ফরিদপুরে শহীদ সাধুদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি

প্রতিনিধি
ফরিদপুর
Thumbnail image
ছবি: প্রতিনিধি

ফরিদপুরে ২১ এপ্রিল শহীদ সাধুদের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১এপ্রিল) সকাল ১১টায় ফরিদপুরের শ্রীধাম শ্রী অঙ্গনে বিপ্লবী কর্নেল তাহের মঞ্চ ও বাংলাদেশ জাসদের উদ্যোগে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরবর্তীতে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপ্লবী কর্নেল তাহের মঞ্চ ও বাংলাদেশ জাসদ ফরিদপুর জেলা শাখার সভাপতি আশরাফ উদ্দিন তারা, সাধারণ সম্পাদক নুর ইয়াহিয়া মিলন, শহিদুল ইসলাম, ঝড়ু বিশ্বাস, হীরা আক্তার, মুক্তা আক্তার, মোহাম্মদ আনোয়ার শেখ, মোহাম্মদ নিরব, লিখন, বাবলু বিশ্বাস সহ অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বক্তৃতায় বাংলাদেশ মহানাম সম্প্রদায়ের সাধারণ সম্পাদক মৃগাঙ্কশেখর ব্রহ্মচারী শহীদদের অবদান স্মরণ করেন এবং বলেন, ‘‘এই শহীদদের আত্মত্যাগ দেশের জন্য অমূল্য। তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আমাদের দায়িত্ব রয়েছে।’’

এ সময় শ্রীধাম শ্রী অঙ্গনের ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডক্টর নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারী ও স্থানীয় কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২১ এপ্রিল পাকিস্তানি সেনারা ফরিদপুরের শ্রীধাম শ্রী অঙ্গনের কীর্তনরত আটজন সাধুর ওপর বিনা বিচারে গুলি চালিয়ে তাদের হত্যা করে। শহীদ সাধুদের আত্মত্যাগ এখনও সবার মনে অম্লান হয়ে আছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন