বাগেরহাটে নারী নির্যাতন ও সহিংসতার প্রতিবাদে মানববন্ধন

প্রতিনিধি
বাগেরহাট
Thumbnail image
ছবি: প্রতিনিধি

বাগেরহাটে নারী নির্যাতন, সহিংসতা ও সামাজিক অবিচারের বিরুদ্ধে জনসচেতনতা বাড়ানো এবং দোষীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে নাগরিক সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্ল্যাকার্ড ও ব্যানার হাতে অংশ নেন।

বক্তারা জানান, দেশে নারী নির্যাতনের ঘটনা দিন দিন আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। পরিবার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্র—সব জায়গায় নারীরা নিরাপত্তাহীনতার মুখে পড়ছেন। আইন প্রয়োগে শৈথিল্য ও বিচার বিলম্বিত হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে বলেও তারা উল্লেখ করেন। বক্তারা বলেন, নারী নির্যাতন প্রতিরোধে পরিবার, স্কুল-কলেজসহ সমাজের প্রতিটি স্তরে সচেতনতা কার্যক্রম জোরদার করা প্রয়োজন। এই সমস্যার সমাধানে সবার সম্মিলিত অংশগ্রহণ অপরিহার্য।

মানববন্ধনে প্রেসক্লাব সভাপতি মো. কামরুজ্জামান বলেন, নারীর প্রতি সহিংসতা শুধু পরিবার নয়, পুরো সমাজকে ক্ষতিগ্রস্ত করে। তাই এই ধরনের অপরাধের শাস্তি নিশ্চিত করতে প্রশাসনকে আরও কঠোর ভূমিকা নিতে হবে।

এ ছাড়া নারী নেত্রী আম্বিয়া খাতুন, ইভা আক্তার, মো. আব্দুল সালাম শেখ, কিশোরী মিতুসহ অংশগ্রহণকারীরা নারী নির্যাতন রোধে সম্মিলিত উদ্যোগ ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

মানববন্ধনে উপস্থিত সবাই নারীর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধে কঠোর আইন প্রয়োগ, দ্রুত বিচার ট্রাইব্যুনালের কার্যকারিতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি উদ্যোগে জনসচেতনতা আরও জোরদার করার দাবি জানান। কর্মসূচি শেষে তারা নির্যাতিত নারীদের পাশে থাকার এবং সামাজিক প্রতিবাদকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

পাহাড়ি এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন ধরে রাখতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করেছে। রোববার (১৫ ডিসেম্বর) বিভিন্ন এলাকায় নলকূপ, ঢেউটিন বিতরণ ও আর্থিক অনুদান প্রদান করা হয়।

২ মিনিট আগে

নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে এবারও সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন ৪৮ জন শিক্ষার্থী। রোববার (১৪ ডিসেম্বর) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হলে এ সাফল্যের তথ্য নিশ্চিত হয়। উত্তীর্ণদের মধ্যে ১২ জন ছাত্র ও ৩৩ জন ছাত্রী রয়েছেন। কলেজ কর্তৃপক্ষের ধারণা, যোগাযো

৪ ঘণ্টা আগে

নীলফামারীর সৈয়দপুরে রবিবার (১৪ ডিসেম্বর) যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। দিবসটির মূল আয়োজন করেন উপজেলা প্রশাসন।

২০ ঘণ্টা আগে

রাজশাহী বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. মোঃ জিল্লুর রহমান শনিবার (১৩ ডিসেম্বর) রাত ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে নগরীর সাহেব বাজার, কাজলা, বন্ধগেট, লক্ষীপুরসহ বিভিন্ন এলাকায় অননুমোদিত ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ এবং ফুট

২১ ঘণ্টা আগে