বিদ্যুৎস্পৃষ্টে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তার মৃত্যু

প্রতিনিধি
স্টাফ রিপোর্টার
Thumbnail image

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারিরীক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক মো. নুর ইসলাম মৃত্যুবরণ করেছেন।

আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্ট্রার বাহাউদ্দিন গোলাপ জানান, শিক্ষা দপ্তরের উপ-পরিচালক মো. নুর ইসলামের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে হলেও তিনি চাকরির সুবাদে বিশ্ববিদ্যালয় সংলগ্ন (তালুকদার মার্কেট) এলাকায় বাসা ভাড়া করে পরিবার নিয়ে বসবাস করতেন।

সেইসাথে তিনি বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি কিছু কৃষি জমি লিজ নিয়ে লোকজন দিয়ে চাষাবাদের কাজ করাতেন। আর সেই জমির পাশ থেকেই বৃহস্পতিবার বিকেলে তারা মরদেহ উদ্ধার করা হয়েছে।

বাহাউদ্দিন গোলাপ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ঘটনার সময় তিনি পানি তোলার কাজে ব্যবহৃত বৈদ্যুতিক পাম্প চালু করার চেষ্টা করছিলেন। আর সেই সময় তিনি বৈদ্যুতিক তার নিয়ে পাশের নালার পানির মধ্যে পরে যান। ফলে ওই স্থানটি বিদ্যুতায়িত হয়ে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

খবর পেয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিকেল চারটার দিকে মরদেহ উদ্ধার করেছে। এছাড়াও ঘটনাস্থলে প্রো-ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানি, ট্রেজারার অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ, প্রক্টরসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা ছুঁটে যান।

এদিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারিরীক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক মো. নুর ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শুচিতা শরমিন।

এক শোকবার্তায় উপাচার্য বলেন, নুর ইসলামের মৃত্যুতে আমরা বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত। আমি মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন