কক্সবাজারে সাগরের খাজানা

৩২ কেজির পোপা মাছ, দাম উঠল সাত লাখ টাকা

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

সেন্ট মার্টিন দ্বীপের সমুদ্রজলে মৎস্যজীবীদের মধ্যে রোমাঞ্চের সৃষ্টি করেছে এক বিরল প্রজাতির বিশাল পোপা মাছ। কক্সবাজারের সেন্ট মার্টিনের পশ্চিমপাড়ার জলরাশিতে ট্রলার মালিক আবদুল গণির জালে শনিবার (২২ নভেম্বর) সকালে ধরা পড়েছে এই মাছ, যার ওজন ৩২ কেজি ৮০০ গ্রাম। স্থানীয় বাজারে মাছটির দাম হাঁকানো হয়েছে প্রায় সাড়ে সাত লাখ টাকা।

আবদুল গণি জানিয়েছেন, শুক্রবার (২১ নভেম্বর) রাতে আট মাঝিমাল্লা নিয়ে তারা সমুদ্রে যান। পূর্ব-পাশের অংশে ‘লাক্ষা জাল’ ফেলার সময় ভোরে জাল তোলা হলে ধরা পড়ে একটি বড় পোপা মাছ এবং একটি মাঝারি আকারের লাল পোয়া। মাছ দুটো পরে সেন্ট মার্টিন জেটির ফিশারিঘাটে আনা হয়। গণি জানান, “যদি কেউ সাত লাখ টাকার বেশি দামে কিনতে চায়, তখন বিক্রি করা হবে।”

স্থানীয়ভাবে ‘কালা পোপা’ নামে পরিচিত এই মাছের আন্তর্জাতিক চাহিদা রয়েছে। মাছটির বায়ুথলি থাইল্যান্ড ও সিঙ্গাপুরে রপ্তানি হয়, যা সার্জিক্যাল সুতা তৈরিতে ব্যবহৃত হয় এবং বিশ্ববাজারে অত্যন্ত মূল্যবান। টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন জানিয়েছেন, পোপা মাছের পেটের বিশেষ অংশ ‘পদনা বা ফুলা’ শুকিয়ে ওষুধ শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়।

গণির জালে আগেও বড় পোপা মাছ ধরা পড়েছে। ২০২২ সালে তার জালে ৬০ কেজির দুটি পোপা মাছ ধরা পড়ে, যা ৮ লাখ টাকায় বিক্রি হয়। ২০১৮ সালে ধরা পড়ে ৩৪ কেজির একটি পোপা, যা ১০ লাখ টাকায় বিক্রি হয়। এছাড়া ২০২০ সালে আরও কয়েকটি পোপা মাছ ধরা পড়ে, যার দাম ছিল ৬ লাখ টাকা।

জেলেরা মনে করছেন, এই বিরল মাছ ধরা সেন্ট মার্টিনের অর্থনৈতিক কর্মকাণ্ডে সরাসরি প্রভাব ফেলে এবং স্থানীয় জেলেদের মধ্যে আশা ও উৎসাহ উদ্রেক করে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

সাতক্ষীরার সুন্দরবনে বনদস্যু ও জলদস্যু দমনে জিরো টলারেন্স অভিযান শুরু করেছে বনবিভাগ। শনিবার (২২ নভেম্বর) ভোর থেকে নৌকা, ট্রলার ও লঞ্চ তল্লাশি করে বনদস্যুতা ও জলদস্যুতার কার্যক্রম বন্ধ করতে উদ্যোগ নেওয়া হয়েছে

১২ ঘণ্টা আগে

বারো বছর ধরে ওমরা হজ পালনের স্বপ্ন দেখেন হাযরা । রোববার (১৬ নভেম্বর) থমকে গেল তার হজ স্বপ্ন, হাযরা আর নেই

১২ ঘণ্টা আগে

মানিকগঞ্জের সাটুরিয়ার মেসার্স মরিয়ম ট্রেডার্স দীর্ঘদিন ধরে সরকারি অনুমোদনবিহীনভাবে সার বিক্রি করছে। দোকানটিতে সরকারি নির্ধারিত দামের চেয়ে বস্তাপ্রতি ৬৫০–৭৫০ টাকা বেশি নেওয়া হচ্ছে। সরকারি কর্মকর্তারা বিষয়টি জানলেও কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হয়নি

১৩ ঘণ্টা আগে

রাজধানীর পুরান ঢাকার ভূমিকম্পে নিহত বাবা-ছেলের শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে লক্ষ্মীপুরে। আবদুর রহিম (৪৫) এবং তাঁর ছেলে আবদুল আজিজ (১২)-এর লাশ শনিবার (২২ নভেম্বর) সকালে বশিকপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়

১৩ ঘণ্টা আগে