বাঁচতে চান দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত প্রতিবন্ধী খালেদা খাতুন

প্রতিনিধি
কয়রা, খুলনা
Thumbnail image
ছবি: প্রতিনিধি

খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের গুপিরায়ের বেড় গ্রামের মৃত আব্দুল খালেক সরদারের প্রতিবন্ধী কন্যা খালেদা খাতুন (৩০) কিডনি, ফুসফুস, লিভার সহ নানা জটিল ও কঠিন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে লড়াই করছেন। অভাব অনটনের কারণে ঠিকমতো ঔষধ কিনতে পারছেন না। জীবন বাঁচতে তিনি সকলের কাছে সাহায্যের আবেদন করেছেন।

পরিবার ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, খালেদা খাতুন শারীরিক প্রতিবন্ধী হওয়ায় তার পরিবার তাকে বিবাহ দিতে পারেননি। তিনি তার ভাই উজ্জ্বল হোসেনের সংসারে আছেন । পরিবারটি নিজস্ব কোন জায়গা জমি নেই। অসহায় পরিবারটিকে বাচাতে তার ভাই উজ্জ্বল হোসেনও পরিবারের সদস্যরা গ্রামবাসীর কাছ থেকে আর্থিক সাহায্য ও সকলের সহযোগিতায় প্রায় চার মাস যাবৎ চিকিৎসা করিয়াছেন ‌‌।

আরও জানায়, বর্তমানে তিনি কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি চিকিৎসাধীন আছে। ঠিকমতো ঔষধ কিনতে পারছেন না তার পরিবারটি। অসহায় খালেদা খাতুনের চিকিৎসার জন্য দেশ-বিদেশে বসবাসরত সকলের কাছে সাহায্য দাবি জানিয়েছে তার পরিবার।

অসুস্থ খালেদা খাতুন বলেন, আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়ব কখনো ভাবতে পারিনি। টাকার অভাবে ঔষধ কিনে খেতে পারছি না। তিনি তার চিকিৎসার জন্য দেশ বিদেশে অবস্থানরত সকলের কাছে আর্থিক সাহায্য দাবি করেন।

বিষয়:

খুলনা
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এতে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে

১৪ মিনিট আগে

শিক্ষকরা শিক্ষা বাদে যখন অন্য কিছুতে জড়িত হয় তখন মর্যাদার সংকট তৈরি হয়। শিক্ষকদের নৈতিক শিক্ষা গ্রহণ করে চলতে হবে তবেই চব্বিশ পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব

১৯ মিনিট আগে

দযাত্রার মধ্য দিয়ে লালমনিরহাট জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর এ স্মারকলিপি প্রদান করেন কমিটির লোকজন

২৮ মিনিট আগে

এ ব্যাচে ভর্তির লক্ষ্যে ৯২,৭৬৩ জন প্রার্থী অনলাইনে আবেদন করে। আবেদনকৃত প্রার্থীর মধ্য থেকে ৪০,৭৫৮ জন যোগ্য আবেদনকারী ভর্তি পরীক্ষার জন্য নির্বাচিত হয়। পর্যায়ক্রমে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে দেশের ৪৮টি জেলায় মোট ৩৬০০ জনকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়

৩২ মিনিট আগে