া নারীর প্রকৃত ক্ষমতায়ন সম্ভব নয়” এই বিশ্বাসকে সামনে রেখে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এবার সরাসরি দরিদ্র নারীদের জীবিকা উন্নয়নে উদ্যোগ নিয়েছে।

৪ ঘণ্টা আগে

ভারতের শিলিগুড়ি থেকে আটক এক বাংলাদেশি তরুণীকে আনুষ্ঠানিকভাবে পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। একই সময়ে দুই সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৯ জনকে অবৈধ ভাবে পুশইন করেছে তারা।

৫ ঘণ্টা আগে

মোংলা থেকে রামপালকে বিচ্ছিন্ন করার চেষ্টা করলে বন্দরকে অচল করে দেয়া হবে বলে অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনকে সতর্ক করেছে মোংলা উপজেলা বিএনপি ৷

৫ ঘণ্টা আগে