বোদায় দুর্গাপূজা সুষ্ঠু ভাবে উৎযাপন উপলক্ষে প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা

প্রতিনিধি
পঞ্চগড়
Thumbnail image
ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ের বোদায় উপজেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভা এলাকার পূজামণ্ডপগুলোর নেতারা, সনাতন ধর্মের নেতারা, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতারা, জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও সাংবাদিক নেতাদের অংশগ্রহণে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা লুৎফুল কবীর, বাংলাদেশ সেনাবাহিনীর বোদা ক্যাম্প কমাণ্ডার লেফটেন্যান্ট তাওসিফ আহমেদ, অফিসার ইনচার্জ (ওসি) আজিমউদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা রাশেদুন্নবী, প্রাণিসম্পদ কর্মকর্তা ফরহাদ হোসেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অন্ন প্রসাদ রায়, সাধারণ সম্পাদক মানিক চন্দ্র রায়, সহ বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

সভায় বক্তারা দুর্গাপূজাকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এ বছর বোদা উপজেলার মোট ৯৩টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসব মুখরভাবে উদযাপনের লক্ষ্যে সভায় কতিপয় সিদ্ধান্ত গৃহীত হয়।

উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম বলেন, দুর্গাপূজা নির্বিঘ্নে পালনে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে, বিশৃঙ্খলা করা যাবেনা। প্রশাসনের নিরাপত্তা বাহিনীর পাশাপাশি আনসার গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবীরা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

মা ও নবজাতকরা বর্তমানে সুস্থ আছেন এবং হাসপাতালের পর্যবেক্ষণে রয়েছেন

১২ ঘণ্টা আগে

র্তমানে তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তবে তিস্তার পানি দ্রুত সরে যাচ্ছে। এর ফলে গঙ্গাচড়ায় বন্যার অবস্থা উন্নতি হচ্ছে এবং ভাটি এলাকা কাউনিয়ার কিছু নিম্নাঞ্চল নতুন করে প্লাবিত হচ্ছে

১২ ঘণ্টা আগে

প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এতে নদীর পানি দূষিত হচ্ছে, পাশাপাশি সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে

১২ ঘণ্টা আগে

আগামী ১২ অক্টোবর থেকে মাসব্যাপী জেলায় টাইফয়েড টিকাদান কার্যক্রম শুরু হবে। এই ক্যাম্পেইনের মাধ্যমে জেলার সকল শিশুদের টিকার আওতায় আনার লক্ষ্যে স্বাস্থ্য বিভাগ, স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সংস্থা যৌথভাবে কাজ করবে

১২ ঘণ্টা আগে