জামালপুর কমিউনিটির অংশগ্রহণে ব্রহ্মপুত্র নদসহ শহর পরিচ্ছন্নতা অভিযান

প্রতিনিধি
Thumbnail image
ছবি: প্রতিনিধি

পরিষ্কার-পরিচ্ছন্ন শহর ও গ্রাম আমাদেরই গর্ব এ আওয়াজ তুলে জামালপুর ব্রহ্মপুত্র নদসহ পৌর এলাকার সড়ক, বাড়ি ঘর, ব্যাবসা প্রতিষ্ঠান, অফিস কক্ষ ও প্রতিটি আঙিনা পরিচ্ছন্ন রাখার অঙ্গীকার নিয়ে ক্যাম্পেইনের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলুন উড়িয়ে ক্যাম্পেইন-এর উদ্বোধন করেন জামালপুর পৌরসভার প্রশাসক মৌসুমী খানম।

এ উপলক্ষ্যে স্থানীয় ফৌজদারি মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক ও বাংলারচিঠি ডটকম এর সম্পাদক জাহাঙ্গীর সেলিম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহিদ পিংকী, বক্তব্য রাখেন।

ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

এসময় অন্যান্যের মধ্যে উন্নয়ন সংঘের পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, জামালপুর এপির ভারপ্রাপ্ত এরিয়া ম্যানেজার উজ্জ্বল পেট্রিক কোরাইয়া, পার্টনারশিপ সমন্বয়কারী সত্যব্রত বিশ্বাস, উন্নয়ন সংঘ জামালপুর এরিয়া প্রোগ্রামের ব্যবস্থাপক মিনারা পারভীন, জামালপুর পৌরসভার পরিষ্কার পরিচ্ছন্নতা পরিদর্শক মাহবুব আলম মঞ্জু, সুপারভাইজার শেখ লিয়াকত হোসেন, স্ক্রিপ্ট প্রকল্পের ব্যবস্থাপক লিটন সরকার, এসএমপি ব্যবস্থাপক শাহজাহান মিয়া, বিশিষ্ট শিক্ষক আমির উদ্দিন, জেলা ক্যাব সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, বিডি ক্লিনের সমন্বয়ক মেহেদী, অটোরিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সদস্যবৃন্দ, রিকশাচালক শ্রমিক ইউনিয়নের সদস্যবৃন্দ, নগর উন্নয়ন কমিটির সদস্যগণ, যুব ফোরাম ও শিশু ফোরামের সদস্য, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার প্রতিনিধি, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী, ওয়ার্ল্ড ভিশন, উন্নয়ন সংঘের কর্মকর্তা ও কর্মীসহ দেড় শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তৃতায় পৌরসভার প্রশাসক মৌসুমী খানম বলেন, এই শহর আমাদের সকলের। আমরা যদি যত্রতত্র ময়লা না ফেলে ডাস্টবিনে রাখি তাহলে শহরটা পরিচ্ছন্ন থাকবে। আমাদের পরিচ্ছন্ন কর্মী নির্দিষ্ট জায়গা থেকে গাড়ি যোগে ময়লাগুলো এনে ডাম্পিং স্টেশনে রাখবে।

পরে উপস্থিত সকলেই ব্রহ্মপুত্র পাড়ে ময়লার বাগাড় অপসারণে অংশ নেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

পরিষ্কার-পরিচ্ছন্ন শহর ও গ্রাম আমাদেরই গর্ব এ আওয়াজ তুলে জামালপুর ব্রহ্মপুত্র নদসহ পৌর এলাকার সড়ক, বাড়ি ঘর, ব্যাবসা প্রতিষ্ঠান, অফিস কক্ষ ও প্রতিটি আঙিনা পরিচ্ছন্ন রাখার অঙ্গীকার নিয়ে ক্যাম্পেইনের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলুন উড়িয়ে ক্যাম্পেইন-এর উদ্বোধন করেন জামালপুর পৌরসভার প্রশাসক ম

৬ ঘণ্টা আগে

নীলফামারী জেলা আইনজীবী সমিতির ফুটবল টুর্নামেন্টে কিশোরগঞ্জ উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে (৬ নভেম্বর) নীলফামারী মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ডোমার উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কিশোরগঞ্জ উপজেলা

৬ ঘণ্টা আগে

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি (বিটিসিএল) রাঙ্গামাটি কার্যালয় ময়লার গুদামে পরিণত হয়েছে

৭ ঘণ্টা আগে

নীলফামারীতে দরিদ্র ও অসচ্ছল পাঁচ শিক্ষার্থীকে সেলাই মেশিন দেওয়া হয়েছে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে প্রকল্পের জেলা কার্যালয়ে সেলাই মেশিন প্রদান করা হয়।

৭ ঘণ্টা আগে