সৈয়দপুরে দুই প্রধান শিক্ষককে বিদায়ী সংবর্ধনা

প্রতিনিধি
রংপুর ব্যুরো
Thumbnail image
ছবি: প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে দুইজন গুণী প্রধান শিক্ষককে অবসর ও বদলিজনিত কারণে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার (২০ এপ্রিল) সকালে শহরের আল-ফারুক একাডেমি মিলনায়তনে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে ‘সৈয়দপুর উপজেলা স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরাম’।

অনুষ্ঠানে তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা বানুকে বদলি এবং সিপাইগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মহসিন আলীকে অবসর উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-ই-আলম সিদ্দিকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি ও হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী। সঞ্চালনায় ছিলেন খালিশা বেলপুকুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ আমিরুল ইসলাম।

বক্তব্য রাখেন সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল, লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা, আইসঢাল খিয়ারপাড়া আলিম অ্যান্ড ভোকেশনাল মাদ্রাসার অধ্যক্ষ মো. আফজাল বিন-নাজির, শ্বাষকান্দর আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মান্নান, আল-ফারুক একাডেমির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, কয়ানিজপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ সরকার, চওড়া মাধ্যমিক বিদ্যালয়ের ফজলুল হক এবং সৈয়দপুর রাজ্জাকিয়া গফুরিয়া দাখিল মাদ্রাসার সুপার রফিকুল ইসলাম।

বক্তারা বিদায়ী দুই শিক্ষকের কর্মময় জীবনের প্রশংসা করেন এবং শিক্ষা ক্ষেত্রে তাঁদের অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে প্রধান অতিথি বিদায়ী অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এ সময় পুরো মিলনায়তন ছিল কৃতজ্ঞতা ও ভালোবাসার আবেগে ভরপুর।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন